মোবাইল নাম্বার দিয়ে

তামিম রুহুল ২২ জুলাই ২০১৫, বুধবার, ০৪:২৩:৩৩অপরাহ্ন গল্প ১২ মন্তব্য

সকাল থেকে ঝিড়িঝিড়ি বৃষ্টি হচ্ছে,
বন্ধু কামাল এর দোকানে বসে আছি,কামাল এর মস্ত বড় দোকান,সে সেই লেভেলের ব্যস্ত।আমি যে দোকানে আছি,সেটা সে জানে নাকি এখন সেটা নিয়ে সন্দেহ হচ্চে,আমি বিরক্ত ও হচ্ছি।ওর দোকানে আজ প্রথম না,প্রতিদিন ই এখানে আড্ডা দেয়া হয়।

পত্রিকা পরছিলাম,এই মুহুর্তে একজন মেয়ে সম্ভবত কলেজ এ পরাশুনা করে কামাল এর সাথে তার পিসি এর সমস্যা কতদুর সারানো হল জানতে চাইল,বুঝলাম তিনি তার কম্পিউটার ঠিক করাতে এসেছেন।কামাল ২ ঘন্টা এর সময় লাগবে বলে দিলেন..
চা খাচ্ছিলাম,আর কামাল এর সাথে টুক টাক কথা বলছি,আমি জিজ্ঞেস করলাম মেয়েটা তোর কাস্টমার নাকি?

-হ্য,আমার বোনের বান্ধবি।
কি করে?
-পরাশুনা করে,এবার অনার্সে ভর্তি হয়েছে,ঢাকা কলেজে।

বল্লাম দোস্ত সিংগেল নাকি জানিস?ফোন নং টা থাকলে দে(আমার জানা ছিল কাস্টমারদের নাম্বার তাদের কাছে আছে)
-কামাল বল্ল সিংগেল ই কিন্তু তোকে নম্বর দেব না!

অনেক তেল মালিস করে নম্বর টা নিলাম।প্লান ২ দিন পর ১২ টায় ফোন দিব।সেদিন রুম এ শুয়ে রইছি,সেই মেয়েটিকে ফোন দেব নাকি ভাবছিলাম,নাহ জাই হক ফোন দিলাম,দেওয়ার সাথে সাথে ই রিসিভ একটু ভরকে গিয়েছিলাম জাই হক। হ্যাল কেমন আছ?
-ভাল।কিন্তু আপনি কে ভাই?

এই জগতে হায় কে ভাইয়া হতে চায়

-মানে!

আমি তোমাদের ব্যাচ এর বড় ভাই,তোমার নাম সুমি,তুমি নিউ কামার তাই না!

-জি ভাইয়া

আবার ভাইয়া!

-স্যরি।

কি করছ?

-ঘুমানোর চেস্টা করছিলাম।

গান টান পার,এখন একটা গান শুনাতে হবে,গান গাও

-আমি তো গান পারি না

তাহলে কি পার,প্রেম করতে পার?বয়ফ্রেন্ড আছে!

-না

তাহলে আই লাভ ইউ বল! নইলে কাল র‍্যাগ দিব,

-লাইন কাট!!!

আবার ফোন দিলাম,হ্যাল বল্ল

-ললনা ভালবাসা দিবা নাকি এসিড নিবা

ভাই আপনি এগুলা কি বলেন

-তাহলে আই লাভ ইউ বল!

জাক বাধ্য হয়ে বল্ল..এর পর অনেক দিন চলে গেল আর কথা হল না,একদিন আননোন নম্বর থেকে ফোন,রিসিভ করে বল্লাম-হ্যালো

-শুভ ভাইয়া

-জি! আপনি কে?

-কয়েক টা দিন যাক চিনতে পারবেন.

-মানে কি? আপনি কে! নম্বর কোথা থেকে পেলেন,মজা নিচ্ছেন?

-আমি সুমি।চিনেছেন নিশ্চই!

নাম টা শুনে ভরকে গেছিলাম,সেই মেয়েটি আমার নাম জানল কি করে?জিজ্ঞেস করলাম?

সেটাই তো,আপনি আমাদের কলেজ এর কেউ না,তারপর ও আমার সাথে এই কাজ! হ্যা?

আমি লাইন কেটে দিলাম,ভয় হচ্ছিল,কাজ টা হয়ত ঠিক করি নি,মামলা টামলা খেলাম নাকি,ওহ আজ তো ঘুম ই আসবে না,নাম টা কিভাবে জানল!!!

৩দিন পার হয়ে গেল,সেই ভুত টা এখন ও মাথায় আছে,অপরিচিত নম্বর এর ফোন ধরা অফ,হঠাত মনে হল ফোন নম্বর টা ফেসবুকে দিয়ে সার্চ দিলেই তো আমার সব ফাস,আবার ভাবলাম মেয়ে মানুষ, এমনিতেই মাথা মোটা এর কিছু জানে নাকি,যাই হোক তার নম্বর টা দিয়ে সার্চ দিতেই চোখে ছানা ভরা,বাহ তাহলে এই কাহিনি,এবার শান্তি পাওয়া গেল,মেয়েটা ফেবু থেকেই নাম জেনেছে…

ওই মেয়ের সাথে এখন আমার গভীর প্রণয়,কি করে শুরু হল,কি করে চলছে ভাবতেও অবাক লাগে….

৬৬৮জন ৬৬৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ