অবশেষে পেলাম আমার কাঙ্ক্ষিত মোবাইল ফোন।কত যে খুঁজেছি এমন ধরনের একটি মোবাইল ফোন।
* যে ফোন ভেঙ্গে গুড়া গুড়া না হওয়া পর্যন্ত কাজ করবে
* যে ফোনে কোনদিন চার্জ দিতে হবে না
* আজীবনের ১০০ % গ্যারান্টি যে গ্যারান্টি অন্য কোন মোবাইল আজ পর্যন্ত দিতে পারেনি।
* যে ফোনে কোন সিম এর প্রয়োজন হবে না।
* কোনো ধরনের নেটওয়ার্ক,ওয়াই ফাই এর প্রয়োজন নেই।
* দাম একদম সস্তার নীচে সস্তা।
এমন একটি মোবাইল ফোন কে না চায়?নেট ঘেটে অবশেষে এমন একটি ফোনের সন্ধান পেলাম।
মোবাইল ফোনের নামঃ No Phone
মুল্য এবং ফিচারঃ কোন ধরনের ফিচার নেই, জাস্ট ফোন করা এবং রিসিভ করা এমন সেটের দাম মাত্র পাঁচ ডলার। নীচের সেটটির মূল্য পাঁচ ডলার।
আপনি যদি এন্ড্রয়েড ফোনের সব ফিচার চান, যেমন ভিডিও,ফটো,ভাইবার,ইমো, হোয়াটস এপ ইত্যাদিতে ফুসুর ফাসুর এবং অন্যন্য কর্ম সম্পাদন আর কি, ইউটিউব সহ যাবতীয় ফিচার যা ভবিষ্যতে আসতে পারে এমনও সব ফিচার সমৃদ্ধ সেটের মূল্য মাত্র দশ ডলার। ভাবা যায় এটি? দশ ডলার মূল্যের সেটের ছবি দেখুন নীচে দিলাম।
নববর্ষে এমন একটি সেটের সংবাদ সবাইকে জানাতে পেরে ভালো লাগছে খুব।আসুন আমরা সবাই এই No Phone সেট ব্যবহার করি।
গ্যারান্টি হচ্ছেঃ এই ফোন কোন অবস্থাতেই কাজ করবেনা,এ বিষয়ে একশত ভাগ গ্যারান্টি দিয়েছেন সেট প্রস্তুতকারী কোম্পানী।
কেন এমন সেট তৈরী করা হলো?যাদের ফোন ছাড়া চলেই না, বাথ রুমে গেলেও সাথে থাকা চাই মোবাইল,তাদের জন্য এই ফোন। You’ll soon be able to buy the NoPhone, a phone that isn’t a phone at all
নো ফোন সম্পর্কে আরো জানুন এখানে ক্লিক করে
সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা -{@ -{@
৪৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দারুণ খবর, নববর্ষে এমন একটি ফোন ফুসুর পার্টির জন্য মহাতঙ্কের।
সাবাস সজীব, এই সুখবরের জন্য।
ব্লগার সজীব
ফুসুর পার্টির জন্য এটি আদর্শ ফোন।মনে মনে ফুসুর ফাসুর করবে তারা,কোনই রিস্ক নাই 🙂 ধন্যবাদ আপনাকে -{@
শুন্য শুন্যালয়
আপনি এমন ফোন খুঁজছিলেন এতদিন ধরে? এমন ফোন শুধু আপনার জন্যেই প্রস্তুত হইছে মনে হয় ভাভু বাই। বাথরুমে গেলেও ফোন ছাড়া চলেনা আপনার? এই তথ্য জেনে গেলাম। দুনিয়ার সব ফিচার থাকবে কিন্তু কাজ হবেনা, হা হা হা।
আমিতো জগতের সবচেয়ে প্রতিভাবান জানতাম আপনাকে, তবে আপনার সাগরেদ যে দুনিয়াময় ছড়িয়ে ছিটিয়ে আছে তা আজ জানতে পারলাম। অতি সত্ত্বর গোটা শ খানেক কিনে সবাইকে উপহার দিন, তাহলে আপনাকে নিয়েও পোস্ট লেখা হবে :p
ব্লগার সজীব
বাথরুমে গেলে অনেকেরই ফোন ছাড়া চলে না আপু,আমার এক বন্ধুর মোবাইল কমোডে পরে গেলো একবার।তার জন্য এই ফোন অবশ্যই দরকার।
সব ফিচার মানে, যে সব ফিচার আবিস্কার হয়নি তাও এতে থাকবে।ধরুন আপনি মুলা আর চিংড়ি রান্না করছেন এই মুহুর্তে।সাথে সাথে আমার এই ফিচারটা দরকার হবে- রান্নার স্বাদ এবং ঘ্রান নিতে হবে। এই সেটের মাধ্যমে তা পেয়ে যাবো আমি 🙂
শুন্য শুন্যালয়
এ আপনি কি শোনালেন আমায়? আপনি দেখি ৫ ডলারে এক অমূল্য সজীব ফোন পেয়ে গেছেন, আপনার মোবাইলের কার্যকারিতা শত পার্সেন্ট কার্যকর, আমি যে আজ মূলা চিংড়িই রেঁধেছি। আর খেতে গিয়ে তেমন একটা স্বাদ পাইনি, কারন কোথায় বসে আপনি মোবাইল দিয়ে ঘ্রান স্বাদ সব আগেই নিয়ে বসে আছেন। গুপন আরো কোন ফিচার থাকলে তাও বলে দিন ভাভু বাই। এই যেমন ইচ্ছেও ব্লুটুথের মতো এটাতে ট্রান্সফার করা যায় কিনা, অথবা এনএফসিতে তুমি-আমি জোড়া পেয়ারিং এর সিস্টেম আছে কিনা। আপনার মতো প্রতিভা এটাচড করে পাঠানো গেলে, আমিও একখান চাই এমুন।
ব্লগার সজীব
আসলেই মূলা চিংড়িই রেঁধেছেন?আশ্চর্য ^:^ স্বাদও কমে গিয়েছে? 😀 যে কোন ফিচার এড করা যাবে এতে।আপনার ফোনও নিয়ন্ত্রন করা যাবে এতে।ধরুন আপনি ঘুমিয়ে আছেন, আমরা অপেক্ষা করছি সোনেলায় আপনার জন্য।আপনার আমার দুজনের জয় নো-ফোন হয়, আমি আপনার ফোনের মাইক্রোফোনে বিশাল আওয়াজ দেবো- শুন্যাপু এখনো ঘুমান কেন, চলে আসুন সোনেলায় 🙂
জিসান ভাইয়াকে কে জানি একটা ফোন গিফট করলেন, উনি নো-ফোন গিফট করলেই পারতেন :p
শুন্য শুন্যালয়
জিসান ভাইয়াকে কে মোবাইল গিফটু করেছে, তা আমাকে কেনু বলচেন গো? আপনি না হয় সেই দেনেওয়ালীর সাথে গিয়েই ফোনে মাইক্রোফোনে একটা চিক্কুর দিন।
না না আমার এই ফুন চাইনা, আপনি আমার ঘুমের উপর হামলা করবেন এটা কিছুতেই হবেনা, অলরেডি খাবারদাবারের স্বাদ নিয়ে গিয়েচেন। আপনি বরং আপনার জানটুসদের একটা করে দিয়ে দিন। তাতে হারানো পেরেম সফটওয়্যার দিয়ে ফিরিয়ে আনা গেলেও যেতে পারে। :p
ব্লগার সজীব
না মানে আপনাকে জানালাম আর কি 🙂 এমন ফোন হলেই জিসান ভাইয়ার জন্য ভালো হতো।আমার সব জান্টুস ভেগে গেছে।আমি একা,আমার কেউ নেই 🙁
আপু লেখা দিচ্ছেন না যে? নতুন বছরের টাটকা লেখা চাই 🙂
শুন্য শুন্যালয়
আহারে হারানো ফাইল খুঁজে পাবার মতো যদি জান্টুস গুলো ফিরিয়ে আনা যেত।
আমার টাটকা, ফরমালিন মিশ্রিত কোন লেখাই নাই, মাথা মোবাইলের মত সার্চ দিমুনি? ৫ বা ১০ ডলারে যদি কিছু পাওয়া যায়। 🙁
ব্লগার সজীব
বাটি চালান দিলে হয়ত ফিরে পাওয়া যায় 🙂 লেখার আইডিয়ার অভাব নাকি? কত কিছু আছে লেখার 🙂 ‘লিখতে পারছি না কিছুই’ এটি নিয়েও লেখা যায় আপু :p
শুন্য শুন্যালয়
এহ তাই নাকি? আপনার পোস্টের সংখ্যা আমার প্রায় অর্ধেক :p
বাটি বুটি চালান করলে কার গায়ে মাথায় লাগে গিয়া ঠিক নাই, দেখা গেলো এইবার আপনার জান্টুসরা দা বটি নিয়ে ছুটে আসছে। :p
ব্লগার সজীব
আমার জান্টুসরা খুবই পচা।আমার হৃদয়টা আঘাতে আঘাতে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছে এরা 🙁
মোঃ মজিবর রহমান
সজিব ভাই আপনার খুবিইইইইইইইই পছন্দ হ ইয়াছে তাই ৎ কিন না লন
নতুন নগদ গরম থাকতে থাকতে লয়েন কিন্তু ঠান্ডা লাগ্লে চলবে না।
ব্লগার সজীব
কিনবো কিনবো ভাইয়া 🙂
মোঃ মজিবর রহমান
পকেট গরম আছে ৎ এই
nophone কেনার? ন থাকলে
ব্লগার সজীব
৫ ডলারই তো ভাইয়া।মানে ৪০০ টাকা একটি নো-ফোনের মূল্য 😀
মোঃ মজিবর রহমান
একটা পাঠায়েন আকাশের ঠিকানায়
লইয়া নিবু মুই।
ব্লগার সজীব
আচ্ছা,পেয়ে যাবেন 🙂
অরুনি মায়া
কেন গো তোমার এই ফোন লাগবে কেন ? কথা বলার ফাকেফাকে ছুঁড়ে মার নাকি? টয়লেটে বসেও কি ভিতরে পড়ার সম্ভাবনা আছে নাকি! :p
ব্লগার সজীব
আপু ফোনের এডিকশন থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই ফোন।ছুড়েও মারা যাবে অবশ্য, ভাঙবে না 🙂 টয়লেটে বসেও মোবাইল টিপি আপু :p
অরুনি মায়া
ওরে বল কি ! টয়লেট এর ভিতর এখনো একটাও পড়েনি | এইটা দেখে সেই নোকিয়া 1100 মডেলের মোবাইল টার কথা মনে পড়ে গেল | বৃষ্টি, আছাড় কিছুই বাদ যায়নি , কিন্তু আজও সে বেঁচে রয়েছে , যদিও এখন আর কেউ তার খোঁজ নেয়না 🙂
ব্লগার সজীব
নোকিয়া 1100 মডেলের মোবাইল একসময় কত আধুনিক ছিল।ছোট, স্লীম, হালকা, আমারো একটি ছিলো 🙂 কোথায় আছে এখন সেই সেট জানিনা 🙁
জিসান শা ইকরাম
বাহ বাহ এই ফোন কোনো কাজ করবে না এই বিষয়ে শতভাগ গ্যারান্টি?
৫ ডলার যে ফোনের দাম, ওটা তো দেখছি প্লাস্টিকের চৌকোনা একটা টুকরা
হা হা হা হা
পোষ্ট ভালো হইছে।
কোথা দিয়ে যে এই সব খুঁজে আনেন !!
ব্লগার সজীব
জি ভাইয়া ওটি একটি প্লাষ্টিকের টুকরা 🙂 সিগারেট ছেড়ে দেয়ার সময় ধূমপায়ীরা একটি কাঠি নিয়ে মুখে সিগ্রেটের মত টান দেয়,এটিও তেমন।আপনাকে কেন যে আপনার বন্ধু এই লাইফ টাইম নো-ফোন দিলেন না বুঝলাম না :p আজীবন এই একটি ফোনেই চলে যেতো 🙂
জিসান শা ইকরাম
ঠিক আছে এরপরে এই নো-ফোন চেয়ে নেবো তাঁর কাছ হতে।
ব্লগার সজীব
উক্কে 😀
অপার্থিব
মোবাইল যেমন হোক না কেন সাথে হেডফোন না হলে চলে না এই যুগে। রাস্তায় বের হবার পর কানে হেডফোন না থাকলে প্রেষ্টিজ রীতিমত পাংচার হওয়ার দশা হয়। ফোনের সঙ্গে হেডফোন ফ্রি দেওয়ার দাবী জানিয়ে গেলাম।
ব্লগার সজীব
এই ফোনে হেডফোনের ছিদ্র কিন্তু আছে 🙂 হেডফোন নাই।
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া এটা ঠিক না। আগে জানাবেন না? তাহলে ক্রেডিট কার্ডের আরোও বারোটা বাজতো না।
সেলফোনটা নষ্ট হলো, বন্ধুর ধাক্কায় কিনতে হলো উচ্চমার্গীয় গ্যালাক্সি। আগে জানলে এমন অবস্থা হতো না। ;(
ব্লগার সজীব
এখন তো জানলেন।আবার কেনার সময় এটি কিনবেন। মনে রাখতে হবে জীবনেও এই ফোন নষ্ট হবে না 🙂
নীলাঞ্জনা নীলা
তবে আপনাকে আগেই জানিয়ে রাখলাম। একখানা কিনে রাখবেন আমার জন্যে। 😀
ব্লগার সজীব
আচ্ছা আপু,কিনে রাখবো।কি যে দিনকাল আসলো,আপুরা ছোট ভাইর কাছে গিফট চায় :p
ভোরের শিশির
সজু ভাইয়া, আমার মুপাইলটা কেমন দেখতে নিয়ে এখানে ছবি দিয়ে দিলেন>>> আমার মুপাইল ফেরত দেন।
এই মুপাইল বিহনে
দিন কাটে মোর রোদনে ;(
ব্লগার সজীব
কাঁদেন কাঁদেন আরো জোরে কাঁদেন 🙁
ভোরের শিশির
পিরিয়ে দাউ আমার ন্যুপুন
সজু বাইয়া ^:^
ব্লগার সজীব
এই নিন আপনার মোবাইল 🙂
https://sonelablog.com/wp-content/uploads/2016/01/photo-original-640×480.jpg
আবু খায়ের আনিছ
সজিব ভাই, আমি ফোন আর ল্যাপটপ বিড়ম্বনায় আছি বিগত সপ্তাহ ধরে। আমাকে কি দেওয়া যাবে ফোন খানা।
ব্লগার সজীব
কিনে নিন ভাই।বেশি দাম না তো।মাত্র ৫ ডলার, বাংলাদেশী ৪০০ টাকা 🙂
নাসির সারওয়ার
আচ্ছা, এই ফোনটা যখন নতুন বা অনেক কলাকৌশলের প্রয়োগে কেউ চুরি করবে, তখন তার মনের অবস্থা কি হবে! এক কাজ করুন, সবার আগে আমাকে একটা গিফট করুন। আমি এর আঁতিপাঁতি দেখে রিপোর্ট জাহির করি। সবার সময় কিন্তু বেচে যাবে। চোরের মন রিপোর্টও থাকবে।
ব্লগার সজীব
১৫ ডলারের ফোন দেখে চোর এই ফোন চুরি করার লোভ সামলাতে পারবে না।চুরি করার পরে চোরের মনের অবস্থা কি হতে পারে,তা এক গবেষনার বিষয় 🙂 আচ্ছা আপনাকে একটি নো-ফোন গিফট করা হলো।আমার গিফট আরো উন্নত মানের,ইনভিজবল নো-ফোন, কেউই দেখবে না, এমনকি আপনিও 😛 রিপোর্ট দেখতে চাই ভাইয়া 🙂
মারজানা ফেরদৌস রুবা
ফুসুরফাসুর!! 😀
মোপাইলটা জানি কেমুন ;?
ব্লগার সজীব
ঐ যে এমন এমন আপু 🙂
অনিকেত নন্দিনী
ফোনের নামই নো-ফোন! ;?
এই ফোন কিন্যা তো মহা চিপায় পড়মু। 🙁
এন্ড্রয়েড ফোনে যেইরাম ব্লগ দিয়া ইন্টারনেট চালাই, এই ফোনে সেইগুলি তো দূরের কথা ফুসুরফাসুরও যদি করা না যায় তাইলে ক্যাম্নে কী? ;(
আবার কয় এইডা নাকি গেবনেও নষ্ট হইবোনা। কী সাংঘাতিক কথা! ফোন নষ্ট না হইলে বাজারে আসা নিত্যনতুন ডিজাইন আর ফিচারের বাহারি ফোনগুলান ইউজ করন যাইবো? এক ফোন দিয়া জীবন পার করলে ইজ্জতের ফালুদা হইয়া যাইবোনা? 😮
যাউজ্ঞা, অহন কাজের কথায় আসি।
ও ভাই সজু, স্যাম্পল হিসাবে একখানা নো-ফোন পাঠায়ে দিলে না হয় ভালোমতো দেখতাম। ছবি দেইখা বিশেষ কিছু বুঝতেই পারলামনা। 🙁
ব্লগার সজীব
প্রেস্টিজের ফালুদা হলে হবে,তাতে কি? নো-ফোন বলে কথা,আনকমন।আনকমন জিনিসের আলাদা মুল্য ডাট আছেনা আপু। ফালুদার কথা বলে তো ভ্যাজালে ফেলে দিলেন আপু।আমি ফালুদা পছন্দ করি খুব।এখন ফালুদা কোথায় পাই আমি? 🙁
ফোনের স্যাম্পলের চাহিদা ব্যাপক।ভাবছি প্লাস্টিকের দোকান থেকে কিছু সিট এনে নিজেই নো- ফোন বানানো আরম্ভ করবো কিনা ^:^
অনিকেত নন্দিনী
তা ঠিক। আনকমন মানেই অসামান্য। সে হিসেবে এই ফোনের আলাদা ডাঁট থাকাটা বাঞ্ছনীয়।
ফালুদা আমারো খুব পছন্দ, আমার কন্যারও। এই নিয়ে খুব মজার একটা গল্প আছে। পরে কোনো একদিন বলবো।
বানাতে পারলে আর দেরি কেনো? শুরু করে দিলেই তো ভালো হয়। যত জলদি শুরু করবে তত বেশি ফোন বানাতে পারবে।
হ্যাপি নো-ফোন মেকিং। 😀
ব্লগার সজীব
আচ্ছা আপু,বিসমিল্লাহ্ বলে আরম্ভ করলাম 🙂