আত্নজীবনী

নীরা সাদীয়া ২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১২:৩৭:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

#জীবন

 

অনেকদিন যাবত মনের কোণে ভেসে বেড়ায় কিছু স্মৃতি, কিছু কথা।

সেই কবে ছোট্টবেলায় বই,খাতা,কলম, পেন্সিল ইত্যাদির সাথে পরিচয়। রঙিন ছবিওয়ালা নতুন বই, বিভিন্ন রঙের রঙ পেন্সিল, নানা ধরনের কলম এসব নিয়েই আনন্দময় শৈশব। তবে সেই শৈশব থেকেই ছিলাম কঠোর পরিশ্রমী। মাত্র ১ মাসে ফুপাতো বোনেরা পেন্সিল ধরা থেকে শুরু করে ভার্তি পরীক্ষার জন্য যা যা লাগে সব শিখিয়ে পড়িয়ে প্রস্তূত করেছিলেন। বায়োজিদ লাইন স্কুলে তখন তুখোড় ভর্তি প্রতিযোগিতা চলতো। তাতে জয়ী হই ২৭ তম স্থান অধিকার করে। এরপর আক্রান্ত হই ম্যালেরিয়া রোগে! ম্যালেরিয়া কাটিয়ে উঠে ১ম সাময়িক পরীক্ষার মাত্র কয়েকদিন আগে বাড়ি ফিরি। বোনদের কল্যাণে শিশু শ্রেনিতে প্রথম সাময়িক দেই এবং গনিতে ২৫/২৫ সহ ক্লাসে ২য় স্থান অধিকার করি। এভাবেই শুরু আমার পথচলা। তখন থেকে আর কোনদিন জিরোইনি। পড়া ছাড়া আর কিছু জানতাম না। সত্যি বলতে কিছুটা হাবা ছিলাম। খেলাধূলাও পারতাম না। শুধু একটা কাজই পারতাম, তা হলো পড়া।

 

এরপর ৭/৮ টা স্কুল বদল হয়। নিজের প্রয়োজনে নয়, পরিবারের প্রয়োজনে। অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শিখি। সেই সুবাদে ২/৪ টা খেলাও শিখি। কিন্তু সেসবে ততটা মন লাগতো না, যতটা লাগতো পড়ায়। গল্পের বই হোক, পাঠ্যবই হোক, পড়াই ছিল আমার একমাত্র নেশা। পড়া ছাড়া অন্যকিছু করা যায়,তেমন কিছু আমার মাথাতেও আসতো না। কখনো কোনদিকে জীবনকে উপভোগ করা হয়ে ওঠেনি, পড়ার ক্ষতি হবে বলে। এমনকি বাবা মা কোথাও বেড়াতে যেতে বললেও যেতে চাইতাম না।গেলেও মনে হতো, কখন বাসায় ফিরব,কখন পড়তে বসব?

 

কিন্তু ভাগ্যের কী পরিহাস! সারাজীবন এত পরিশ্রম করার পরেও অর্জনের ঝুলিটা খুব সাধারন। পরিশ্রম করে যখন ১০ পা এগিয়েছি, ভাগ্য এসে ১১ পা পিছিয়ে দিয়েছে! এক ঝাপ্টায় সর্বদা যেন সব শেষ হয়ে যেত। ভাগ্যটা কেমন যেন ঢেউ হয়ে এসে সাগরপাড়ের বালির বাঁধের মত ভেঙে দিত সব স্বপ্নকে! ১০ম ধাপ থেকে ১২ তম ধাপ পর্যন্ত আর কোনদিন ওঠা হতো না। তার আগেই একটা ঢেউ এসে নিমেষে চূর্ণ করে দিতো সবকিছু!

 

একটা এ+ পাওয়া হলো না, একটা ভার্সিটিতে চান্স হলো না, এবার হয়ত একটা চাকরীও হবে হবে করে………

 

আজকাল আর কাওকে বলার সাহস পাই না, “পড়ো ভালো করে। পরিশ্রম করলেই সব পাবে,যা যা তুমি চাও সবই মিলবে!” কাওকে বলি নাহ। হেরে যাওয়া মানুষদের এসব বলতে নেই।

৫৫৩জন ৫৫১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ