তুমি চলে যেতেই…..

সাঞ্জনা চৌধুরী জুঁথী ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০৪:২১:০৪পূর্বাহ্ন কবিতা ৪২ মন্তব্য

তুমি চলে যেতেই…

গাঢ় পেইন্টে ঢেকে ফেলি দেওয়ালের সব স্মৃতি
কাঁচের জানালা থেকে ধুয়ে ফেলি সে চোখের দৃষ্টি
সন্দেহ ভরা আয়নাটা, একার ঘরে বড়ই বেমানান
দেওয়াল জোড়া আয়নায় দেখি নিজেকে
দেখি খুব সুক্ষ্ন দৃষ্টিতে….
শরীরে কোথাও তার হাতের ছোঁয়া রয়ে গেলো কিনা!

তুমি চলে যেতেই…

সন্ধ্যা দরজায় রাখিনা কোন প্রতিক্ষায় চোখ
মান-অভিমানের পাট চুকিয়ে
বিছানা থেকে সরিয়ে ফেলি গতকালের
ফেলে যাওয়া ঘুম।
একলা, একার বালিশে আঁকি আগামী দিনের স্বপ্ন …..

৬১৮জন ৬১৯জন
0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ