বিনি-বর্তন

নীলাঞ্জনা নীলা ২২ জুলাই ২০১৬, শুক্রবার, ০৯:৫৮:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৮ মন্তব্য
যে চলে যায়...
যে চলে যায়…

যদি বুঝতে পারতাম “আসি” বলে চলে যাওয়া মানে,
আর ফিরে আসা নয়।
হয়তো তখন আমি “আচ্ছা এসো” বলতাম না।
তোমাকে বলা হয়নি,
ফিরে চলে যে যায়, তাকে আমি আর ফিরে দেখিনা।

হ্যামিল্টন, কানাডা
১৯ জুলাই, ২০১৬ ইং।

**ছবিটি টেমস নদীর। সেই ২০১০ সালে তোলা। আর এ কয়টি পংক্তির জন্ম হয়েছে প্রিয় বন্ধু ফুলের একটি লেখা পড়ে। কৃতজ্ঞতা ফুল।

৫৫১জন ৫৫১জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ