দূর্গাপূজো——

অরুণিমা মন্ডল দাস ৩১ অক্টোবর ২০১৫, শনিবার, ০৪:৪৪:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৮ মন্তব্য

12182109_1718937245007106_540742138_n
কলকাতা, মেদিনীপুর‘ দক্ষিণ চব্বিশ পরগণা র প্যান্ডেল গুলো আলোর রোশনাইতে সেজে উঠেছে!!!!!
বাঙালীদের মা আসছেন লক্ষ লক্ষ টাকার সাজে!!!!!
চন্দননগরের আলোতে!!!
প্রসাদের ঘটাতে!!!
পুরুত ঠাকুরের অনবরত মন্ত্র উচ্চারণের
পূণ্যতে!!!
কলকাতার বস্তি আর রাস্তার ধারে বেঁচে থাকা ভিখারির ছেলে মেয়েরা ফুটপাতের জামা ১৫০টাকা দিয়ে কিনে,
মার সামনে অবাক দৃষ্টিতে দাঁড়ীয়ে!!!
মায়ের কোটি টাকার সাজের খাঁজে খাঁজে কত কষ্ট যন্ত্রণা, হাহাকারের বুকচাপড়ানি চিৎকার করছে খেতে না পাওয়া কুকুরের মতো বেঁচে থাকা সন্তানদের জন্য!!!!???
#
ষষ্ঠী থেকে সপ্তমী আলো আর নাচ গান
করে আমাদের ঠিক কিসের স্বাদ মেটে!!!!
অনাথ আশ্রমে বিপুল ভাণ্ডারের কিছু অংশ জমা দিলে!
আপাতত বস্তিতে জ্ঞানের সবুজ আলো জ্বলত!
কোটিপতির দুলালকে কুড়ি বাইশ টা পোষাক না পরিয়ে/
১৫ থেকে ১৬টা গরিবের বাচ্চাদের
মুক্ত হস্তে দান করলে/
আমাদের দাম্ভিক কাগজে সাক্ষাতকার
দেওয়া মিডিয়ায় ভাষণের চোটে ক্যামেরা
পুড়িয়ে দেওয়া শিক্ষিতসমাজের ঠিক কি
ক্ষতি হত!!!!???

===============
কোলকাতা
৩০ অক্টোবর, ২০১৫

৪৬৭জন ৪৬৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ