অস্থিমজ্জায় প্রতিবাদ করার শক্তি,
অর্থ,সন্ত্রাসী,বাহু নায় পঙ্গুযে আমি
কেমনে হবে মানবতার মুক্তি।
সংসার কাজে মানুষ বন্দি
মানবতার কাজে নায় সন্ধি।
ধর্মে ধর্মে আজ হানাহানি
মানব প্রেমঘুনে পোকায় খুনাখুনি।
স্বার্থে বন্দি সততা
স্বার্থেই বন্দি মুক্তির মমতা।
রাম রহিম যিশু কান্দে পথে
ধর্মবিদরা ধর্ম বিলায় বাতাসে।
কলমের ডগায় আছে ছি ছি
ক্ষমতাহীন মানুষের আকুতি
আসলে নেয় অস্থিমজ্জায় শক্তি।
সারাবিশ্ব একই চিত্রপটে আঁকা
ধর্ম শাসকের বুকে ফাঁকা।
ধর্ম বিলায় ধার্মিক কথায়
অন্তরে আছে শুধু সন্ত্রাসী কায়দা।
৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কলমের ডগায় আছে ছি ছি
ক্ষমতাহীন মানুষের আকুতি
আসলে নেয় অস্থিমজ্জায় শক্তি।
কি আর করা ক্ষমতা থাকলে আবার এর উল্টোটাও হত।লেখায় ভাল লাগা জানিয়ে গেলাম।
মোঃ মজিবর রহমান
কি আর করা ক্ষমতা থাকলে আবার এর উল্টোটাও হত। ১০০ ভাগ সহমত
রেজওয়ান
অসাধারণ -{@
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ রেওজয়ান ভাই।
আবু খায়ের আনিছ
ইচ্ছে থাকলেও উপায় হয় না, হবে কি করে? সঠিক রাস্তাটাই যে নেই জানা।
মোঃ মজিবর রহমান
আনিস ভাই, যারা চালক তারাই আমার পথ রুধ্ব করে রাখে। কেমনে খুলিবে দ্বার। আর যারা জানে তাদের অনেকেই কোন না কোন কারনে অনিহা করে বসে থাকে আবার অনেকে বিভিন্ন কারনে তাদের পক্ষে সম্ভব হয় না।
জিসান শা ইকরাম
কি আর করা, অক্ষম আমরা। লিখে যেতে পারি কেবল।
মোঃ মজিবর রহমান
তাইতো ভাইয়া আমাদের খমতা এই টুকুই।
কেমন আছেন?