স্মৃতির কারাগারে বন্দী তুমি,
কখনো উজ্জ্বল আলোকচ্ছটায় আলোকিত;
কখনো তুমি আধারে বিকশিত।
তোমার ঠোঁটের পরশিত সে চায়ের কাপ,
কাচের ছ’দেয়ালে রক্ষিত আজো,
ধূলি পড়েনি কোথাও;
হয়নি মলিন তা শুধু চায়ের রং ধুসরিত।
তোমার দেওয়া সে টিশার্ট ,
এখনো রাতে পরিধান করে শুতে যাই।
ভাবতে পারো আজ ছয়টি বছরে তা কোথাও ছেড়েনি।
শাদা কাপড় টির শুধু রঙ্গে হয়েছে সামান্য পরিবর্তন,
কি করবো বলো ধুয়ে ফেললে যদি তোমার স্পর্শ চলে যায়।
নোংড়া ভাবছতো?
আমি সত্যি নোংড়া।
পরিষ্কার মানুষেরা সব ই ধুয়ে ফেলে কাপড়ের মত।
সম্পর্ক, প্রেম ভালোবাসা এমন কি স্বার্থের বাইরে সভ্যতাও।
আমি অসভ্যই থেকে যেতে চাই।
স্মৃতির কারাগারে তোমায় বন্দী করে রেখে দিতে চাই।
আলোকচ্ছটায় জাগিয়ে তোলে; তোমাকে হ্যা শুধু তোমাকে ভেবে ভেবেই
মরে যেতে চাই।
৫টি মন্তব্য
অনিকেত নন্দিনী
আরিব্বাস! শাদা রঙের টি শার্ট দীর্ঘ ছয় বছরের পরিধানেও ছেঁড়েনি!
স্পর্শ বাঁচিয়ে রাখার জন্য এই পন্থা! দারুণ বুদ্ধি তো!
কেউ কাউকে ভেবে মরেনা। যতোই প্রতিজ্ঞা আর পণ করা হোক না কেন একটা সময়ে সেসব পণ-প্রতিজ্ঞা ভেঙে গেলেও প্রতিজ্ঞাকারী দিব্যি বেঁচে থাকে। 🙂
হতভাগ্য কবি
স্মৃতির মায়াজালে ভালো থাকুক আপনার আপন মানুষ, কবিতায় ভাললাগা কবি -{@
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন
শুভ কামনা।
অরুনি মায়া
এই যে এত এত এত ভালবাসা ,একদিন সব অর্থহীন মনে হবে | যেমন এখন আমার এই মন্তব্য টি অর্থহীন মনে হচ্ছে |
শুন্য শুন্যালয়
পরিষ্কার মানুষ সবকিছু ধুয়ে ফেলে, বেশ বলেছেন কিন্তু। কবিতাটা বেশ লেগেছে। তবে মরে যাওয়া কেন? আপনার অনেক কিছুই করার আছে, ভেবে দেখুন। লিখুন আরো।