যেতে চাই সেথায়

আবু জাকারিয়া ৪ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ০৮:০৭:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ১৩ মন্তব্য

যেতে হলে সেথায় অনেক পথ পাড়ি দিতে হবে;
কিন্তু বৃষ্টিতো থামেনা, ছাতাও নেই হাতে।
আর কতক্ষন একলা নিরালায় দাঁড়িয়ে থাকা যায়, আর কতক্ষনই বা সূর্যের অপেক্ষায় করা যায়?

একেতো পথে কাঁদা, সেই সাথে নেই পথ চিনবার আলো! সকাল না সন্ধ্যা, দুপুর না রাত- কিছুই বোঝা যায় না। না দেখা যায় সূর্য না দেখা যায় চন্দ্র। হোক! তবুও এবেলায় সেথায় যেতে হবে। এতো হৃদয়ের টান!! দেখতে চাই- এতোদিন পরে কেউ আমাকে একটুও মনে রেখেছে কিনা….

২৭৫৬জন ২৭৫৬জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ