————-প্রতিস্থাপিত প্রেম ————–

আলমগীর ২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ১২:৩১:০৩অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

তোমার প্রেম আজ প্রতিস্থাপিত হলো

আমার নি:সঙ্গতা প্রতিস্থাপনের মধ্য দিয়ে।

যখন নি:সঙ্গতার অনুষঙ্গগুলো

ফড়িঙের মত অশান্ত হৃদয়ে লাফালাফি করে

ঘরের একোন থেকে ওকোনে;

তখন তোমার প্রেম প্রতিস্থাপনই একমাত্র উপায়।

তোমাার অবদমিত শরীরের স্নিগ্ধতা

আজ প্রতিস্থাপিত হলো এক ফোটা পবিত্র স্পর্শে।

যখন তোমার পলায়নপরতার উত্তপ্ত পদধ্বনিগুলো

আমার ধুলিমাখা হৃদয়ে নিবুদ্ধিতার চিহ্ন এঁকে দেয়

তখন নি:সঙ্গতাও একাকিত্ত্ব থাকে

তখন তোমার প্রেম প্রতিস্থাপন একমাত্র উপায়।

তোমার শরীরটাও আজ প্রতিস্তাপন হলো

আমার Orgasmic বিন্দু বিন্দু শৌর্যের ফোটা থেকে|

তোমার বিরহের সৌরভ যখন আমাকে ইশারাতে ডাকে

তখন অন্ত:জালে তোমার নির্লিপ্ত দৃষ্টি

আমার হৃদয়কে দৃষ্টিহীন করে তোলো

তখন তোমার প্রেম প্রতিস্থাপন একমাত্র উপায়।

তোমার ঠোঁটের স্থলে আমি চোখকে প্রতিস্থাপন করেছি

আমি তোমার ঠোঁট দিয়ে স্পর্শ করে দেখেছি

আমি এখন চোখ দিয়ে চোখ দেখি

যে চোখের প্রেম ঠোঁটগামী হয়

সুতরাং তোমার ঠোঁটের প্রতিস্থাপিই একমাত্র উপায়।

৫৩৩জন ৫৩৩জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ