আমি জানি না

অরণ্য ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ০২:২৬:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

তোমাকে আমি ভালবাসি
আগেও বলেছি
হ্যাঁ, এখনও বলছি।
কিন্তু কখনও কি বলেছি
আর কাউকে ভালবাসি না আমি?
তুমি কেন ধরে নিচ্ছ তা?
আমি জানি তুমি চলে যেতেই পারো;
হ্যাঁ তাই হয়েছে
অনেক
আমি জেনেছি, দেখেছিও!
আমি জানি
আমার যায়গা কোথায় হতে পারে
যদি!
যদি হারিয়ে যাই আমি চিরতরে!
ওত দরকার হবে না
শুধু এটুকুই ভাবি না কেন?
যদি আমার কন্ঠ থেমে যায়!
যদি আমার হাত থেমে যায়!
যদি আমি অসাড় হয়ে পড়ি
যে কোন কারণেই হোক না কেন!
আমি আমাকে বড্ড ভালবাসি
আমি আমাকে পেতেই তোমার কাছে এসেছিলাম
হ্যাঁ এখনও আসি!
সময়ে পৃথিবী বদলায়
আমি তুমি সেও!
আমি কোথায় বদলে যাচ্ছি যেন
অটো চেইন রিএকশানের মতো
আমি কি সময়ে ভাসছি?
আমি কোথায় চলেছি
কোথায়!
কোথায় চলেছি?
আমি জানি না কেন?
আমি জানি না।

আমি জানি না।

৮২৮জন ৮২৮জন

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ