ইচ্ছা থাকলে উপায় হয়না

মোঃ মজিবর রহমান ২১ জানুয়ারি ২০১৮, রবিবার, ০৪:২৩:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

অস্থিমজ্জায় প্রতিবাদ করার শক্তি,

অর্থ,সন্ত্রাসী,বাহু নায় পঙ্গুযে আমি

কেমনে হবে মানবতার মুক্তি।

সংসার কাজে মানুষ বন্দি

মানবতার কাজে নায় সন্ধি।

ধর্মে ধর্মে আজ হানাহানি

মানব প্রেমঘুনে পোকায় খুনাখুনি।

স্বার্থে বন্দি সততা

স্বার্থেই বন্দি মুক্তির মমতা।

রাম রহিম যিশু কান্দে পথে

ধর্মবিদরা ধর্ম বিলায় বাতাসে।

কলমের ডগায় আছে ছি ছি

ক্ষমতাহীন মানুষের আকুতি

আসলে নেয় অস্থিমজ্জায় শক্তি।

সারাবিশ্ব একই চিত্রপটে আঁকা

ধর্ম শাসকের বুকে ফাঁকা।

ধর্ম বিলায় ধার্মিক কথায়

অন্তরে আছে শুধু সন্ত্রাসী কায়দা।

৪৮৭জন ৪৮৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ