সাত দিন পুর্বে হঠাৎ কিভাবে জেনো মরে গেলাম। আত্মার আসলে মৃত্যু নেই।নতুন আত্মার জগত,তেমন কাজ কর্ম নেই।ঘুরে ফিরে দেখছি কোন কাজটি করা যায়। বলা যায় অলস সময় যাচ্ছে।কিছু খেতে হয়না এখানে যে কারনে খাবার জন্য কাজে করতে হয়না। বিভিন্ন স্থানে আত্মারা জটলা করে আড্ডা দিচ্ছে। হেটে হেটে ভেসে ভেসে দেখছি সব।হঠাত কানে আসলো একটি আড্ডার আত্মাদের কথাবার্তা।অন্য দিকে তাকিয়ে কান চুলকাচ্ছি আর শুনছি এদের কথা।এরা সবাই অতৃপ্ত আত্মা। জীবিত জগতে গিয়ে তাদের অতৃপ্ত আত্মাকে কিভাবে তৃপ্ত করছেন তার বর্ননা করছেন একেকজন। আরে আমিও তো অতৃপ্ত আত্মা,আমি কেন তৃপ্ত করছি না আমার আত্মাকে?চিন্তা করতে যত দেরী,মুহুর্তে চলে এলাম জীবিত জগতে। কি করা যায়? প্রথমে লিস্ট।
১। ফেইসবুকে যারা আমাকে ব্লক করেছে তাদেরকে দেখে নেয়া
২। সোনেলার কয়েকজন যারা আমাকে পিচ্চি বলেছে তাদেরকে দেখে নেয়া।
অপারেশন শুরুঃ
তিন জনকে ধরতে হবে আজ।তিনজনের তালিকা আছে তোমার জন্য রাতে……… পোষ্টে। আমার কচি হৃদয় খানা ছিন্ন ভিন্ন করে দেয়া তিনজনের উপর চরম প্রতিশোধ নিতে হবে।
লাবণী আপু অনলাইনে আমার প্রথম প্রেম ছিলেন।রাত ১২ টায় গেলাম তার বাসায়।ডিনার শেষ করে কেবল ল্যাপটপে বসে ফেইসবুকে লগইন হলেন।ম্যাসেজের ওখানে ২৭ টি লাল নোটিশ।ভালোই চালাচ্ছেন আপু। চ্যাট অন করলেন, কাষ্টমাইজ করার ফলে চার জনকে অন রাখলেন।আরে সর্বোনাশ আপু দেখি ভালোই লুতুপুতু চালাচ্ছেন চার জনের সাথে। লাভ ইউ উম্মমা কপি পেস্ট দিচ্ছেন চার জনকেই। কি বোর্ডে আঙ্গুল চলছে এমন গতিতে যে আঙ্গুল দেখা যাচ্ছেনা।
আমার কাজ শুরু করলাম,একজনের ম্যাসেজ অন্য জনকে দিয়ে দিচ্ছি। বসুন্দরার সিনে কমপ্লেক্সে মুভি দেখেছেন রাহাতের সাথে। সে অভিজ্ঞতা শেয়ার করলাম সুমন এর সাথে। সুমনের সাথে আশুলিয়ায় ডেটিং এর সুখ স্মৃতি শেয়ার আসফাক এর সাথে। এমন প্যাচ লাগিয়ে দিলাম যে সবাই বুঝে গেলো লাবণী আপু এন এক্সপার্ট হেড মিস্ট্রেস। চারজনই ব্লক করলেন আপুকে।ফোনে টেক্সট – ব্রেক আপের :D) \|/ ব্লক খেতে কেমন লাগে বুঝে দেখো এবার।
এরপর সুপর্নার বাসায়।জানি এই মেয়ে সারারাত চ্যাট করে।রাত চারটায় গেলাম ওর বাসায়।যা ভবেছি তাই। চলছে চ্যাট।ল্যাপ্টপের স্কিনে নাম দেখি শুভ্র। আহা এমন কথা কিছুদিন আগেও বলেছে আমাকে। জানটুস,জানু,সোনা আরো কত কি।রাতের পর রাত আমাকেও বলেছে এসব কথা। সুপর্নার ছোট ভাইর রুমে গিয়ে ল্যাপটপ অন করে লগইন হলাম আমার ফেইসবুক প্রফাইলে।শুভ্র শুভ্র সার্চ দিয়ে পেলাম।হাই শুভ্র এখন আপনি সুপর্নার সাথে চ্যাট করছেন জানি আমি।সুপর্না আমার জান ওর সাথে আমার প্রেম চলছে। লিখলাম এসব তার ইনবক্সে। প্রথমে গালাগালি করলো।এরপর আমিই বললাম, এই নিন আমার ইউজার আইডি, এই নিন আমার পাসওয়ার্ড। লগইন হয়ে দেখুন।
কৌতুহুল খুব বড় একটি বিষয়।লাভারের পিছনে গুপ্তচরের মত লেগে থাকে সব নর নারী। শুভ্র লগইন হলো।ইনবক্স এ সুপর্না আর আমরা সব মেসেজ পড়লো। মুহুর্তের মধ্যে দেখে এলাম শুভ্রর অবস্থা। এখন আবার যাই সুপর্নার কাছে। আমার আর সুপর্নার চ্যাট হিস্ট্রি আসা আরম্ভ হলো। সাথে শুভ্র বচন- দ্বিচারিণী , চরিত্রহীনা ইত্যাদি ইত্যাদি। আহালে আমার জানটুসটার মুখ, কালো হয়ে গেলো এসব দেখে। অবশেষে শুভ্র ব্লক দিলো সুপর্নাকে। \|/
ইপসিতা আমার এঞ্জেল।তুমি কি সেই আগের মতই আছো নাকি বদলে গেছো,জানতে ইচ্ছে করে। অলস দুপরে গেলাম ইপ্সিতার বাসায়। সোফায় শুয়ে শুয়ে মোবাইলে কথা বলছে। মুহুর্তের মধ্যে দেখে নিলাম স্কিনে কার সাথে কথা চলছে। চলে গেলাম তার প্রেমিক সৈকতের কাছে।মধ্যমা দিয়ে তার কপাল স্পর্শ করলাম। ত্রিমাত্রিক মুভির মত এক মুহুর্তে দেখে নীল আমার আমার ইপসিতার পুয়াতন কাহিনি।কিছু এডাল্ট ক্লিপ জুড়ে দিলাম :p এরপর পর যেতে হয় ইপসিতার কাছে। ইপসিতার মুখ তখন কাকের মত,সোফায় উঠে বসে কথা বলছে…… না মানে … সজীব নামে তো কাউকেই চিনি না……… সব মিথ্যে কথা…… সানজিদা বলেছে তোমাকে ? ……… আসলে তেমন কোন সম্পর্ক ছিল না……… দু একদিন কিস করেছি ……… প্লিজ প্লিজ ;(
প্রথম অভিযানের এখানেই সমাপ্তি।কিছুটা তৃপ্ত হলো আমার আত্মা \|/
অপেক্ষা করুন সোনেলার ব্লগারগণ। এবার আপনাদের পালা 🙂
গত রাতের স্বপ্ন এটি। ইচ্ছে করে স্বপ্ন দেখতে চাই আরো।
৬০টি মন্তব্য
অরুনি মায়া
আমি কিন্তু কিছু করিনি। আমার কিন্তু কোন দোষ নেই। আমি কিন্তু নিরীহ মানুষ। খুব লাজুক :p
ব্লগার সজীব
আপনি নতুন সোনেলায়,তারপর আবার লাজুক লতা। আপনাকে কিছু বললে লাজুক লতার মত বুজে যাবেন।খুজেই পাবো না আপনাকে আর।তাই আপনাকে লজ্জায় ফেলতে চাই না -{@
অরুনি মায়া
হাসি পেল আপনার জবাব পড়ে। 🙂
ব্লগার সজীব
আপনার হাসি দেখে আমারো হাসি পেলো আপু 🙂
অরুনি মায়া
আমি তবে নিশ্চিন্ত থাকলাম 🙂
ব্লগার সজীব
একশত ভাগ নিশ্চিন্ত থাকুন।আপনার নাম মায়া।নামের সার্থকতা আছে না?সোনেলায় কয়েকজন দস্যু টাইপের আপু আছেন।আমাকে তারা কিছুতেই বড় ভাবেন না,পিচ্চি ভাবেন ;(
আপনি তো আর তাদের দলে নন।আপনি তো নিরীহ তারপর আবার লাজুক 🙂 আপনার ভয় নেই।
অরুনি মায়া
জি মুরুব্বি আপনি বড় হতে চাচ্ছেন কেন? সবাই তো ছোট হতে চায়,,,, 🙂
ব্লগার সজীব
পিচ্চি হতে চাইনা আপু।সবাই পিচ্চি ডাকলে বন্ধু বানাবো কিভাবে? :p
সীমান্ত উন্মাদ
এই সজীব ভাই আমি মূর্খ মানুষ, এই পোষ্টের বিষয় বস্তু আমারে একটু বুঝাই দেন ভাই।
কই থেইকা কি কইলেন কিছুই বুঝলাম না। পিলিজ ভাই, একটু বুঝাই দেন? কোন কিছু না বুঝলে আমার মাথা আঊলাঝাউলা লাগে।
সীমান্ত উন্মাদ
এমনিই আমি উন্মাদ তারপউপর আরো বাতাস খাইলেতো আমি পরপারে যামুগা।
ব্লগার সজীব
এই পোষ্ট বুঝতে হলে আপনাকে আমার পুরাতন এই পোষ্ট পড়তে হবে উ্আদ ভাইয়া
https://sonelablog.com/archives/27355
সীমান্ত উন্মাদ
আমি আগেই পড়েছিলাম, তবে দুঃখিত ভুলে গিয়েছিলাম। এইবার বুঝতে পারছি, গাইড লাইনের জন্য ধন্যবাদ।
ভালই দিতে পারেন দেখি। শুভকামনা আরেকবার সজীব ভাই। চলুক। ভাল থাকবেন নিরন্তর।
ব্লগার সজীব
আপনি ভুলে গিয়েছিলেন বুঝতে পারেছি।আপনিও ভালো থাকুন।
শুন্য শুন্যালয়
আপনি বেঁচে থেকেই বদের হাড্ডি, মরে গিয়ে তো সাড়ে বদ হইছেন দেখি। আমি আপনারে কুন কালেই পিচ্চি বলি নাই, একদম হাছা কথা। খবরদার আমার ফেসবুকে নো আইয়ো। আর সোনেলায় আইয়ো তো ঠ্যাং ভাঙ্গি দিইয়ুম। এইখানে ওঝা আছে কইলাম।
এই পোস্ট পড়ে কেউ আপনারে আর পিচ্চি বলবেনা, কি সাংঘাতিক বুদ্ধি রে বাবা!! আমিও যা খুশি লিখে পোস্ট দিয়ে বলবো এইটা স্বপ্ন :p
শুন্য শুন্যালয়
একজনের মেসেজ আরেকজন কে দৃশ্যটা কল্পনা করে হাসতেই আছি 😀 ভাগ্যিস আমার একটাই উইন্ডো খোলা থাকে 🙂
ব্লগার সজীব
একটি উইন্ডো খোলা থাকে না পাঁচটি থাকে এসে দেখে নেই আগে।সুন্দ্রি আপুদের একটি উইন্ডো থাকে এটি কে বিশ্বাস করবে ম্যাডাম ? :p
শুন্য শুন্যালয়
আমি সুন্দ্রী এই উদ্ভট তথ্য কই পাইলেন ;?
ব্লগার সজীব
অস্ট্রেলিয়া গিয়ে দেখে এসেছি না? আত্মা মুহুর্তের মধ্যে যেতে পারে যেখানে ইচ্ছে সেখানে।
শুন্য শুন্যালয়
বলেন কি? ভূতের জন্য ভিসা সিস্টেম নাই? আপনি যে আমার বাড়িঘরের আশেপাশে ঘুরঘুর করছেন তা টের পাচ্ছি, খবরদার বলছি আমার পেছনে লাগবেন না। আপনার জন্য নেক্সট টাইম আরো কিউট পাত্রী খুঁজে দেবোনে। 😀
ব্লগার সজীব
আপনি চাইলে আপনার সব রুমের ফটো,আপনার এলাকার ফটোও দিয়ে দিতে পারি 🙂 আমার ভিসা লাগে না।
ব্লগার সজীব
আমি ভুত হয়ে আসবো আপনার কাছে,আমি দেখবো আপনাকে আপনি দেখবেন না 🙂 তবে বুঝতে পারবেন কাছে কি জানি কোন একজন আছে। আপনার রান্নার সময় তরকারিতে লবণ বেশীও দিয়ে দিতে পারি 🙂 পিচ্চি আবার বলেন নাই?আমাকে নিয়ে বিয়ের পোষ্ট,আমার মান ইজ্জতের ছ্যারাব্যারা করে দিয়েছেন ^:^
সোনেলায় আমার ওস্তাদ আছে না? ভয় পাইনা কিছু। খবর করে দেয়া হবে :@
শুন্য শুন্যালয়
তাইতো বলি ইদানীং তরকারীতে লবণ বেশি হচ্ছে কেন!! আপনি অলরেডি আসা শুরু করেছেন তাইনা? আজ থেকে হলুদ পোড়া, মরিচ পোড়া কাছে রাখবো। ভূতের রাম নাম সইত্য করে দেব। কোন ওস্তাদেও কাজ হবেনা বলে রাখলাম।
ব্লগার সজীব
যা খুশী করুন,আমার আত্মার শক্তিবলে আপনার কাছে লুখিয়ে রাখা সবকিছুর পাওয়ার বাড়িয়ে দেবো।এক চামিচ লবণে ১০ চামচের পাওয়ার 🙂
ব্লগার সজীব
দিন পোষ্ট দিয়ে দিন,দেখি আপনার বানানো স্বপ্ন গুলো কেমন হয় 😀
শুন্য শুন্যালয়
আর পোস্ট! 🙁 যা লিখুম তার আবার বাংলা টু বাংলা ভার্শন লিখে দিতে হবে। থাউক।
ব্লগার সজীব
আপনার পোষ্ট না বোঝার কোন কারন নেই।সব বুঝি,সব ফকফকা 🙂
শুন্য শুন্যালয়
আমি নিজেই এখন কারো মন্তব্য বুঝিনা, পুরাই ঘুটঘুইট্টা অন্ধকার 🙁
ব্লগার সজীব
কি যে বলেন আপনি?
ছাইরাছ হেলাল
আপনার হবে, আপনাকে দিয়েই হবে।
প্রমাণিত যে আপনি সত্যিই সক্ষম পুরুষ, চলুক, চালিয়ে যান পূর্ণোদ্যমে।
তবে কিঞ্চিত সাধু সাবধানে।
ব্লগার সজীব
সক্ষম পুরুষ আমি এটি আপনিই বুঝলেন ভাইয়া।অন্য কেউ না 🙁 চলবে চলবেই। সাবধান করার জন্য ধন্যবাদ -{@
অনিকেত নন্দিনী
ঝড়বৃষ্টি হইলো কুনসময়?
আকাশে ওইডা কী দেখা যায়? ;?
ব্লগার সজীব
আকাশে চাঁদ দেখা যায় আপু।শুধু আপনারা কয়েকজনে দেখলেন না 🙁 আপনাদের জন্য গান ‘ হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ’ – শুধু এই একলাইন 😀
মেহেরী তাজ
শিষ্য খুব ভালো স্বপ্ন। এমন স্বপ্ন দেখা খুব দরকার।
পিচ্চি যে বলবে তাকেই দেখে নিবা। অনেক সহ্য করা হয়েছে আর না।
আমার মনে হয় না আজকের পর থেকে তোমাকে আর কেউ পিচ্চি ডাকবে। :D) কোন সাহায্য লাগলে বলবা আমি আছি। 🙂
হাহাহাহাহাহাহাহাহা :D)
ব্লগার সজীব
ওস্তাদ আপনি দোয়া করবেন।এর একটা ব্যবস্থা করতেই হবে।উপরে দেখুন শুন্য আপু বলেছেন ‘সোনেলায় আইয়ো তো ঠ্যাং ভাঙ্গি দিইয়ুম ‘ 🙁 আমার কি কেউ নেই সোনেলায়? আমার যে বন্ধুক ওয়ালা ওস্তাদ আছেন,সে মনে হয় তা ভুলে গিয়েছে 🙁
মেহেরী তাজ
শিষ্য এটা ভয় পাওয়ার নমুনা।দেখ না তোমাকে নাকি কোন দিন পিচ্চি ডাকে নাই বলতেছে। অথচ খুজে দেখো ঠিক পাবে। এটা তো ভয় পাওয়ারই নমুনা তাই না।?
ব্লগার সজীব
হুম ভয় পাইছে \|/
অরণ্য
😀
ব্লগার সজীব
😀
জিসান শা ইকরাম
বাহ বাহ প্রতিশোধ নেয়া তাহলে আরম্ভ হলো?
অভিনব প্রতিশোধ দেখে মজা পেলাম।
লেখা চলুক………
ব্লগার সজীব
চলবে 🙂
ইমন
প্রতিশুধে কি হৃদয় শান্তি মিলে !!!
ব্লগার সজীব
হৃদয়ের শান্তি মেলে ভাইয়া,মধুর প্রতিশোধ তো -{@
লীলাবতী
সজীব ভাইয়া আপনি সব কিছু মনে রেখেছেন?সর্বোনাশ তো।এত ভয়ংকর আপনি তা ধারনাই করিনি এতদিন। তবে খুশী হয়েছি যে ব্লক করার প্রতিশোধ ব্লক করাতেই রেখেছেন।অন্য কিছুতে নয়।
ভাইয়া আমি কিন্তু আপনাকে কিছু বলিনি সোনেলায়।আমি ভালো মেয়ে,তাইনা ভাইয়া? সোনেলার প্রতিশোধ হতে আমি বাদ যাবো আশাকরি 🙂
মজারু হয়েছে সজু ভাইয়া।
ব্লগার সজীব
মনে রেখেছি সব।ব্লকের প্রতিশোধ অন্য কিছুতে কেন নেব আপু?আপনার কথাও মনে আছে,ভালো কিনা তা সোনেলায় প্রমান আছে 🙁
ধন্যবাদ লীলাপু -{@
লীলাবতী
সজু ভাইয়া তুমি অনেক ভালো একটা কিউট আর পিচ্চি ভাইয়া।কত্ত আদর করে ডাকিনা তোমাকে বলো? আমার বিরুদ্ধে লিখতে তোমার খারাপ লাগবেনা? 🙂
ব্লগার সজীব
আমার আদরের দরকার নেই ^:^ আর বললে খবর আছে :=
নীলাঞ্জনা নীলা
সজীব ভাইয়া আমি কিন্তু ফেসবুকে চ্যাট করিনা।
আর আপনি তো পিচ্চি-ই। কি করবেন? আরোও বলবো পিচ্চি পিচ্চি পিচ্চি।
:p
😀
ব্লগার সজীব
ফেইসবুকে করেন না, অন্য কত কিছু আছে আজকাল 🙂 আপনিও তাদের দলে যোগ দিলেন?আচ্ছা আচ্ছা অপেক্ষা করুন -{@
নীলাঞ্জনা নীলা
অন্য কিছু আর কি? আমার ছেলে আছে অন্য জায়গায়। ওর স্কাইপ-ভাইবার আছে। :p
আমার তাও নেই 🙁
ঠিক আছে অপেক্ষায় রইলাম, আমায় নিয়ে লিখবেন কি মজা \|/
ব্লগার সজীব
উইচ্যাট,লাইন,হোয়াটসএপ,কত কিছু যে আছে নীলাদি আমরা কয়টা আর জানি।লিখবোই অপেক্ষা করুন।
অনিকেত নন্দিনী
আমি একটা জিনিস বুঝিনা। পিচ্চি তো পিচ্চিই। পিচ্চিরে পিচ্চি না কইলে পিচ্চি কমু কারে?
এহ্! পিচ্চিরা ভুত হইলেও পিচ্চি ভুত হয়। পিচ্চি ভুতেরা ভুত হিসাবে খুব ভাল হয় তাও জানি। কাজেই আমি পিচ্চি ভুতকে ভয় পাইনা। :p
ব্লগার সজীব
ঠিকই তো,পিচ্চিকে পিচ্চি না বললে পিচ্চি কাকে বলবো?এতদিনে বুঝলাম আপনিই আসলে পিচ্চি 🙂 পোষ্ট নিয়ে আসতেছি,ভুত পিচ্চি নাকি তখন বুঝবেন পিচ্চি আপু 😀
খেয়ালী মেয়ে
দারুন প্রতিশোধ (y)
কিন্তু এই অতৃপ্ত আত্মার শেষ পরিণতির কথা ভেবে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে আপনার জন্য 🙁
ব্লগার সজীব
আমার পরবর্তি পোষ্টের জন্য অপেক্ষা করুন প্লিজ 😀 কে কার পরিণতি দেখে কষ্ট পায় বুঝা যাবে 🙂
খেয়ালী মেয়ে
আপনার পরবর্তী পোস্টের জন্য আমার সবসময় অপেক্ষা থাকে–তবে আমি নিশ্চিত যে আমি আত্মা ভাইয়া থেকে নিরাপদেই থাকবো, বিকজ আমিতো কিচ্ছু করিনি, তাই না 🙂
ব্লগার সজীব
ও তাই নাকি?আপনি কিছুই করেননি?পিচ্চি ডেকেছে কে শুনি?আত্মাকে ভয় পায় সবাই :D)
অপেক্ষা করুন 🙂
খেয়ালী মেয়ে
তাইতো কে ডেকেছে পিচ্চি ;? তাও আবার সজীব ভাইয়াকে, ছাড়বেন না তাকে…..সজীব ভাইয়ার মতো একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে কিনা কয় পিচ্চি :@ একদম ছাড়বেন না তাকে 🙂
ব্লগার সজীব
খুব খুশী হয়েছি আপু 😀 -{@
মিথুন
কি সাংঘাতিক কান্ড, না না আমি আপনাকে কক্ষনো পিচ্চি বলিনাই ভাইয়া। আর আপনি আমার আগে মরতেই পারেন না। আমি মরে যাবার পর আপনি ভূত হয়ে যা খুশি করুন, পরামর্শ চাইলে আমিও কিছু দিবোনে 😀
ব্লগার সজীব
আপনি তাহলে খুব ভালো একটা আপু।আপনার বিরুদ্ধে কিছুই করবো না ভুত হয়ে 🙂 (3