আমারা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খুব প্রয়োজনীয় একটি ফ্যান। সাথে বাংলা, অংক ও ইংরেজি খাতা, পেন্সিল কার্টার, এরেজার, পেন্সিল বক্স এবং পেন্সিল প্রদান করা হয়। উক্ত প্রদান অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন আমার প্রিয়ভাজন রুদ্র আমিন ভাই ও আরেক প্রিয়ভাজন মিঠুন। তাতে স্কুলের স্বপ্নদ্রষ্টা এই ব্লগের ব্লগার আমার সোশ্যাল ওয়ার্কিয়ের প্রেরনা নীল্কন্ঠ জয়। সে তাঁর কাজের জন্য ও দুরত্বের জন্য আসতে পারে নায়। আর এই স্কুলের,  আমাদের স্কুলের অন্যতম ডোনার এবং অভিভাবক, জনপ্রিয় কবি নুরুন্নাহার শিরীন আপু।এই স্কুলের সংগে সুনিবিড়ভাবে যারা জড়িত তাঁরা হলেন,  আইরিন আপু, বন্ধুব্লগের পরিচালক এবং সুলেখক কবি রুদ্র আমিন,  জুলফিকার জুবায়ের ভাই, তানিম ভাই, মনির হোসেন মমিসহ অনেকে তাদের সকলের মঙ্গল কামনা করি।

Photo

Photo

Photo

Photo

তাঁদের মাঝে সময় ছিল খুব আনন্দময়। সবাই ভাল থাকুক, সুস্থ থাকুক সতত।

৫৫৬জন ৫৫৯জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ