কলেজে ,স্কুলে পতাকা উত্তোলন —-
দুদিক থেকে বয়ে গেল সাইক্লোন—
স্তম্ভিত অশোক চক্র কম্পমান বয়স্ক দেশপ্রেমী——–
সংসার চালাতে ক্ষুদিরাম গরিব টিউশান মাষ্টার?
পটল আলুর দিকে তাকিয়ে বিপ্লবী আত্মা—-
রাষ্ট্রপতি ভবনের প্যারেডের জাতীয় সংগীত বিধবা নারীর গোঙানি¡
পতাকা—
আস্তে আস্তে হাঁটছে,
চুপ করে বসে আছে নিঃস্ব বাবার কোলে —-
জাগল না ,জাগিয়ে গেল—–
বক্তৃতার থুথুকে থাপ্পড় দিয়ে?
“জনগনমন অধিনায়ক”
একদলে দাঁড়িয়ে গাইছে—-
পেছন থেকে ঘামে মেশানো
একটা কাগজ কাঁধে হাত রাখল!
ফুলের মালা নেতাজী বিনয় বাদল দিনেশের ছবিতে গলা জড়িয়ে
আক্ষেপ জানাল!
মাইক নিয়ে দু পাক জিন্দাবাদ প্রচার ¡
কাগজের পতাকা ছিঁড়ে উনুনের জ্বালানী¡
দেশের জাতীয় পতাকা পুড়ে গরিবের পেটের আলুসিদ্ধ ভাত?
***** অরুণিমা মন্ডল দাস******
কলকাতা, পশ্চিমবঙ্গ
১৫ আগষ্ট, ২০১৬
৭টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
আজ আপনাদের স্বাধীনতা দিবস।
আর আমাদের শোক দিবস।
আনন্দ এবং দুঃখ পাশাপাশি বহমান, ১৫ আগষ্ট বুঝিয়ে দেয় এমন অনুভূতি।
মৌনতা রিতু
আপনাদের স্বাধিনতা দিবসের শুভেচ্ছা ও শুভকামনা।
যে কোনো জন্মের পিছনে থাকে কষ্টদায়ক স্মৃতি। সন্তান জন্মে মা খুশি, একটা নতুন সৃষ্টি। কিন্তু তাকে দশমাস পেটে রাখাটাও কষ্টসাধ্য। কিন্তু সেই জন্মে মাতৃত্বের অহংকার।
খুব সুন্দর পোষ্ট।
জিসান শা ইকরাম
আপনাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকে -{@
মোঃ মজিবর রহমান
কষ্ট আর কষ্ট!!
এই আমাদের এখনকার রাজনৈতিক নেতার চরিত্র!!!!!!!!!!!!!!!!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কাগজের পতাকা ছিঁড়ে উনুনের জ্বালানী¡
দেশের জাতীয় পতাকা পুড়ে গরিবের পেটের আলুসিদ্ধ ভাত? -{@ (y)
আবু খায়ের আনিছ
স্বাধীনতার শুভেচ্ছা।
মেহেরী তাজ
আপু কি আশ্চর্য এই পৃথিবী তাই না? আপনাদের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট । মুক্তির আনন্দ আপনাদের মনে প্রাণে! এগিয়ে যাবে আপনাদের দেশ।
কিন্তু একই দিনে আমরা শোকাহত। আমাদের জাতীর জন্য সবচেয়ে কলঙ্কিত দিন।
যাক সে সব। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপু…..