সোনেলার সূখী পরিবারে
মনে রাখবে কি আমায়
সোনেলার খড়সা খাতায়
আবোল তাবল লিখে যাই ।
শিশুরা যেমনি করে হয় বড়
পিতা-মাতার
অনু আদর-শাসনে
তুমি তেমনি করলে ঋণী
ভালবাসায় মায়ার বন্ধনে।
ছিলেম যখন একা একা
মনের গহীনে লুকানো চাপা কথা
চাপা চাপা সুখ-ব্যাথা
খড়সায় ঝেড়ে ফেলে,
বলি
আমি কবি,
আমার চেয়ে বড় আর আছে কেডা।
সোনেলায় আছেন যত গুরু জন
জিসান–হেলাল ভাইয়া
বলব বরাবর
গল্পে গদ্য-কবিতায়
ঈর্ষনীয় স্বাক্ষর।
নীতেশঁ দা যেন হঠাৎ অরণ্য হতে
উকিঁ-ঝাপ মারেন
সোনেলায়,
কথার উম্মুক্ত সাগরে।
শুণ্যের হৃদয় ভান্ডারে ভালবাসার
নেই কমতি,
ভোরের সাথে যেন তাহার বসতি।
লীলাবতীর কাখে,
সোনেলার কলসী হেলে ধূলে চলে
কখনো প্রতিবাদে কখনো পরম মমতায়
সাথীদের মাথায় হিম শীতল জল ঢালে।
ব্লগার সজীবের নেই জুড়ি ভার
সীমান্ত উম্মাদনায় লিখুনিতে
স্বদেশ কাপায়
গোপাল ভারের কপাল লিখে
সোনেলায় হাসি বিলিয়ে বেড়ায়।
নীলাখি নীলাঞ্জনা নীলা
স্মৃতির সাগর সাতরিয়ে
নানা-নাতীর রসিকতায়
সোনেলায় নীলাকাশেঁর এক
গুচ্ছ গুচ্ছ লিখুনির গ্রামে,
আমরা ব্লগ বাসীতে
বাস্তব,
অভিজ্ঞ লিখুনির মধুর চাক
লিখে যায়।
চমকে দেবার মতো সোনেলার
সোনার মানুষ
সোনেলার সে প্রিয় মূখ
শিপুদাকে জানাই সালাম।
সোনেলার রংয়ে
হলি খেলে
নতুনদের স্বাগতম
অরুনি মায়া
অথবা
অরুণিমা
সর্বোচ্ছ শ্রেষ্ট্রত্বের মনের খোরাক
বন্ধুত্বের বহিঃপ্রকাশ ।
নুসরাত মৌরিন
ফিরে এসেছেন সোনেলার জমিনে
সুঃখ দুঃখের অরণ্য সোনালীর জল
সিড়িটির ধারে।
ব্যাংকের অংক রপ্ত সঞ্চয় দা
নিরাশাকে আশা জাগিয়ে
সোনেলার জমিতে
প্রোজেক্টের স্বপ্ন বুনেণ।
ভূমিহীন জমিদারীরা
সোনেলায়,
সোনেলা আভায়
আই ডি স্বাক্ষী হয়ে যায় যায়,
বন্দনার লিখুনি
সোনেলার হৃদয়ে
জ্ঞান রৌদ্রের ঢেউ খেলে বেড়ায়।
ঘণ অন্ধকার অরণ্যে
মরুভূমির জলদস্যু
সোনেলার রোদ ছায়ায়
ভ্রমন পিপাসুদের ক্ষুধা নিভায়।
তাজেরঁ সেঞ্চুরী
ঝল ঝল করে সোনালী রোদেরঁ
উজ্জলতার স্বাক্ষর রেখে যেতে চায়।
রাশির চক্রে মিথুন
“ভাইয়া/আপার”
খসড়ায়
সোনালানী দিনের
স্মৃতি
মনে ঘূরে বেড়ায়।
মনের গভীরে লোকায়িত স্বপ্ন
অজানাতে রয়
স্বপ্নের নীলাকাশে স্বর্গের মেঘপরী
সোনেলার পৃথিবীতে,
সোনালী আভা ছড়িয়ে অকালে
ফিরে যায় স্বর্গেই,
এক
চির সত্য,চির স্থায়ী পর জনমে।
যেতে নাহি দিতে হয়
তবুওতো যেতে হয়
হয়তো আবারো আসিবে ফিরে
কোন এক নতুন নামটি ধরে।
পার্থিব দিন-রাত্রীতে
শুভ্র-নীলে
জীবনের ভেলা ভেসে বেড়ায়,
উঠতি জীবনটি ভাবনাহীন
বড়ই মধুর,
জীবন বন্ধনে সম্মূখ বাস্তবতা
মজিবর,
তানজিন খানকে
হাসায়-কাদায়।
সূখী হউক সকল বন্ধুর বন্ধন
খেয়ালে নয় খেয়ালী মেয়ে
বাস্তবতার নিরিখে দেখো পরী
সমযোতায় সহযোগিতায়
কতটা হয় সমাধান।
মানুষ হইলেই হয় না মানুষ
মানুষের ভিতরেই
বসবাস যে অমানুষ,
কোটিপতি হলেই
কেউ হয় না দান বীর
ইমনের মতো মন হলে
সমাজ সেবায়
কিছুই যে লাগেনা আর।
পারভীন সূলতানার বাস্তবতা
আছে জানা জীবন সংগ্রামের
নানান কথা,
অনিকেত নন্দিনী তবুও
সুখ সুখ বলে খোজেঁ ফিরে
বার বার।
প্রজন্ম ‘৭১ চেতনায়
দৃঢ় বিশ্বাস ফাতেমা জোহরা
কিংবা রুবাইয়া
এক দিন হবে,হবেই শেষ
রাজাকারদের ক্ষমতা।
বিদেশ বিভূয়ে রিমি রোন্মানরা
দেশের অর্থের
চাকা শক্ত করে যায়,
স্মৃতিতে নেই ইউরো রাজপ্রসাদ
গ্রাম বাংল সরল রেখাগুলো
বার বার,
সহজ সরল গ্রামের
প্রতিচ্ছবিকেই দেখায়।
প্রথম ব্লগারদের গদ্য-পদ্য
“অনেকের নামে অনেক ভাল মন্দ সমালোচনা করা হয়েছে ,আশা করি সোনেলার এক সূখী পরিবারের সদস্য হিসাবে বন্ধু সূলভ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
১৮টি মন্তব্য
অরুনি মায়া
আমি খুঁজছিলাম আমার নাম টি আছে কিনা।
ভাবলাম আমায় ভুলে গেলেন কিনা 🙂 ।
নাহ আছি আমি দেখা যাচ্ছে।
সোনেলা আপনাকে অবশ্যই মনে রাখবে।
সোনেলা সবাই কেই মনে রাখে শুধু আমরাই মাঝে মাঝ সোনেলা কে ভুলে যাই,,,, 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
সহমত
তবে এই ভুলে যাওয়াকে আমি বিরহ বলব -{@
শুন্য শুন্যালয়
আপনি কএকটা দিন না এলেই আপনার কথা বলি ভাইয়া। ভুলে যাইনা কখনো। আপনিও আমাদের ভুলে যেয়েন না, যাবেন ও না জানি। সবার নামের মধ্যে নিজের নাম, আর ছবি দেখতে পেলে ভুলে যাবই বা কই 🙂 অনেক ধন্যবাদ মনির ভাই, এতো কষ্ট করে পোষ্ট দেবার জন্য।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ বড় আপু -{@ -{@
ভুলে যাওয়া কখনো সম্ভব নয় এত মায়া ভুলে থাকা যায় না তবে বেকে যাওয়া সময়ের স্রোতকে বড় ভয় লাগে সে বড় নিষ্ঠুর -{@
শুন্য শুন্যালয়
সময় কে থোরাই কেয়ার করি, আমার উপরে কে আছে? সময়ের এত বড় স্পর্ধা!!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম -{@
ঈদের শুভেচ্ছা রইল -{@
মেহেরী তাজ
আগে নিজের নাম খুজে বের করে সেই প্যারাটা পড়ছি।তারপর পুর লেখাটা পড়ছি। ভাইয়া আমি তো এখনও হাফ সেঞ্চুরি করতে পারি নি এতো তারাতারি সেঞ্চুরি? তবে ইনশাআল্লাহ করে ফেলবো ভাইয়া। আপনাদের পত পাঠক, সহব্লগার,বড়ভাই, যাদের আছে তাদের কিসের চিন্তা।
আচ্ছা এবার বলেন আপনাকে মনে রাখা না রাখার প্রশ্ন আসছে কেনো?? যারা হারায়ে যায় তাদের মনে রাখার কথা আসে,আপনি ককি আবার লুকানো র চিন্তা ভাবনা করছেন না কি??? ;?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ তাজঁ আপু…কে কখন হারিয়ে যায় বা যাবে তা মানুষের বুঝার বাহিররে তাই স্বাদ জাগল একটু….. -{@
সিকদার
আমি অনেক ব্লগে লিখি কিন্তু “সোনেলা” একটু অন্য রকম । কেমন যেন একটা বন্ধন এখানে ভালবাসার বিনিসুতায় বাধা । এখানে তেমন একটা লেখা হয় না কিন্তু পড়া হয়। আর লোভ হয় সবার ভালবাসা আর খুনসুটি দেখতে ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আসুন না এখনি শুরু করি বুণণ বন্ধুত্বের মায়ার বন্ধন।আপনি লিখেছেনতো সোনেলায় তবে একটু অনিয়মিত সমস্যা নেই আবারো বাড়িয়ে দিলাম বন্ধুত্বের হাত (y) -{@
ছাইরাছ হেলাল
এমন আপন করে সবাই ভাবতে পারে না, আপনি যা সত্যিই পেরেছেন।
অত্যন্ত শ্রম ও যত্নে আপনি আপনার লেখা তৈরি করেন, নিজস্ব প্রতিকূলতায় ও আপনি সোনেলায়
সময় দিয়েছে। সাথে আছেন, থাকবেন ও, এই ই কামনা।
আরও ভালো থাকুন সময়ের বৈরিতা এড়িয়ে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ শুধু দোয়া চাই।
ব্লগার সজীব
মনির ভাই,আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি।কত আবেগ এবং ভালোবাসা থাকলে এত কষ্টকর একটি পোষ্ট দিতে পারেন,তা আমি ভালোভাবেই বুঝি।এতগুলো লিংক দিয়ে কবিতার মত মিলিয়ে লিখে ফেলা,আমার পক্ষে কোনদিন সম্ভব হবেনা। আমরা যেন সবাই আপনার মত সোনেলাকে এবং সোনেলার সোনালী মানুষদেরকে ভালোবাসতে পারি। শুভেচ্ছা জানবেন্ -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ এবং ঈদ শুভেচ্ছা
আপনাদের মতো কিছু বন্ধু আছে বলেই
তাই কষ্ট করতেও ভালবাসি। -{@
জিসান শা ইকরাম
আপনার যে কত ধৈর্য্য তা মাঝে মাঝে ভাবি
ভেবে কুল কিনারা পাইনা।
এমন পোষ্ট আপনাকেই মানায়
শুভ কামনা -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কৃতজ্ঞ আপনাদের কাছে সোনেলার মতো সুখী মনসুন্দর পরিবারে স্থান দিয়েছেন নতুবা আমি অনেক কিছুতেই অজ্ঞ থেকেই যেতাম কেননা এই সব লিখতে গিয়ে অন লাইনের বিভিন্ন ওয়েভ সাইটে যেতে হয় আর যত যাই ততই আমার জ্ঞান ভান্ডার পরিপূর্ণ হতে থাকে..তাতে আমার প্রয়োজনই বেশী এই সোনেলাকে।
ঈদে ঘর বন্দীতে আমার ব্রডব্যান্ড থকবে না তখন হয়তো মোবাইলে মাঝে মাঝে নেটে যুক্ত হয়ে ফেল ফেল করে শুধু পড়তে থাকব। ^:^
নীলাঞ্জনা নীলা
মনির ভাই নিজের নামটা দেখে লাফিয়ে উঠলাম। এই আকাশের নীচে আছি যে এটুকু অনেক পাওয়া।
এভাবেই লিখুন। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভয়ে আছি এখনো কেউ রেগে যায়নি…..আপনি যখন রাগেননি তবে লীলাদি শুণ্য আপুরাও রাগবেন না। -{@