আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

আহ! কি যে ভালো লাগছে!!
বিজয় দিবস এগিয়ে আসছে আর সোশ্যাল নেটওয়ার্ক ‘ফেসবুক’ এ সকলের প্রোফাইল পিকচার জাতীয় পতাকায় সাজছে।
মনে হচ্ছে, এবারের বিজয় দিবস সকলের মাঝেই অন্যরকম এক আনন্দ নিয়ে আসছে।

হ্যাঁ, তাইতো! এবারের বিজয় আনন্দ একটু অন্যরকমই তো। এ বছর দু-দুজন হাই গ্রেডের যুদ্ধাপরাধীকে আমরা একসাথে ফাঁসির দড়িতে ঝুলিয়েছি। আবার এবারই স্বাধীনতার ৪৪ বছর পর নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মানের কাজে হাত দিয়ে আমরা বিশ্বের বুকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছি।

বিজয়ের আনন্দে নিজেকে সাজিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিন, এ দেশ আমার! জাতীয় পতাকা আমার অহঙ্কার! মুক্তিযুদ্ধ আমার প্রেরণা! আমরা যুদ্ধ করেই এই দেশটাকে স্বাধীন করেছি।

এখানে সকলের জন্য লিঙ্কটি দিলাম : আসুন রাঙি বিজয়ের রঙে

মনে রাখবেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের দিকে শকুনি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, ওৎ পেতে বসে আছে সুযোগের অপেক্ষায়। আমাদের অর্থনৈতিক সাফল্য তাঁদের অন্তরজ্বলা বাড়িয়ে দিয়েছে। অপেক্ষায় আছে আমাদের নিজেদের মধ্যে বিরোধ তৈরি করার।

আমাদের ঐক্যবদ্ধ আয়োজনই তাদের জানিয়ে দিবে আমাদের জনতার শক্তি, জনতার ঐক্য। সোশ্যাল নেটওয়ার্ক ‘ফেসবুক’ ব্যবহার করে তাই আমরা খুব সহজেই আমাদের ঐক্যবদ্ধ শক্তির সিম্বোলিক প্রকাশ ঘটিয়ে বিশ্বময় সকল বাঙালী এক কাতারে দাঁড়াতে পারি।

আসুন, ১৬ই ডিসেম্বর সকালটা সারাবিশ্বে সকল বাঙালী আমরা লাল-সবুজের পতাকায় নিজেদের প্রকাশ ঘটাই।

‘৭১ এ ঐক্যবদ্ধ হয়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে মাটি রক্ষার্থে আর এখন ঐক্যবদ্ধ হতে হবে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে স্বকীয়তা রক্ষার্থে।

ঐক্যই শক্তি, ঐক্যই বল!!!

৭৫৩জন ৭৫৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ