মৌন এ পথ।

রিতু জাহান ১৪ ডিসেম্বর ২০১৬, বুধবার, ০৭:৫০:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

আমি আমার মতো করে হেঁটে গেছি যে পথে
সে পথ আমার মোড় নিয়েছে বার বার
আমি তাল মিলাতে পারিনি, পথের এই ভিন্নতায়
আমি হোঁচট খেয়েছি বার বার।

তবুও হৃদয়ের টানে, ক্ষত পায়ে হেঁটে গেছি সে পথে
শুঁকনো ঝরা পাতার মর মর ভেঙে,
হঠাৎ বাঁক নেওয়া ছোট ছোট সবুজ উদ্ভিদের পথ দেখেছি,
শিশির বিন্দুর আয়নায় অতীত স্মৃতি আমার থরে বিথরে সাজানো।
যা আজও আমি যত্নের সাথে দেখি।

স্বপ্নময় স্মৃতি আমার নীল ঘুড়ির মতো কেটে হারিয়ে গেছে আকশের নীলিমায়
নীল ঘুড়ির বুকে যে অঙ্কন রেখা এঁকেছি সে অঙ্কন রেখায় ভুল
শেষ বিন্দুতে তাই মেলাতে পারিনি।
আকাঙ্খা ছিল নাগালের আয়ত্বে,
আয়ত্বের মাঝে বস্তুগত প্রাপ্তির তৃপ্তি অনেক
ক্লান্ত পথিক আমি,আমার এ বিষণ্ন জীবন অস্তায়মান ঐ রক্তিম সূর্য।

৪৮৮জন ৪৮৮জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ