‘নেই’ নয় ‘আছি’

অরণ্য ১৯ মার্চ ২০১৬, শনিবার, ০৪:৫১:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

নেই নেই বলে কিছু নেই
আমি আছি, আছি, আছি।
ফিরতে যে আমায় হবেই রে পাগলি
কারণ খেলব কানামাছি।

হাসি পায় তোর?
হাস না অনেক, যতটা হাসতে পারিস!
হাসতে হাসতে খিল লেগে গেলে
তখনই না হয় থামিস!

৭১৩জন ৭১৩জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ