বঙ্গনারী

অরুণিমা মন্ডল দাস ২ আগস্ট ২০১৫, রবিবার, ০৪:২৯:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

বিদেশী মশলায় দেশী রান্না!
আমাদের আধুনিক রমণীদের যতসব প্যাখনা!ওই দেখো,
ভিখারি রমণীদের ছেঁড়া কাপড়ে কলশি হাতে,
দুঃখের লাঞ্ছনার স্বীকার!
লাথি ঝাটা পড়ে উপহার তাঁদের খাওয়ার পাতে!
আর একশ্রেণীর দাম্ভিক রমণীদের কাজ নগ্নতার বাহারের সমুদ্রে নিমজ্জিত করে উল্লসিত নয়নে
চেয়ে থাকে, কখন দৈনিক সংবাদপত্রের পৃষ্ঠাতে তাদের ছবি ভেসে উঠবে!
আধুনিকা শিক্ষিতা নারীগণ অহংকারে বাউল গানের সরলতাকে ডিসগাস্টিং বলে খুশিতে ফেটে পড়ে !
অজানা অভ্যাসগত টিপ্পনির সংস্কারে!
নগ্ন শামুকের শক্ত খোলস ভাঙবে কে?
চোখের আঙুল দিয়ে ঐশ্বর্য কাঙালি মহিলাদের বাংলার সংস্কৃতির উজ্জ্বল রূপ দেখাবে কে?
শাড়ি পরেও নারী মাথা তুলে বাঁচতে পারে!
কয়লার আগুনে রান্না করে হাত পুড়িয়ে হাসতেও পারে!!!
বাংলার বুকে মাতঙ্গিনীর মত ও মেয়েরা জন্মাতে পারে!
সেটা বোঝাবে কে!????

কলকাতা
২৯ জুলাই,২০১৫

৫১৪জন ৫১৪জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ