কিছুদিন লেখা ছেড়ে গান নিয়ে ছিলাম । আমার গান গাইতে নাচতে খুবই ভালো লাগে যেখানেই সুযোগ মেলে গলা সেখানেই ঢুকে তাল মেরে চলে আসি !
কাল রবিঠাকুরের জন্মদিন তাহলে কার জন্মদিন? রবিঠাকুর কে ছিলেন? কেমন ছিলেন? কি করেছেন ? ইত্যাদি ইত্যাদি শুধু কালই জানতে পারব আজ রাত থেকে সবাই সেজেগুজে বডিস্প্রে মেখে তৈরি হচ্ছেন—বিশাল ফাটিয়ে একটা নাচাগানা হবে জলসা হবে আনন্দ হবে—-কেউ জীবনে রবি র র দেখেনি আজ রবির উপণ্যাস গুলো জীবনী গিলে ন্যাপথ্যালিন নাকে দিয়ে ঘুমোবে!
বর্তমান সমাজ! কার? কিসের ?কিজন্য? আজকের সমাজব্যবস্থা দেখে কি মনে হচ্ছে বলুন তো শতশত রবীন্দ্রনাথের সমাজে খুব প্রয়োজন? কে দেখাবে আঙুল বিয়ে যে ভোটবাক্স ঘুরে গেছে? ডোনেশানের চাকুরে ঘুমোচ্ছে? সরকারী জিনিস সস্তা য় বস্তা ভর্তি? রাস্তাঘাটের অবস্থা ! আসিফাদের কথা ছাড়ুন সাইকো পুরুষদের কাজকর্ম দেখেছেন? এরা যেখানেই ফ্রি পায় সেখানেই গলিয়ে মজা পায় ? রাস্তার পাগলীদের প্রেগনেন্ট করে ছেড়ে দিচ্ছে এরা মানুষ না অন্যকিছু? এদের দেখলে মায়া হয় সত্যি এরা কি মানুষের পেটর বাচ্চা? মানসিক রোগী ! তাঁকেও ছাড় দে না—-
কাল হয়তো রবিঠাকুরের জন্মদিনে নতুন কোন পাগলী বা আসিফা ধর্ষিতা হবে—?
____________
অরুণিমা মন্ডল দাস
আট মে ২০১৮
কলকাতা, ভারত।
৫টি মন্তব্য
নীরা সাদীয়া
সত্যিই সমাজে কীট পতঙ্গ বেশি হয়ে গেছে! সমাজটাতে সংশোধন দরকার। একজন কান্ডারী দরকার। নাচাগানার চেয়ে অাত্নোপলব্ধি বেশি প্রয়োজন।
খসড়া
হা হা হা আগাছার বাড় বেশি
নীলাঞ্জনা নীলা
দারুণ লিখেছেন দিদি।
সমাজ-ব্যবস্থার যা হাল, তাতে আরোও কতো যে দেখতে হবে!
জিসান শা ইকরাম
আমাদের উপমাহাদেশে এই ধর্ষন ঘটনাটা বেশীই। জলবায়ুর কারনেই এমনটা হয় কিনা কে জানে?
মৌনতা রিতু
মানুষ সব সময়ই আদিম রিতি ধরে রাখে শুধু সমাজ তাকে বেঁধে রাখে তার সুশৃঙ্খলে। আমাদের সমাজ ব্যবস্থায় নিজ নিজ লোভ, স্বশিক্ষায় শিক্ষিত হবার মানষিকতা কম। আমরা ছোটোবেলা থেকে এক ঘরে বসে দুনিয়ার মানুষের সমালোচনা করতে থাকি। কারণ, আমরা কুয়ার ব্যাঙ। আর অন্যান্য দেশে সমাজ ব্যাবস্থা এরকম নয় তাই সেখানে হয়তো ধর্ষণ নামক শব্দটা নেই।
রবিন্দ্রনাথ তা রবিন্দ্রনাথই।