
সংখ্যার কিছু চমৎকার প্যাটার্ন হয়। সেগুলি দেখতে কিছুটা অদ্ভূত আর মজাদারও বটে। সেই সব সংখ্যার মজাদার উপস্থাপনার সমাবেশ এই লেখায়।
১।
১ x ৯ x ১২৩৪৫৬৭৯ = ১১১১১১১১১
২ x ৯ x ১২৩৪৫৬৭৯ = ২২২২২২২২২
৩ x ৯ x ১২৩৪৫৬৭৯ = ৩৩৩৩৩৩৩৩৩
৪ x ৯ x ১২৩৪৫৬৭৯ = ৪৪৪৪৪৪৪৪৪
৫ x ৯ x ১২৩৪৫৬৭৯ = ৫৫৫৫৫৫৫৫৫
৬ x ৯ x ১২৩৪৫৬৭৯ = ৬৬৬৬৬৬৬৬৬
৭ x ৯ x ১২৩৪৫৬৭৯ = ৭৭৭৭৭৭৭৭৭
৮ x ৯ x ১২৩৪৫৬৭৯ = ৮৮৮৮৮৮৮৮৮
৯ x ৯ x ১২৩৪৫৬৭৯ = ৯৯৯৯৯৯৯৯৯
২।
৯৮৭৬৫৪৩১ x ১৮ + ১৯ = ১৭৭৭৭৭৭৭৭৭
৯৮৭৬৫৪৩১ x ২৭ + ২৯ = ২৬৬৬৬৬৬৬৬৬
৯৮৭৬৫৪৩১ x ৩৬ + ৩৯ = ৩৫৫৫৫৫৫৫৫৫
৯৮৭৬৫৪৩১ x ৪৫ + ৪৯ = ৪৪৪৪৪৪৪৪৪৪
৯৮৭৬৫৪৩১ x ৫৪ + ৫৯ = ৫৩৩৩৩৩৩৩৩৩
৯৮৭৬৫৪৩১ x ৬৩ + ৬৯ = ৬২২২২২২২২২
৯৮৭৬৫৪৩১ x ৭২ + ৭৯ = ৭১১১১১১১১১
৯৮৭৬৫৪৩১ x ৮১ + ৮৯ = ৮০০০০০০০০০
৩।
১ / ৯ = ০.১১১১১১১১১১১১১১১১১১১…..
২ / ৯ = ০.২২২২২২২২২২২২২২২২……
৩ / ৯ = ০.৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩……
৪ / ৯ = ০.৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪……
৫ / ৯ = ০.৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫……
৬ / ৯ = ০.৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬…….
৭ / ৯ = ০.৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭……..
৮ / ৯ = ০.৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮……..
৪।
৯x১ = ০৯ = ০+৯ = ৯
৯x২ = ১৮ = ১+৮ = ৯
৯x৩ = ২৭ = ২+৭ = ৯
৯x৪ = ৩৬ = ৩+৬ = ৯
৯x৫ = ৪৫ = ৪+৫ = ৯
৯x৬ = ৫৪ = ৫+৪ = ৯
৯x৭ = ৬৩ = ৬+৩ = ৯
৯x৮ = ৭২ = ৭+২ = ৯
৯x৯ = ৮১ = ৮+১ = ৯
৯x১০ = ৯০ = ৯+০ = ৯
বোনাস
১০ – ০১ = ৯
২১ – ১২ = ৯
৩২ – ২৩ = ৯
৪৩ – ৩৪ = ৯
৫৪ – ৪৫ = ৯
৬৫ – ৫৬ = ৯
৭৬ – ৬৭ = ৯
৮৭ – ৭৮ = ৯
৯৮ – ৮৯ = ৯
৫।
৯৯৯৯ x ১২ = ১১৯৯৮৮
৯৯৯৯ x ২৩ = ২২৯৯৭৭
৯৯৯৯ x ৩৪ = ৩৩৯৯৬৬
৯৯৯৯ x ৪৫ = ৪৪৯৯৫৫
৯৯৯৯ x ৫৬ = ৫৫৯৯৪৪
৯৯৯৯ x ৬৭ = ৬৬৯৯৩৩
৯৯৯৯ x ৭৮ = ৭৭৯৯২২
৯৯৯৯ x ৮৯ = ৮৮৯৯১১
১৬টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
সংখ্যার এমন জারিজুরি দেখে মাঝে মাঝে মাথায় কাজ করে না, ভাবি এইসব সংখ্যার জারিজুরি আসলে কি প্রকাশ করতে চায়! ;?
মনে হয় অনেকদিন পর ভ্রমণ পোস্ট বাদ দিয়ে এমন দারুণ পোস্ট দিলেন ম.জ ভাইয়া… দারুণ লেগেছে… এমন নতুন কিছু আরো চাই, প্লীজ। 😀
মরুভূমির জলদস্যু
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কথা সত্যি ভ্রমণ ছাড়া তেমন কোন পোস্ট আমার দেয়া হচ্ছে না ইদানিং।
নীতেশ বড়ুয়া
তাহলে স্থান ভ্রমণের পাশাপাশি সংখ্যা ভ্রমণ সহ অন্যান্য ভ্রমণেও আমাদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করুন ম.জ ভাইয়া \|/
মরুভূমির জলদস্যু
হুম, সংখ্যা রঙ্গ কিন্তু একটা বিশাল সিরিজ। অনেকদিন চলবে…….
নীতেশ বড়ুয়া
ইয়ীঈঈঈঈএএএএএএএ \|/ \|/
আবু খায়ের আনিছ
জানতাম না, জানলাম। আরো চাই।
মরুভূমির জলদস্যু
আসবে আরোও, সবেতো শুরু হলো
আবু খায়ের আনিছ
(y)
অপার্থিব
ব্যতিক্রমী পোষ্ট, ভাল লাগলো। সংখ্যা ও গণিতের এরকম আরো অনেক মজাদার জিনিস আছে। আশা করি সেগুলো নিয়েও লিখবেন।
মরুভূমির জলদস্যু
জ্বী আছে গণিতের রাজ্যে মজার শেষ নেই, কিছু কঠিন মজা কিছু সহজ মজার।
আমি সহজ মজা গুলিকেই উপস্থাপন করবো।
অরুনি মায়া
^:^
মরুভূমির জলদস্যু
-{@
ড্রথি চৌধুরী
সংখ্যার খেলায় বেশ মজা পেলাম এমন আরো আশা করি পাবো 🙂
মরুভূমির জলদস্যু
জ্বি এটা বিশাল সিরিজ হবে। -{@
ড্রথি চৌধুরী
তয়াহলেই কাম সেরেছে 🙁
আমি অংকে কাঁচা :p
মরুভূমির জলদস্যু
এইখানে কাচা-পাকার কোন ব্যাপার নাই। :D)