
হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদের বইগুলির সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা আমার কাছে মনে হয় তা হচ্ছে “এপিগ্রাম”। হুমায়ূন আহমেদের লিখা “আজ চিত্রার বিয়ে” বইটি পড়ার সময় কিছু এপিগ্রাম যা আমার চোখে পড়েছে…..
১। মেজাজ খারাপ থাকলে নরমাল কথা শুনলেও রাগ লাগে। আর মেজাজ ভালো থাকলে প্যাঁচানো কথা শুনেও মনে হয় বাহ কি সুন্দর প্যাঁচিয়ে কথা বলছে।
২। ছেলে পক্ষ হল জাহাজ আর মেয়ে পক্ষ হল কাগজের নৌকা।
৩। যে কোন উৎসবেই মেয়েরা সেজে-গুজে কলকল করলেই উৎসব জমে যায়।
৪। অল্প বয়সী মেয়েরা খুব সহজেই কষ্ট পায়।
৫। মেয়েরা দুশ্চিন্তা করতে খুব ভালবাসে। দুশ্চিন্তা করার কোন বিষয়ই না এমন বিষয় নিয়েও তারা দুশ্চিন্তা করে।
৬। মতলব বাজ পুরুষ বোকা মেয়ে পছন্দ করে।
৭। মাতাল মানুষ কখন কি করে বসে তার ঠিক নেই।
৮। পছন্দের ব্যাপার গোপন থাকাই ভালো।
৯। অভাব খুব খারাপ জিনিষ।
১০। কিছু কিছু মানুষ আছে অল্পতেই খুশী হয়। কোন কিছু না পেয়েই খুশী হয়।
১১। শরীর বেশির ভাগ সময় মনের সমস্যা ভুলিয়ে দেয়।
১২। বিয়ের দিন কনে বাড়ি থেকে বের হতে পারে না, নিয়ম নেই।
১৩। ছাল নেই কুত্তার বাঘের মত ডাক।
১৪। ছোট ছোট ঝগড়া সহজে মিটতে চায়না। ছোট ঝগড়া গুলি চোরা কাটার মত। একবার কাপড়ে লাগলে আর ছুটতে চায় না, এক যায়গা থেকে উঠে অন্য যায়গায় লাগে। বড় ঝগড়া গুলি মানকাটার মত। একবার তুলে ফেললে আর লাগার সুযোগ নেই।
১৫। শুভ কাজে দাঁড়কাক দেখা ভয়ঙ্কর লক্ষণ।
প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
১০টি মন্তব্য
মেহেরী তাজ
আমার ৫ নং টা নিয়ে দ্বিমত আছে। বাকি গুলোর সাথে সহমত।
মরুভূমির জলদস্যু
এপিগ্রাম হচ্ছে কাহিনীর চাহিদায় চরিত্রের মুখ থেকে বেরিয়ে আসা কথা। সহমত-দ্বিমতের কিছু নেই।
জিসান শা ইকরাম
এপিগ্রাম ভাল লেগেছে।
মরুভূমির জলদস্যু
ধন্যবাদ
লীলাবতী
তাজ এর সাথে আমিও একমত। ৫ নং ঠিক না।
মরুভূমির জলদস্যু
একই বক্তব্য আপনার জন্যও।
খেয়ালী মেয়ে
রিভিউ পড়েই মনে হয়েছিলো এপিগ্রামের পোস্ট পাবো 🙂
মরুভূমির জলদস্যু
হা হা হা
তাহলে আপনি আমার পোস্টের ধারাবাহিকতা লক্ষ্য করেছেন!
অনিকেত নন্দিনী
তাজ আর লীলাবতীর সাথে সহমত পোষণ করছি। ওইটার পাশাপাশি ৮ নাম্বারটা নিয়েও আপত্তি আছে। পছন্দের ব্যাপারগুলি গোপন রাখা উচিত না বলেই মনে হয়।
১৪ নাম্বারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ১০০% সত্যি কথা।
মরুভূমির জলদস্যু
তাজ আর লীলাবতীর জন্য যে বক্তব্য সেটাাই আপনার জন্যও।
ভালো লাগা-মন্দ লাগা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তিন জনকেই।