গুল্ম একটা কালসাপ

রকিব লিখন ১৫ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ০১:২১:২৮পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

তুমি জানো না রমণী তোমার গুল্ম একটা কালসাপ
বিচ্ছুরিত বন্যার পলির মতো উর্বর সোনালি আহ্বান
জনপদে জ্যোৎস্নার মতো স্পষ্ট অথচ থাকো নীরব
সমান্তরাল কাব্যির জ্যোতির সমধারায় প্রবাহমান

আলোকে কুর্নিশ করো শতাব্দীর মৌনতার ধ্যানে
বৃক্ষ যেমন ভ্রমর খোঁজে ফুল-ফাগুনের নিমন্ত্রণে
তরল মুদ্রার মতো তুমি কাছে টানো অমোঘ টানে
পথ ভুলে পথিক পথ হারায় তুমি থাকো নিয়ন্ত্রেণে

সুরা আর বিষের বিষদাহে তুমি জ্বালাও অনলজল
তোমার সুধা যে করিনি পান তার জন্মই যে বিফল।।

৬৮৭জন ৬৮৭জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ