বিদেশী মশলায় দেশী রান্না!
আমাদের আধুনিক রমণীদের যতসব প্যাখনা!ওই দেখো,
ভিখারি রমণীদের ছেঁড়া কাপড়ে কলশি হাতে,
দুঃখের লাঞ্ছনার স্বীকার!
লাথি ঝাটা পড়ে উপহার তাঁদের খাওয়ার পাতে!
আর একশ্রেণীর দাম্ভিক রমণীদের কাজ নগ্নতার বাহারের সমুদ্রে নিমজ্জিত করে উল্লসিত নয়নে
চেয়ে থাকে, কখন দৈনিক সংবাদপত্রের পৃষ্ঠাতে তাদের ছবি ভেসে উঠবে!
আধুনিকা শিক্ষিতা নারীগণ অহংকারে বাউল গানের সরলতাকে ডিসগাস্টিং বলে খুশিতে ফেটে পড়ে !
অজানা অভ্যাসগত টিপ্পনির সংস্কারে!
নগ্ন শামুকের শক্ত খোলস ভাঙবে কে?
চোখের আঙুল দিয়ে ঐশ্বর্য কাঙালি মহিলাদের বাংলার সংস্কৃতির উজ্জ্বল রূপ দেখাবে কে?
শাড়ি পরেও নারী মাথা তুলে বাঁচতে পারে!
কয়লার আগুনে রান্না করে হাত পুড়িয়ে হাসতেও পারে!!!
বাংলার বুকে মাতঙ্গিনীর মত ও মেয়েরা জন্মাতে পারে!
সেটা বোঝাবে কে!????
কলকাতা
২৯ জুলাই,২০১৫
১২টি মন্তব্য
ব্লগার সজীব
নগ্ন শামুকের শক্ত খোলস ভাঙব আমরা আপনারা। মাতঙ্গিনীর মতো মেয়েরা জন্মাতে পারে সেটাও বোঝাব আমরা আপনারা।ভালো লিখেছেন খুব।
দিদি অপ্রাসঙ্গিক একটি কথা। আপনি ব্লগে নতুন।অন্যের লেখা না পড়লে এক সময় আপনার লেখা পড়ার আগ্রহ হারিয়ে ফেলবেন প্রায় সবাই। ব্লগে এমনটাই হয়।
অরুণিমা
আমরা যেন এমন অবস্থাকে ভাঙ্গতে পারি।দাদা আমি নতুন,লেখা পড়ি সবার।একটু সময় নিচ্ছি বোঝার জন্য।
তানজির খান
কয়লার আগুনে রান্না করে হাত পুড়িয়ে হাসতেও পারে! -দারুণ লেগেছে
(y) (y) (y)
অরুণিমা
(y) ধন্যবাদ -{@
স্বপ্ন
যারা এমন তাঁদের দিয়ে কোন কাজ হবেনা।আমাদের মাতঙ্গিনী নারী চাই।
অরুণিমা
মাতঙ্গিনী নারী না হলে বেঁচে থাকা যাবেনা।ধন্যবাদ -{@
নীলাঞ্জনা নীলা
এতো সুন্দর লেখেন আপনি!
অনেক অনেক ভাবতে হয়, ইচ্ছে করে কবিতার ভাবনায় ডুবে থাকার আনন্দই অন্যরকম।
লিখুন আর এভাবেই ভাঙ্গুন নগ্ন শামুকের শক্ত খোলস। একদিন মুক্তোর দেখা মিলবেই। -{@
অরুণিমা
মাঝে মাঝে হতাশায় ডুবে যাই।তারপরে আশা জমিয়ে রাখি।ধন্যবাদ দিদি -{@
সীমান্ত উন্মাদ
সুন্দর শব্দের ব্যাবহারে অল্প কথায় বিষয়টাকে ভালোভাবে তুলে এনেছেন।
অদৃশ্য যে শেকল পরানো আছে আমাদের মা বোনের পায়ে, সেটা ভাঙ্গতে হবে আর তা করতে হলে দরকার দৃঢ়তা আর শিক্ষা। এখনও আমাদের বাংলার হাজারো নারী সঠিক এবং কর্মমুখি শিক্ষা থেকে বঞ্চিত যার কারনে সমাজে টিকে থাকতে অন্যের মুখাপেক্ষী হতে হয় তাদের।
অনেক অনেক শুভকামনা জানিবেন নিরন্তর। এমন একটি লিখার জন্য ধন্যবাদ।
অরুণিমা
শিকল ভাঙতেই হবে বাঁচতে হলে।ধন্যবাদ আপনাকে -{@
শুন্য শুন্যালয়
নারীদের নিজের কাছ থেকেই নিজের মুক্তি নেই।যতদিন নিজেকে সম্মান দেখাতে না পারছি, ততদিন অন্যের কাছে কি চাইবো? আপনি তো দারুন লেখেন আপু, অসাধারন।
অরুণিমা
সত্যি বলেছেন আপনি আমরা আমাদের সম্নান দিতে জানিনা।ধন্যবাদ আপনাকে -{@