
ভালো থাকার জন্য বেঁচে থাকা ,
ভালো রাখার জন্য বেঁচে থাকা ,
জানি এক নয় দুটোই !
হয়েছে কি মরবে কেন ?
ব্যর্থ হয়েছ কি প্রেমে !
নাকি পা কেটেছে ট্রেনে !
সেও তো আছে বেঁচে ,
তবে তুমি কেন চলে যাবে মিছে !
মৃত্যু কি এতটাই সহজ !
আত্মহত্যা কি হাতের খেলনা ?
হয়েছে কি মরবে কেন ?
চাকরী কি পাও না ,
নাকি রিকশা চালাতে পারো না !
তারাও তো সুখে আছে ,
তোমার সুখটা কেন হবে মিছে ?
কোথায় যাচ্ছ হয়েছে কি ?
ছাদ থেকে লাফিয়ে পরবে!
বলতো যার পা নেই সে কি করবে !
সে কি মরে গেছে কষ্টে !
তবে তুমি কেন যাচ্ছ জীবন নষ্টে ?
বুঝেছ কি বলছি কি আমি !!
ধর্ষণ হয়েছ নিশ্চয়ই ইচ্ছে নেই বাঁচার ,
সমাজে মুখ দেখাবে না আর !
জানতো রাতের আধারে জীবন আছে ,
ওরাও বেঁচে আছে বেশ্যা নামে ,
তবে তুমি কেন বাঁচবে না নিজ নামে !
হয়েছে কি গলায় দড়ি দিবে !
ঝুলেই কি চলে যাবে পৃথিবী থেকে ।
আরেহ,তারাও বেঁচে আছে খেয়ে না খেয়ে বস্তিতে।
ঝাপ দিবে নদীতে না গাড়ির নিচে ?!
ছুড়ি চালাবে পেটে না হাতে !?
তবুও কি বেঁচে থাকবে না আর!??
গিয়ে দেখই না কতশত বাঁচার আকুতি ,
আছে শুধু মরে পরে চিকিৎসালয়ের মেঝেতে ।
ভালো থাকার জন্য বেঁচে থাকো ,
নিজ থেকে ভালো থাকো ,
তুমি মরলে তারা কি করবে !?
বাঁচো তুমি তাদের শিখিয়ে ।
ভালো রাখার জন্য বেঁচে থাকো ,
বাঁচ তুমি হাঁসি হয়ে সবার মাঝে ,
কেন চলে যাবে মিছে হয়ে ,
কি দিয়ে যাচ্ছ সবার প্রানে ?
এতোটাই সহজ কি মরে যাওয়া,
হার কি মেনে নিলে তুমি এতোটাই সহজে !?
ভালো থাকার জন্য বেঁচে নাইবা থাকো ,
ভালো রাখার জন্য বেঁচে থাকো ,
তবুও বেঁচেই থাকো এই পৃথিবীতে ।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
হার মানা যাবেনা কোন কিছুতেই।
ছন্দের মধ্য দিয়ে বেঁচে থাকার যথার্থতা বুঝালেন।
ভাল লেগেছে খুব।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ ^_^
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভালো থাকার জন্য বেঁচে নাইবা থাকো ,
ভালো রাখার জন্য বেঁচে থাকো ,
তবুও বেঁচেই থাকো এই পৃথিবীতে ।
wel done -{@
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
নীলাঞ্জনা নীলা
আমি খুবই পজিটিভ একজন মানুষ। এককথায় বলা যায়, “ভাঙ্গবো, তবু মচকাবো না।”
ভালো লিখেছেন।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂