আমারও কিছু করার আছে
অনেক কিছুই বাকি!
আমি শালা কোন ‘বোকাচো’ এক
হুদাই! নিজেকে দিয়েছি ফাকি।
‘ছয়’-এ যে তোকে যেতেই হবে
কে বলেছে তোকে, কোন ভাই?
‘তিন’-ও ঠিক ঠিক মহাখালীই যায়
ভাবছিস শালা ছাই।
তিন-ছয় শালা বাদও দিস যদি
টেম্পু, ‘সাতাশ’-ও কাছে;
বাস না পেলে শালা ওপারে যা তুই
দেখ, রিক্সা দাঁড়িয়ে আছে।
এসবও শালা ঝেড়ে ফেলে দে
অন্য কিছুও ভাব।
পাবলিকেই কেন ভাবছিস জীবন
বদলা না তোর স্বভাব!
মহাখালীইবা তোর এতো প্রয়োজন কেন
আগারগাঁ গেলেও তো পারিস
খুব প্রয়োজনে না গিয়েও সেখানে
মেইল-ফোনে কাজ সারিস।
ভাবছিসই যদি, তবে এতো ছোট কেন?
ভাব না বহুদূর!
বিশ্বাসই তোকে চিনিয়ে দেবে
নিয়ে যাবে অচিনপুর।
…
১২টি মন্তব্য
তানজির খান
ভাই মাথার উপর দিয়ে গেল, বুঝতে পারি নাই কবিতা!
অরণ্য
ভাই তানজির, বেশি সোজা লেখাকে অহেতুক ভারী ভেবেছেন। আপনি নিজেকে ফার্মগেটে ছন্দ-আনন্দের সামনে ভাবুন। আপনি বেরিয়েছেন মহাখালী যাবেন বলে।
বাকিটা জীবনের সাথে মিলিয়ে নিন আপনার মত করে।
তানজির খান
ভাইয়া এটা পরে বুঝতে পেরেছি লেখাটি কিন্তু আর মন্তব্য করা হয় নি। স্বগত ভাল লেগেছে।
শুভ কামনা রইল
শুন্য শুন্যালয়
বিকল্প চিন্তা করতে আমরা আসলে ভুলে যাই। হ্যাঁ, গন্তব্যে যাবার অনেক পথই আছে। ভাবতে পারলে পৌঁছানোও যাবে।
ছন্দে আপনার দখ্যতা বেশ অরণ্য। গুড (y)
অরণ্য
ভাল বলেছেন শুন্য। থ্যাঙ্কস।
নীলাঞ্জনা নীলা
অরণ্য ছন্দে ছন্দে কতো কতো গন্তব্যে যে নিয়ে গেলে! ;?
অরণ্য
অনেক ধন্যবাদ নীলা আপু।
অনিকেত নন্দিনী
তিন আর ছয় নাম্বার বাস, টেম্পু, সাতাশের জ্যাম কিন্তু আমাকে আটকাতে পারেনি। ঠিক ঠিক গন্তব্যে পৌঁছে গেছি। 😀
ছন্দে ছন্দে গন্তব্যে নিয়ে যাওয়াটা সবার কম্মো নয়!
তা মহাখালী আর আগারগাঁয়ে যাওয়া নিয়ে এতো হুড়োহুড়ি কেনো? কাহিনী কী? ;?
অরণ্য
কোন কাহিনী নেই অনিকেত নন্দিনী। ও একটু নিজের সাথে নিজের কথোপকথন। আর কিছু নয়।
ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
বিশ্বাসই তোকে চিনিয়ে দেবে
নিয়ে যাবে অচিনপুর।
যদি গাঢ় হই মন বাসনা
অপূর্ণ রবে না ভাবনা।
অরণ্য
মজিবর ভাই, ভালো বলেছেন। মন বাসনাকে গাঢ় করতে পারাটাও একটা ব্যাপার।
ভাল থাকবেন। দেখা হবে আবার। (y)
অরুণিমা
Haha bah