স্মৃতিময় বৃষ্টি
#
বৃষ্টি তোমাকেই বলছি….
সেই যে ছোট কালে
যখন আধো আধো পায়ে হাঁটা শিখছি
তখন থেকেই তোমার সাথে সখ্যতা ,
তুমি ছিলে আমার বান্ধবী
উঠোনের কাদায় কত মাখামাখি
কত যে খেয়েছি মায়ের মার
কত যে ভোগেছি গায়ের জ্বরে।
তুফানের পরে কুড়ায়েছি আম
গম ভাজা খেয়েছি আর
খেলেছি যদু-মদু-রাম-শাম।
সোনাছড়ি খালের চরে বত্তনি ভিটায়
বৃষ্টিতে ভিজে খেলেছি ফুটবল
অঝোর বৃষ্টিতে পুকুরের মাঝে কেটেছি সাঁতার
ডুব দিয়ে শুনেছি রিমঝিম তবলার সুর।
মাঝ পুকুরে শাহাদাত আঙ্গুল তুলে বলতাম
এটা কি? মরিচ, এক ডুবে ধরিছ !
বন্যার পানিতে ডলু নদী আর সোনাছড়ি খাল
পাড় ভেঙ্গে গর্জাতে গর্জাতে হামলে পড়ত পানি
চুলার দুয়ারে চিকনা সাপটি আশ্রয় খুঁজত
নলকূপ যেত ডুবে ।
বড় রাস্তায় কাঠের সাঁকো ভেঙ্গে যখন
ভেসে যেত তক্তাগুলো
রাক্ষুসী স্রোতের মাঝে ঝাঁপিয়ে পড়ে
তক্তাকে বানাতাম চলন্ত ভেলা,
ভেসে ভেসে চড়তাম আর করতাম খেলা।
আহা, দুরন্ত সেই কিশোরটি আজ
হয়েছে কিশোরের বাপ
স্মৃতিগুলো মন থেকে যায় না করা ছাপ।
বৃষ্টি, তুমি আজো আছ সেই আগের মতই
উঠোন করো কাদাময়,
খালের দু’কোল মাড়িয়ে হানা দাও লোকালয়ে,
আমিতো পারিনা আর ভিজতে
বন্যার পানিতে সাঁতার কাটতে
খালের চরে ফুটবল খেলতে
কাদাময় উঠোনে হামাগুড়ি দিতে
পুকুরে সাঁতার কেটে চোঁখ লাল করতে।
যদিও আমার সময় অন্তিম
তোমার যৌবন এখনও রক্তিম
বিধাতার বিধানে হেরফের হবে না তা জানি
আমাকে যতটুকু দিয়েছেন ঠিক ততটুকুই আমি জ্ঞানি।
.
করতে পারিনি আমি রবের আনুগত্য
যদিও ছিলাম সদা সৃষ্টিকর্তার ভৃত্য।
কেমনে যে চাই ক্ষমা মালিকের তরে
লজ্জ্বায় মরি আমি ভিতরে অন্তরে।
রহমানুর রহিম তুমি দয়ার আধাঁর
শেষ দিনে তুমি ছাড়া কে করিবে পাড় ….
৯টি মন্তব্য
মিষ্টি জিন
বৃষ্টিতে ভেজার কত স্মৃতি। দুরন্ত শৈশব ,কৈশর।
খুব ভাল লেগেছে কবিতা।
চাটিগাঁ থেকে বাহার
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার আজকে পত্রিকায় প্রকাশিত একটি লেখায় আপনার ‘কোরবানি দেশে দেশে’ লেখা থেকে ইন্দোনেশিয়ার বর্ণনাটি এসেছে।
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার, আপনি নীতিমালার ৫ নং ধারাটি একটু পড়ুন [ https://sonelablog.com/tac/ ] । কোরবানী নিয়ে আপনার লেখাটি এই পোষ্ট প্রকাশের ২৪ ঘন্টা পরে প্রকাশ করুন। আপনি ইচ্ছে করলে পোষ্ট প্রকাশের সময় নির্ধারন করে দিতে পারেন। এটি যে কোন ব্লগার পারেন। আগামী কোন সময়ে পোষ্টটি প্রকাশিত হবে, তা আপনি নির্ধারন করতে পারবেন।
শুভ ব্লগিং -{@
চাটিগাঁ থেকে বাহার
আমাকে সহযোগীতা করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
বৃষ্টি মানেই জলের সাথে মেঘের খুনসুঁটি।
চাটিগাঁ থেকে বাহার
সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।
প্রলয় সাহা
আমি এটাকে ঠিক কবিতা বলতে পারলাম না
চাটিগাঁ থেকে বাহার
আপনি ঠিক বলেছেন। কবিতা অনেক জটিল বাধাধরা নিয়ম মেনে চলে।
আসলে আমার তরুন বয়সের কিছু স্মৃতি শব্দমালা দিয়ে জুড়ে দিয়েছি মাত্র।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।শুভ কামনা থাকল।
প্রলয় সাহা
valo thakben…