ইদানীং আবার সেই পুরনো রোগটা ফিরে এসেছে। আমি সারারাত ঘুমাতে পারিনা। কখনো অস্ত্রে শান দেবার শব্দ শুনি, কখনো স্বপ্নে পুড়ে যাই। কখনো প্রচণ্ড হ্যালুসিনেশান। ল্যাপটপ নিয়ে ছাঁদে চলে আসি। আমার মরচে পড়া লাল জীপের ডায়েরি খুলে বসি। আমি লিখতে থাকি আমার কথা। একজন একসেপিস্টের কথা। শূন্যতা বলতে কিছু নেই আমি বিশ্বাস করতে চেষ্টা করি। আমার আশেপাশের কোন কিছুই শূণ্য না। ১+১=০ হল সেই শূণ্য সংখ্যা যেখানে তুমি নেই। মঞ্চ ও দর্শকসারিতে আমি একা বসে। শুধু শোনা যায় নিঃশ্বাসের তালি। আমার মৃত্যুতে আমি উঠে দাড়াই। এই যে আমি হেঁটে বেড়াচ্ছি এটা রুপকথা। আমি আসলে অনেক আগেই মরে গেছি। অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে চিরদিনের মত ঠেকিয়ে দিয়েছিলে যেদিন। আমি আসলে সেদিনই মরে গেছি। আমি রাত করে বাড়ি ফিরেছি। কখনো ফিরিনি। আবার ফিরে এসেছি চুপিচুপি। আমার শ্যাওলাধরা ছাঁদ, আমার চিলেকোঠা, আমার মায়ের শাড়ির আঁচলে হলুদের গন্ধ আমি ছেড়ে যেতে পারিনি। নইলে কবেই চলে যেতাম। আমি বোধহয় দুম করে মরে যাব। আমরা আসলে যাকে বলি জীবন । যার জন্ম ও মৃত্যুতে উঠে দাড়াই, আনন্দে হাততালি দেই অথবা শোকে স্তব্ধ হই তার আসলে কিছু নেই। কিছু ছিলনা। কিছু থাকবেও না। শুধু মৃত প্রেমিকের ফুসফুসের থলিতে পাওয়া যায় প্রাক্তন প্রেমিকার নিঃশ্বাসের মত ঝাঁঝালো বারুদ।
বাইরে আযান হচ্ছে। কিছুক্ষণ পরেই ভোর। আবারো বেঁচে থাকার মত অভিশাপ। অনেকদিন ভোর দেখিনা। তোমার সাথে।
নিহত হওয়ার চেয়ে খুনি হওয়া ভালো জেনে
খুনের প্রকল্প মাথায় নিয়ে সারাবেলা ঘুরি…
শুধু বিধ্বস্ত ভোরের চিৎকার
আমাকে সূর্যের মুখোমুখি দাঁড় করিয়ে রাখে-
খুলনা। ভোর চারটে দশ।
[প্রিয় সোনেলা ব্লগের ব্লগারগণ আমাকে ক্ষমা করবেন। একসময় আমি আমার একান্ত ব্যক্তিগত এইসব হাবিজাবি পাগলামো কথাবার্তা আমার ফেইসবুকে অবলীলায় লিখে ফেলতাম। ফেইসবুক এখন সহজলভ্য। আমার পরিচিত, ফ্যামিলি মেম্বারস, আমার কাছের মানুষজন আমার সাথে ফেইসবুকে আছেন। তাই আমি এখন আর আমার ব্যক্তিগত কিছুই ফেইসবুকে লিখিনা। কয়েকটা কারন আছে। আমার লাল জীপের ডায়েরীতে আমাকে যতটা বিষাদগ্রস্থ, মোহময়, প্রাচীন কোন শৈবালের কষ্ট বয়ে বেড়ানো শব্দশ্রমিক মনে হয় আমি ব্যক্তিগত জীবনে এমন না। আমি রসিক, মিশুক। আমার প্রচুর বন্ধু এবং বান্ধবী। আমার প্রাক্তন প্রেমিকার সংখ্যাও নেহায়েত কম নয়। এই লাল জীপে মোড়ানো আমি আর ব্যক্তিগত আমি একদম আলাদা। কিন্তু যখন রাত হয়, একা থাকি… তখন শুধুই ফাঁকা লাগে। লাল জীপটা খুলতে ইচ্ছা হয়। আমি এমন সব স্ট্যাটাস দিলে আমার ফ্যামিলি জানবে। কাছের বন্ধুরা বলবে ভান ধরেছি। কেউ কষ্ট পাবে। তাই সোনেলাকে বেঁছে নিলাম। এখানে খানিকটা এনোনিমাস। নিরাপদ। ধীরে ধীরে যে স্বেচ্ছামৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি তার স্বাক্ষী থাকুক সোনেলা ব্লগ। আমার মৃত্যুর পর কেউ আমাকে খুজলে এখানেই পাবে। এগুলো আমার সুইসাইড নোট]
৪টি মন্তব্য
মৌনতা রিতু
সুসাইড নোট সোনেলাতে!
যে যোদ্ধা এসব কাটিয়ে ওঠে সেই বড় মাপের মানুষ।
নীলাঞ্জনা নীলা
এইতো পড়ার মধ্যে বারোটা বাজিয়ে দিলেন।
আমি যতো দুঃখ-কষ্টের লেখা লিখিনা কেন, আমার ব্যক্তিগত জীবনের সাথে মিলিয়ে নয়। আর নিজের জন্য যা লিখি সেটা কোথাওই দেইনা। শুধুই একান্ত আমার। কিন্তু ওই একান্ত আমার-এর ভেতর মৃত্যুর জন্য কোনো ভাবনা নেই। আত্মহত্যা সে তো ঘেণ্ণা করি।
আশা করবো আপনি ওসব ভাবনা থেকে কাটিয়ে উঠে একজন প্রকৃত মানুষ হয়ে দাঁড়াবেন।
আত্মহত্যা করার জন্য কারণ লাগেনা। কারণ আত্মহত্যা তারাই করে যারা স্বার্থপর এবং ভীরু।
নীহারিকা
সুইসাইড নোট আমরা পড়তে চাই না। বেঁচে থাকার লড়াই দেখতে চাই। দেখতে চাই একজন সাহসী যোদ্ধাকে। স্বেচ্ছায় মরে যাওয়া মানে পালিয়ে যাওয়া। মন খারাপ, দু:খ-কষ্ট, উত্থান-পতন সবার জীবনেই আছে। এসব কাটিয়ে উঠার নামই জীবন।
ভালো থাকবেন।
চাটিগাঁ থেকে বাহার
ভীরু কাপুরুষরাই সুইসাইড জাতীয় কথাবার্তা গুলো বলে থাকে।
গতকাল ফেসবুকে ড.বিলাল ফিলিপস এর কিছু কথা আমি দেখেছি যা আমার ভালো লেগেছে।
এখানে তুলে ধরছি হুবহু।
+++++++++++++++++++
ড. বিলাল ফিলিপ্স এর কিছু অসাধারণ উক্তি,
যতবার শুনি মন চায় আবার শুনি!
★ ‘আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম।
★ ‘যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয় না । প্রয়োজন শুধু একটু ধৈর্যধারণ করা…।’
★ ‘আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবণকারীর আল্লাহ্ তা’আলাকেই ভুলে গেছেন।’
★ ‘আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।’
★ ‘ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র।’
★ ‘আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর ভরসা করা।’
★ ‘আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার পক্ষে ধৈর্যধারণ ততোবেশি সহজ হবে।’
★ ‘একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয় । তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।’
★ ‘মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ।’
★ ‘এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকেই ভালোবাসতে জানেননা।’
★ ‘আমরা অনেক সময় ধরে কোন মানুষকে প্রভাবিত করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি, অথচ আমরা এমন এক সত্তাকে (আল্লাহকে) ভুলে থাকি যে কিনা সবসময়ই আমাদের প্রতি দৃষ্টি রাখেন।’
★ ‘সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি ভালোবাসেন। তবে মনে রাখবেন আল্লাহ সবসময়ই কোন কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন।’
★ ‘এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।’
★ ‘যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।’
★ ‘যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।’
★ ‘নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।’
★ ‘যেখানে এক নিমিষেই পেছনের সকল অন্যায় থেকে পরিত্রাণ পেয়ে একটি সুন্দর আগামীর আশা করা যায় সেখানে নিরাশ হওয়ার কোন প্রশ্নই আসে না । প্রয়োজন শুধু সত্যকে মেনে নেয়ার সৎসাহস।’
★ ‘যেখানে রসূলুল্লাহ্ (সা:) প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন, সেখানে আমরা অন্তত দুই-একবার করছিতো?’
★ ‘যে কেউ আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করবে সে কিছুই হারাবে না।’
★ ‘সত্যিকার সফল তখনই হবেন, যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন।’