একটি হৃদয় পাওয়ার গল্প

মুহাম্মদ আরিফ হোসাইন ৮ মার্চ ২০১৬, মঙ্গলবার, ১১:০০:৪৪অপরাহ্ন গল্প ৩৩ মন্তব্য

– এই যে শুনুন না
– জ্বী বলুন …
– আপনি এত সুন্দরী কেন?
– আল্লাহ বানাইছে সুন্দরী কইরা কিছু করার নাই।
– আসলেই! আটা ময়দা সুজির কোন হাত নেই তো?
– মানে?
– না! কিছু না! আপনাকে তো আমার ভালো লেগেছে! আপনার নাম কি?
– আপনার মতিগতি ভালো না। আপনাকে নাম বলবো না। ভাগেন এখান থেকে …
– এইভাবে বললে তো হবে না! নাম বলতে হবে! না বললে আপনাকে আমার নাতিন জামাইর দাদি শাশুমা বানামু! 😀
-মানে! আপনার কি বানাবেন বললেন! বুঝি নাই! আবার বলেন।
– থাক বুঝতে হবে না। আপনার নাম কি বলেন।
– আমার নাম চন্দ্রী! আপনি কে?
– আমি সূর্যী! :D)
– চান্স দিয়েছি বলে ফাজলামো করেন!
– আরে না! আপনি চন্দ্রী হলে আমি সূর্যী হবো না কেন! হতে নিষেধ আছে!?
– তা নেই! তবে আপনি মিথ্যা বলেছেন।
– ঠিক ধরেছেন! আপ্নার মতো আরকি। 😀
-এতো প্যাচান কেন কথা! :@ কি চান বলেন?
– চাই তো ভালোবাসা, দেয়া যাবে?
– মামার বাড়ির আবদার পাইছেন!
– না! হৃদয়ের বাড়ির আবদার! বুঝলেন?
– না, বুঝি নি।
– হৃদয় বাড়িটা খা খা করছে! আপনি যদি থাকতেন তাহলে শূণ্য হৃদয়টা পূর্ণ হইতো।
– ঢং দেখে বাঁচি না। আপনার হৃদয়ে আমি বসবাস করতে গেলে আমার হৃদয়ে কে বসবাস করবে!!
– কে আবার আমি! 😀
– আর কিছু বলার আছে!??
– হ্যা! জানি তুমি চন্দ্রী না! তবে চন্দ্রী নামটা ভালো লেগেছে! শুনো চন্দ্রী আজ পাঁচ মাস থেকেই তোমাকে ফলো করছি! কাছে এসে কথা বলার সাহস হচ্ছিলো না। আজ কিভাবে যেন পারলাম। তোমায় প্রথম দেখার পরই আমার ভালো লেগে যায়! আর সেটা ধীরে ধীরে ভালোবাসায় কখন বদলে যায় আমি নিজেও জানি না! আমি তোমাকে ভালোবাসি চন্দ্রী। (3
– হায়রে আমার সূর্যী! এ কথাটা বলার জন্যই এতদিন ঘুর ঘুর করছিলা! আমি তো সে কবেই তোমায় মন দিয়ে বসে আছি!
– আগে বলো নি কেন?
– বোকা নাকি! মেয়েরা আগে আগে কিছু বলে নাকি! জানো না! নারীর বুক ফাঁটে তো মুখ ফুটে না।
-তাই! জানতাম, তবে আসলেই আমি বোকা (3
– 🙂

৫৯৯জন ৫৯৯জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ