হয়তো বা একদিন
কাকতাড়ুয়ার সাজে সেজে যাবো;
আমায় দেখে চিনবে না তুমি…
চুপিচুপি তুমি কাকতাড়ুয়ার সাথে
কথা বলবে, আমি শুনে যাবো…
কাকতাড়ুয়া আমি তোমার কথায় ডুবে যাবো,
তোমার বিপরীত এ কথা বলার সাধ্য হবে না আমার;
শুধু তুমিই বলে যাবে আর হাসবে… তোমার হাসি তে
আমি ডুবে যাবো… তুমি আমার গায়ে হাত রাখবে,
সাথে তোমার কোমল মুখটা লাগাবে…
আমি খড় তোমায় অনুভব করতে পারবো না…
কাকতাড়ুয়ার কি ইন্দ্রিয় থাকে ?
হঠাৎ একদিন ঝড়ে আমি মাটিতে
পড়ে যাবো; হয়তো বা তুমি ঐ দিন আসবে…
আমি কাকতাড়ুয়া কে তুমি হাত দিয়ে তুলবে,
হয়তো বা তোমার সাথে সোজা হয়ে দাঁড়া করাবে;
আমি অচল হয়েছি তুমি আমার হাত ধরে হাঁটছো না…
আমার এক পা বলে তুমি একাই হেঁটে যাচ্ছো…
এক মন খারাপের রাতে,
তুমি আমার কাছে ছুটে আসবে; তুমি তোমার কষ্ট গুলো
আমায় উপহার দিয়ে, হাসতে হাসতে চলে যাবে…
আমি তোমার হাসিতে ডুবে যাবো… আর কষ্ট গুলো?
ঐ গুলো নিয়ে তুমি ভেবো না!
কাকতাড়ুয়ার কি ইন্দ্রিয় থাকে?
এক বৃষ্টির রাতে
হয়তো তুমি কাকতাড়ুয়ার সাথে
ভিজতে চলে আসবে… আমার মাটি কোমল হয়ে যাবে,
আমি সোজা হয়ে থাকতে পারবো না; তুমি হয়তো
আমাকে ঐ বৃষ্টির রাতে আমার খড়ে ভেজা
হাত গুলো কে নিয়ে আর ভিজতে চাইবে না…
এক হারিয়ে যাওয়া রাতে
তুমি আমাকে দেখে তোমার পথ চিনে নিবে
ভেবেছিলাম তুমি আমার পাশে আসবে…
কেন আবার বেঁচে উঠার ইচ্ছে হচ্ছে!
তোমায় নিয়ে স্বপ্ন দেখছি প্রতিনিয়ত!
আমার চোখে মাটির চশমা… স্বপ্ন সত্যির সম্ভাবনা নেই
মাটির চশমা নিয়ে কি আর স্বপ্ন দেখা যায়!
সবই আমার ভুল ধারনা… আজ তুমি নেই;
তুমি আসবে বলে, আমি প্রতিদিন সাধুর মতো
এক পায়ে দাঁড়িয়ে, অপেক্ষা করি…
তোমার সাথে হেঁটে নদীর তীরে যাবো বলে,
নতুন সাজে কাকতাড়ুয়া সাজি আমি…
আজ তুমি নেই
তোমার কথা আর হাসি প্রতিধ্বনিত হয়
আমি শুনে যাই… ডুবে যাই…………………….
–
১৫টি মন্তব্য
আবু খায়ের আনিছ
সোনেলায় স্বাগতম। লেখা পড়তে খুব কষ্ট হয়েছে, দাড়ি,কমা একদমই ব্যবহার করেন নি।
এইচ এম রিপন
ধন্যবাদ কষ্ট করে দাড়ি, কমা ছাড়া লেখা পড়ার জন্য
এইচ এম রিপন
কষ্ট করে দাড়ি, কমা ছাড়া লেখা পড়ার জন্য ধন্যবাদ
খসড়া
লিখুন লিখতে লিখতেই লেখা শিখে যাবেন
এইচ এম রিপন
ধন্যবাদ অনুপ্রেরনার জন্য 🙂
অরুনি মায়া
আমিও অনেকদিন আগে কাকতাড়ুয়া হতে চেয়েছিলাম |
সোনেলায় স্বাগতম | আরও লিখুন, সাথে থাকুন -{@
এইচ এম রিপন
ধন্যবাদ
নীলাঞ্জনা নীলা
স্বাগতম সোনেলায়।
এইচ এম রিপন
ধন্যবাদ
শুন্য শুন্যালয়
ভাই লেখার জন্য কিন্তু কষ্ট পেতে হয়, দু এক লাইন লিখতে পারাই আমার জন্যে খুব কষ্টের। এত ভালো লেখা দাড়ি, কমা ছাড়া পুরো নষ্ট করে ফেলেছেন। আরেকটু যত্ন চাই লেখার।
স্বাগতম সোনেলায় আপনাকে। লিখতে থাকুন অনেক করে। শুভকামনা। -{@
এইচ এম রিপন
ধন্যবাদ
অন্তরা মিতু
–
হয়তো বা একদিন
কাকতাড়ুয়ার সাজে সেজে যাবো;
আমায় দেখে চিনবে না তুমি…
চুপিচুপি তুমি কাকতাড়ুয়ার সাথে
কথা বলবে, আমি শুনে যাবো…
কাকতাড়ুয়া আমি তোমার কথায় ডুবে যাবো,
তোমার বিপরীত এ কথা বলার সাধ্য হবে না আমার;
শুধু তুমিই বলে যাবে আর হাসবে… তোমার হাসি তে
আমি ডুবে যাবো… তুমি আমার গায়ে হাত রাখবে,
সাথে তোমার কোমল মুখটা লাগাবে…
আমি খড় তোমায় অনুভব করতে পারবো না…
কাকতাড়ুয়ার কি ইন্দ্রিয় থাকে ?
হঠাৎ একদিন ঝড়ে আমি মাটিতে
পড়ে যাবো; হয়তো বা তুমি ঐ দিন আসবে…
আমি কাকতাড়ুয়া কে তুমি হাত দিয়ে তুলবে,
হয়তো বা তোমার সাথে সোজা হয়ে দাঁড়া করাবে;
আমি অচল হয়েছি তুমি আমার হাত ধরে হাঁটছো না…
আমার এক পা বলে তুমি একাই হেঁটে যাচ্ছো…
এক মন খারাপের রাতে,
তুমি আমার কাছে ছুটে আসবে; তুমি তোমার কষ্ট গুলো
আমায় উপহার দিয়ে, হাসতে হাসতে চলে যাবে…
আমি তোমার হাসিতে ডুবে যাবো… আর কষ্ট গুলো?
ঐ গুলো নিয়ে তুমি ভেবো না!
কাকতাড়ুয়ার কি ইন্দ্রিয় থাকে?
এক বৃষ্টির রাতে
হয়তো তুমি কাকতাড়ুয়ার সাথে
ভিজতে চলে আসবে… আমার মাটি কোমল হয়ে যাবে,
আমি সোজা হয়ে থাকতে পারবো না; তুমি হয়তো
আমাকে ঐ বৃষ্টির রাতে আমার খড়ে ভেজা
হাত গুলো কে নিয়ে আর ভিজতে চাইবে না…
এক হারিয়ে যাওয়া রাতে
তুমি আমাকে দেখে তোমার পথ চিনে নিবে
ভেবেছিলাম তুমি আমার পাশে আসবে…
কেন আবার বেঁচে উঠার ইচ্ছে হচ্ছে!
তোমায় নিয়ে স্বপ্ন দেখছি প্রতিনিয়ত!
আমার চোখে মাটির চশমা… স্বপ্ন সত্যির সম্ভাবনা নেই
মাটির চশমা নিয়ে কি আর স্বপ্ন দেখা যায়!
সবই আমার ভুল ধারনা… আজ তুমি নেই;
তুমি আসবে বলে, আমি প্রতিদিন সাধুর মতো
এক পায়ে দাঁড়িয়ে, অপেক্ষা করি…
তোমার সাথে হেঁটে নদীর তীরে যাবো বলে,
নতুন সাজে কাকতাড়ুয়া সাজি আমি…
আজ তুমি নেই
তোমার কথা আর হাসি প্রতিধ্বনিত হয়
আমি শুনে যাই… ডুবে যাই…………………….
–
অন্তরা মিতু
আপনার ভাষা আমাকে সম্মোহিত করলো, আর বাধ্য করলো আপনার লেখাগুলোকে অলংকার পরানোতে…
এইচ এম রিপন
ধন্যবাদ আপনাকে :c
মুহাম্মদ আরিফ হোসেইন
এইবার একটা সুরুত আসছে লেখার বন্ধু রিপন!!!
এতো কুরুলি রিপলাই কেন!!