একুশে মে

অরুণিমা মন্ডল দাস ২৯ মে ২০১৮, মঙ্গলবার, ১১:৫১:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২ মন্তব্য

অহেতুক শব্দগুলো ভাষার আকার হওয়ার চেষ্টা করেছিল
মাঝে মাঝে বৃষ্টির খোঁজে একপায়ে রোদ্দুরে ঠাই দাঁড়িয়ে
বর্ণমালা সাজিয়ে নিয়েছিল নিজের মনের আলনাতে

কবিতারা জাগতে চেয়েছিল বন্ধুর ছোঁয়ায়
দুধারে জোরালো বৃষ্টি মধ্যেখান নিঃশব্দে দুজন দুজনার মধ্যে দঁাড়িয়ে
কোন শব্দ ছিল না
হঠাৎ চমকে উঠল
জাম গাছের পাশ দিয়ে আশা ভালোবাসাগুলো পুরো শরীর ভিজিয়ে দিল
গরম হাওয়া
ঠান্ডা ঘাম
মিষ্টি সুর
ভয়ানক টান !!!!!!!

>>>>>>>>>>>
অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ভারত।

৪৪১জন ৪৪১জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ