হাওড়ের জলের পাশে

রিমি রুম্মান ১১ মার্চ ২০১৬, শুক্রবার, ০৯:১০:০৬অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

ভালোবেসে তুমি আমায় যে লাল গোলাপটি দিয়েছিলে,
তাঁকে বাঁচিয়ে রাখবার প্রানান্তকর চেষ্টায় টবে পানিতে রেখেছিলেম
ঝরে পড়বার আগেই ভীষণ যত্নে বইয়ের ভাঁজে জায়গা দিয়েছিলেম
কবিতার বই আর গোলাপ আমাকে দেয়া সেরা উপহার ছিল সে’বার
ভালোবাসা দিবস, বইমেলা আর উপহার__ কী অদ্ভুত সমীকরণ !

প্রতি দুপুরে সমস্ত পৃথিবী যখন ক্ষণিকের জন্যে থেমে থাকে,
বই আর শুকনো গোলাপ আমার আঙুলের স্পর্শে জেগে উঠে
গোলাপটি জীবন্ত হয়ে সুবাস ছড়ায়, কবিতা’রা নড়েচড়ে উঠে
বইয়ের পাতা ছেড়ে একে একে সামনে উঠে আসে অক্ষর সকল
ওরা একযোগে তোমার কথা জানতে চায়।

আমি ওদের কী বলি, বলো তো ?
তুমি যে এত তাড়াতাড়ি মেঘের দেশে ভেসে ভেসে
দূরের আকাশে মেঘেদের অংশ হয়ে গেলে
তা আমি ওদের কেমন করে বলি ?

তার চেয়ে ঢের ভাল,
রোজ দুপুরে একলা সময়ে আমি আর বইটি ছোঁবো না
হাওড়ের জলের পাশে একলা বসে থাকবো, ভীষণ একলা…

রিমি রুম্মান
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
১১ই মার্চ, ২০১৬

৫৫৪জন ৫৫৪জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ