না ভাই পরিবেশ এবং অবস্থানের কারনেই আমার এই ছবি। সিলেটে গেলাম মামা থাকে এয়ার পোর্টে এয়ার পোর্ট আবাসিক এর ৬ তলায় ঘুম থেকে উঠেছি এই সুন্দর সূর্যের আলোয় উঠে দেখি এই সূর্যই আমার প্রথম আবদার পূরণ করল কিছু ছবি আর একটি ভিডিও করলাম মনে খুব তৃপ্তি ছিল ঐ পরিবেশে।
হ্যা ভাই স্যামস্যাং গ্রান্ড ২ মবিতে তোলা । আর শুন্যয়াপু কি বলেন কোথায় আকাশ আর কোথায় পাতাল।
আমি এই পাতালেই আছি ভাই ।
আপনাকে ধন্যবাদ।
ভাই জয়গাটা কোথায়? আমার খুব যেতে ইচ্ছে করছে। পাহাড়ে উঠেছি বেশ কয়েকবার তবে সেটা শেরপুর,মধুটিলা, আরো গারো পাহাড়েই সীমাব্ধ, এর বাইরে সিলেট গিয়েও পাহাড়ে উঠা হয়নি।
সুন্দর ছবির অসাধারণ ক্যাপশন।
২২টি মন্তব্য
মামুন
চমতকার সব ছবিগুলিতে অসাধারণ ক্যাপশন!!
মুগ্ধ হলাম প্রিয় ভাই। (3
মোঃ মজিবর রহমান
ভাল লাগার জন্য খুশি হলাম
অয়োময় অবান্তর
ছবির সাথে মানানসই ক্যাপশন। ইচ্ছা পূর্ণ হোক।
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি দিনের আগমন হোক কামনা করি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভাই ফটোগ্রাফার শুন্য আপু সহ অন্যদের তো পিছনে ফেলে দিলেন।এতো সুন্দর ছবি তুলেন আপনি।তা কি দিয়ে তুলনেন। -{@
মোঃ মজিবর রহমান
না ভাই পরিবেশ এবং অবস্থানের কারনেই আমার এই ছবি। সিলেটে গেলাম মামা থাকে এয়ার পোর্টে এয়ার পোর্ট আবাসিক এর ৬ তলায় ঘুম থেকে উঠেছি এই সুন্দর সূর্যের আলোয় উঠে দেখি এই সূর্যই আমার প্রথম আবদার পূরণ করল কিছু ছবি আর একটি ভিডিও করলাম মনে খুব তৃপ্তি ছিল ঐ পরিবেশে।
হ্যা ভাই স্যামস্যাং গ্রান্ড ২ মবিতে তোলা । আর শুন্যয়াপু কি বলেন কোথায় আকাশ আর কোথায় পাতাল।
আমি এই পাতালেই আছি ভাই ।
আপনাকে ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই আপনিও এতো সুন্দর ছবি তুলতে পারেন? বাহ! ছবির ক্যাপশনগুলোও দূর্দান্ত।
ওহ মঙ্গলদীপ হবে মনে হচ্ছে। দ্বীপ কিন্তু প্রদীপ নয়।
মোঃ মজিবর রহমান
আপনাকে ধন্যবাদ আপু। বানান ঠিক করেছি । মবাইলে তোলা ছবি।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই দারুণ ছবি তোলেন আপনি। (y)
মোঃ মজিবর রহমান
সবই ক্যামেরার কাজ আমার কাজ ক্লিক করা। হাহাহাহাহ ভাল থাকুন।
নীলাঞ্জনা নীলা
আপনিও ভালো থাকুন।
অলিভার
দারুন ছবিব্লগ! তার সাথে মিল করে ক্যাপশন। ভালো লাগল।
মঙ্গল প্রার্থনা কবুল হোক, সকল অপেক্ষার হোক অবসান -{@
মোঃ মজিবর রহমান
এই প্রত্যাশায় আছি ভাই।
অলিভার
আশা করছি আপনার অপেক্ষার কাঙ্খিত প্রতিফলনই ঘটবে প্রত্যাশার পূর্ণতায় -{@
মোঃ মজিবর রহমান
(y) -{@
আবু খায়ের আনিছ
ভাই জয়গাটা কোথায়? আমার খুব যেতে ইচ্ছে করছে। পাহাড়ে উঠেছি বেশ কয়েকবার তবে সেটা শেরপুর,মধুটিলা, আরো গারো পাহাড়েই সীমাব্ধ, এর বাইরে সিলেট গিয়েও পাহাড়ে উঠা হয়নি।
সুন্দর ছবির অসাধারণ ক্যাপশন।
মোঃ মজিবর রহমান
আনিস ভাই। আমিও পাহাড়ে উঠার সঈভাগ্য হয়নি তবে ঘরের ভিতর থেকেই ছবি তোলা
সিলেটে।
ছাইরাছ হেলাল
ছবির সাথে ক্যাপশনগুলোও অনেক সুন্দর,
মোঃ মজিবর রহমান
(y) -{@
ছাইরাছ হেলাল
আরে এটাতো ফেসবুক না!
নীরা সাদীয়া
আমি আকাশের ছবি তুলতে খুব ভালবাসি। তাই এ ছবিগুলো আমার দারুন লাগল।
মোঃ মজিবর রহমান
হুম!