সুরমা দানিতে এক দোদুল্যমান স্বপ্ন ঘুমিয়ে আছে অনন্তকাল ধরে
যেখানে সুখ ভাগ্যের আসা যাওয়া নিষেধ।
তাকে ছোঁয়ার আশায় অনামিকা আমার দীর্ঘশ্বাস ফেলে
অনামিকা জানে না, আসলে জীবন নিয়ে আস্ফালন সব বৃথা।
পার্থিব সব চাওয়া পাওয়ার ব্যাপারটা গোলমেলে
এ গভীর কৃষ্ণ নয়ন দুটি কারো করুণায় সিক্ত।
সম্মানের মহিমা পারে না নীরব ধূ-লিকে উজ্জীবিত করতে।
শেষ চৈত্রে আলো ফোঁটা কোনো সকালে, দূরে কোথাও এক পশলা বরষার গা ছুঁয়ে আসা উদোম হাওয়ার স্পর্শে
ক্ষণতরে অবহেলিত শুষ্ক কোনো জীবন তবু শীতল হয়, স্বপ্ন জাগে।
“”””‘”””'””””””””””””””””””””””””””””””””””
,,,,,,,,,,,রিতু,,,,,,,,
১৯/০৩/১৭.
১৪টি মন্তব্য
ইঞ্জা
বিমোহিত হলাম প্রিয় আপু।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইজু। কেমন আছেন? শুভেচ্ছা রইলো ভাইজু।
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় আপু
অরুণিমা মন্ডল দাস
বাহ কেমন আছেন সবাই
(3
মৌনতা রিতু
ধন্যবাদ। হুম আমরা ভালো আছি। আপনি কেমন আছেন?
মোঃ মজিবর রহমান
অধীর অপেক্ষা আর চাওয়ার মাঝেই জীবন পায় বা না পায়।
ভাল লাগা রেখে গেলাম আপু।
মৌনতা রিতু
ধন্যবাদ মজিবর ভাই। ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
ভাল আছি আপু আপনিও ভাল থাকুন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মন ছুয়েঁ ছুয়েঁ যায়৴৴৴৴
মৌনতা রিতু
ধন্যবাদ মনির ভাই। ভাল থাকবেন। দোয়া করবেন।
জিসান শা ইকরাম
বেঁচে থাকুক সব জীবনের প্রয়োজনে যেভাবে ভাল থাকা যায়,
ভাল হয়েছে।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইয়া। আপনার স্নেহের পরশ।
শাওন এরিক
অদ্ভুত সুন্দর (:
মৌনতা রিতু
ধন্যবাদ। 🙂