অবেলার অনুরণন

আলমগীর মুহাম্মদ সিরাজ ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১১:৪৮:৪৯অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

অজস্র প্রেম নয়, আজ কিছু অবহেলা প্রয়োজন।
আলো ভেবে আলেয়ার পিছু ছুটে
আমি হারিয়েছি জীবনের ডেস্টিনেইশন।
অথৈ অন্ধকারে আকণ্ঠ ডুবে গেছি বুঝতেই পারিনি।
নিরব ঘাতকের মতো আমি হত্যা করেছি আলোর ভ্রুণ।
মিথ্যে পদাঘাতে আমি বারবার ভেঙেছি বিশ্বাসের দেয়াল।
আজ সান্ত্বনা নয়, শাস্তিই আমার প্রাপ্য।
জীবনের এই বসন্ত লগনে আজ ফুল নয়,
তুমি ভুল ভাঙ্গার অবজ্ঞা দাও আমাকে।
তুমি প্রত্যাখ্যান করো আমায়।
কোমল বাহুর আলিঙ্গনে উষ্ণতা নয়,
তুমি ঘৃণা আর আঘাতে ফিরিয়ে দাও আমায়।
আজ প্রশংসা নয়, হিংসা আর কিছু বিষ প্রয়োজন,
আগুন_ দহন, যন্ত্রণায় পুড়ে এ হৃদয় খাঁটি হোক
নয়তো নিজের সঞ্চিত অন্ধকারে হবে আমার শুদ্ধ সত্ত্বার মরণ।
আমি ভুলে যাবো ‘আমি তো মানুষ’।
আজ অজস্র প্রেম নয়, প্রচণ্ড আঘাতের বড় প্রয়োজন।

১৯.১২.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।

৬৮৭জন ৬৮৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ