‘ “হ্যালো, মা, বলো।”
“তোর কী মাথা ঠিক আছে, কিন্তু?”
“মা, আজ পর্যন্ত কখনো কি তোমার মনে হয়েছে যে আমার মাথা ঠিক আছে?আমি একটু ব্যস্ত ,পরে কথা বলব। আচ্ছা? বাই।” কেটে দিল কৃন্তনিকা।
দশ মিনিটেই আবার এলিনার ফোন এল।
“হ্যালো, এলি।”
“হ্যালো,কি হয়েছে, বলতো? আন্টি আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে। কিন্তু ,দ্যাখ-”
“তুই আমাকে বুঝাতে আসবি না, সবকিছু জানার পরও মার কথা মেনে নিতে বলছিস? আশ্চর্য!”
“আহা, তুই ব্যাপারটা বুঝছিস না, কিন্তু।”
“তুই খুব বুঝছিস বুঝি? তুই আমার জায়গায় নিজেকে বসিয়ে দ্যাখ আগে। দিনের পর দিন একটা অমানুষের সাথে থাকা যায় না। প্রতিদিন রাতভর এক্সগার্লফ্রেন্ডের সাথে হয় প্রেমালাপ চলতো, নয়ত এসএমএস। রাতে দেরী তো করতই, কোন কোন রাত তো ফিরতই না। গায়ে সেই পারফিউমের গন্ধ। একে কি সংসার বলে? ওপেনলি করত সব। যখন কিছু বলতাম, অদ্ভুত সব রিপ্লাই পেতাম। একদিন বললাম, “যদি এসবই করবে, তো আমাকে বিয়ে করেছিলে কেন? ঐ মেয়েকেই বিয়ে করলেই পারতে ”
– “সামাজিক বাঁধা ছিল, প্লাস মা বাবাও তোমাকে পছন্দ করেছিল।”
– “এসব কি প্লান ছিল? বিয়ে করে সুন্দর সংসারজীবনের পাশাপাশি…ছি…”
– “না, ছিল না। কিন্তু মানুষের মনের উপর মানুষের হাত থাকে না। ফিলিংস তো আর মানুষ কন্ট্রোল করতে পারে না।”
– “আর আমি?”
– “ভালোই তো আছো। খারাপ আছো কি? কোন ধরনের অভাব তো রাখিনি তোমার। বাইরে যাই করি, আল্টিমেটলি তো ঘরে ফিরি। ছেড়ে তো যাই নি। You should be happy. ইচ্ছে হলে তুমিও বাইরে…” বলে বিকৃত হাসি হেসেছিল ঐ অসভ্যটা।”
“সকালে নাকি তোর চেম্বারে গিয়েছিল?”
“হুম, বলছিল- ফিরে যাওয়ার জন্য।”
“তুই কি বললি?”
“সব শুনবি না শুধু sample?”
“বল শুনি।”
“ও এসে বলল, “এভাবে বাড়ি ছেড়ে আসা তো ঠিক না। ঘরের বউ ঘরে ফিরে আসো।” আমি বললাম ,”যখন দিনের পর দিন রাতে ফিরতে না, মনে হত না, ঘরে বউ আছে?”
– “তো তুমি ফিরবে না?”
– “না।”
– “তো ভাল। মিউচুয়ালি ডিভোর্স হয়ে যাক।”
– “না, ডিভোর্স তোমার প্রাপ্য নয়। মজার ব্যাপার হল-ওর হাজব্যান্ডকে তো জানিয়েছি কাল, আর আজ তুমি এখানে। বাহ!”
– “তো কি চাও, কিন্তু?”
– “চাই তো অনেক কিছুই। কোনটা শুনতে চাও? ”
– “কিন্তু, মাথা গরম করো না।”
– “My mind was never so cool, you should know.”
– “OK, তো আমার সাথে থাকবে না, আমাকে ছাড়বেও না। Quite strange. বড্ড ভালোবাসো আমায়,I guess.”
– “অবশ্যই, কেন নয়, ডার্লিং? তোমার কোনটা পছন্দ mental hospital না jail?”
– “কি বলতে চাও?”
– “option দিলাম তোমাকে। যেটা চাও পাবে।”
– “WTF?”
– “দ্যাখো, সবকিছু মা-বাবার বুদ্ধিতে করতে নেই। তার মধ্যে বিয়ে অন্যতম। বিয়ে যখন করেছ আমায়, একটা কিছু তো ভোগ করতে হবে।” ও বিস্ফোরিত চোখে তাকাল আমার দিকে। আরো বললাম, “তোমার মা-বাবা অনেক বেছে আমাকে পছন্দ করেছিল। ডাক্তার মেয়ে,family background ভাল। তুমি তো জানোই, গোটাকতক lawyerও আছে। caseটা কি করব-confusionএ আছি। আলাদা থাকার জন্য তুমি আমার againstএ case করলেও লাভ হবে না। পরকীয়াপ্রেমী husband আমার, আপনার পরকীয়ার বেশ কিছু evidenceও আছে আমার কাছে- চিরকুট, ঘনিষ্ঠ কিছু ফটো…”
– “বাড়াবাড়ি করছ,কিন্তু।”
– “পরকীয়া করার আগে একটু সতর্ক হবে না, ডার্লিং? এতো অস্থির হচ্ছ কেন? Hindi filmএর common dialogue তা বাংলাতে শোনো- এতো শুধু trailer ছিল, পুরোটা এখনো বাকী। দাম্পত্য পুনরুদ্ধারের adulteryর case আমি করব না। ওতে তোমার কিচ্ছু হবে না।”
ও হাতমুষ্টি করে টেবিলে সজোরে আঘাত করে দাঁড়িয়ে পড়ল ও বলল, “অনেক বাজে বকছ। আমাকে কিন্তু চেনো না।”
– “এখন কি মারবে? তাহলে নারী নির্যাতনের caseএর জন্য সহজ হবে। তোমার নির্যাতনের সত্যিকার signএর পাশাপাশি পাশের রুমের কিছু সাক্ষীও পাবো। জানো, forensic medicine subjectটাকে অনেক dislike করতাম। এবার বেশ কাজ দিবে। ক্ষত-জখমকে সত্যি prove করাটা easy হবে। তোমার জেল তো must। নাকি asylum prefer করো? ডার্লিং, জানো, কিছু chemicals আছে যা মানুষের মস্তিষ্ককে ক্ষণিকের মধ্যে…হা হা হা…তোমার শরীরে সেটা কিভাবে ঢুকবে-আমার উপর ছেড়ে দাও। একবার ঢুকলে ওটাকে তোমার permanent আবাস করার ব্যবস্থাও করব, don’t worry. আর যদি তোমার preference জেল হয়, তবে আরো কিছু include করব। তোমাদের বাসার কাজের মেয়ের বয়স তো তের। তুমি কি জানো, ষোল বছরের নিচে কোন মেয়ের সাথে… সেটাকে আর sexual assault বলে না, বলে rape।”
-“কিন্ত, তুমি কি পাগল হয়ে গেছো?”
-“কি expect করো তুমি? কথা তো শুনতেই না,পায়েও ধরেছিলাম। হাত তুলতেও দ্বিধা করো নি । বাদ দাও । ‘ঘেঁটুপুত্র কমলা’ দেখেছ ?যে ছেলেটা paper দিত, দেখতে অনেকটা-”
-“please,stop it.”
-“আমি যখন বলেছিলাম, শুনেছিলে? একরাতে ভেবেছিলাম, তোমাকে মেরে bonesগুলো 1st yearএর কোনো medical studentকে গিফট করি। বাংলাদেশে প্রতিদিনই কেউ না কেউ নিখোঁজ হচ্ছে। এই তো সেদিন ইলিয়াস।”
-“তো মারলে না কেন?”
-“মেরে ফেললে তো মজা শেষ। pain মৃত্যুতেই শেষ। তুমি অনেক lucky,জানো? অন্য একটা প্লান এসেছিল। রাতে muscle relaxant দিয়ে পুরো শরীর অবশ করে without analgesic তোমার castration করতে চেয়েছিলাম। pain হবে, কিন্তু নড়তেও পারবে না এতোটুকু। সাথে সাথে পরকীয়ার ভেড়াটাও সরাসরি উপরে। কেমন হতো, বল? হা হা…এখন যাও, ফোন করে জানাতে ভুলো না, ডার্লিং, জেল না asylum ” ‘
পড়া শেষ করল সাহিত্য। ভয়ার্ত চোখে তাকাল মেঘলার উৎসুক চোখে। মেঘলা উত্তেজিত কণ্ঠে, “কেমন হয়েছে? কেমন হয়েছে?”
“ভয়াবহ রকমের-”
“thrilling হয়েছে?”
“মেঘলা, শোনো” সাহিত্য ঢোক গিলল।
“বলো”
“দ্যাখো, রিমির SMSএর কোন reply কিন্তু আমি দেই নি। তুমি আমাকে ভুল বুঝছো …”
“মিথ্যে বলবে না একদম”
“আচ্ছা, ‘কৃন্তনিকা’ নাম কেন? অদ্ভুত!”
“‘কৃন্তনিকা’ মানে যার কৃন্তন আছে, generally ছুরি types বোঝায়। মেয়েটা তার লম্পট জামাইকে কেমন এফোঁড়ওফোঁড় করলো, দেখলে না?”
“তুমি ঠিক কীজন্য গল্পটি লিখেছ? গল্পের মেয়ের সাথে তুমি যাও, কিন্তু আমি তো পরকীয়া করি না, ডার্লিং, বিশ্বাস করো ”
“এখন ডার্লিং, বেবি, জান, পরানপাখি,ময়না কতোকিছু বের হবে…”
“মেঘলা…”
“যাতে ওসব না কর সেজন্য গল্পটা ছিল তোমার primary treatment। আর গল্পেরটা হলো final stageএ tertiary treatment।”
“তাহলে secondary টা কি?”
“পরকীয়া শুরু করলেই practically বুঝতে পারবে, ডার্লিং…”
©কৃন্তনিকা
২৬টি মন্তব্য
বনলতা সেন
দারুন বিধ্বংসী গল্প ।
টুইষ্টটি এমন সুন্দর করে দিলেন কীভাবে ?
সেভ কিন্তু করতে শুরু করেছি ।
কৃন্তনিকা
ধন্যবাদ 😀 😀 😀
আরো বিধ্বংসী গল্প সামনে লিখছি, কিন্তু গ্রহণযোগ্যতা কতটুকু পাব জানি না। ;?
আমার গল্প কেউ সেভ করে জেনে ভালো লাগছে। সাথে আমার নামটাও সেভ করবেন কিন্তু :p
মর্তুজা হাসান সৈকত
বলার মত কোনো মন্তব্য করছি না আমি । শুধু বলবো, থিমটা নজর কাড়ার মত ছিলো, নীরবে, নিভৃতে যা অহরহই ঘটছে । তবে গল্পকে আরও খানিকটা সময় দিতে হবে, চাইলে ভাবেরও খানিকটা সম্প্রসারন করতে পারেন আরও । এটা করতে পারলে নিজে নিজেই দাঁড়িয়ে যাবে গল্প ।
কৃন্তনিকা
কেন? আপনার কাছে এটাকে গল্প মনে হয় নি? 🙁
আমি কিন্তু গল্প লিখব চিন্তা করে সময় নিয়ে লিখি না, হুট করে মাথায় আসে আর লিখে ফেলি। সময় দিতে গেলে যদি মাথার গল্প ভুলে যাই… ;? তখন আর কিছুই লিখতে পারব না …
মর্তুজা হাসান সৈকত
হেলাল হাফিজ তাঁর ফেরিওয়ালা কবিতার শেষ লাইনে হৃষ্টপুষ্ট শব্দটি বসিয়েছিলেন কবিতাটি লিখার তিন বছর পরে । প্রেসক্লাবে বসে একবার আমাকে বলেছিলেন উনি, লিখে রেখে দাও, তাড়াহুড়ো করতে যেয়ো না আর সময় পেলেই পুরনো লিখা নিয়ে বসো, তখন তুমিই বুঝবে কী কী কারেকশন লেখাকে মানতীর্ন করবে । এমনটা নাকি তিনি করতেন । ব্যাক্তিগতভাবে পরিচিত সমকালীন বাংলা সাহিত্যের গুণী কিছু রাইটারকেও এমনটা একটু আধটু করতে শুনেছি আমি । আমি এমন কিছুই বুঝিয়েছিলাম কিন্তু সম্ভবত আপনি হার্ট হয়েছেন । দুঃখিত ।
কৃন্তনিকা
না না হার্ট হই নি। আসলে আমি এভাবেই কথা বলি। আচ্ছা, মাঝে মাঝে বসে দেখব, উন্নতি হয় কিনা :p
কিন্তু আমি যদি সময় নেই তখন ব্লগ তো আপনার লেখায় ভরে যাবে ^:^ , সেটা হতে দেই কিভাবে? ;? :p
মর্তুজা হাসান সৈকত
আচ্ছা আমি আর পোস্ট দিবো না তবুও ধীরে সুস্থে লিখুন । 🙂 🙂
ছাইরাছ হেলাল
লিখতে লিখতে এগিয়ে যাওয়া দেখতে ভালই লাগল ।
সময় দিচ্ছেন দেখে আরও আনন্দ পাচ্ছি , তবে আগে কিন্তু পরীক্ষা ।
কৃন্তনিকা
ধন্যবাদ 😀 😀 😀
আসলে, ব্লগটা নেশার মত টানে, কি করবো? ;?
দোয়া করবেন আমার পরীক্ষার জন্য 🙂
জিসান শা ইকরাম
বাপরে বাপ
গল্পের মাঝে মেডিসিন মানে ডাক্তারী নিয়ে এসেছেন ?
কে বলবে এটি সত্যি নয় , গল্প ?
বাস্তবের জান যে অত্যন্ত এটেনশন হয়ে চলবে , এ বিষয়ে কোন সন্দেহ নাই 🙂
কৃন্তনিকা
জ্বি, অন্য ফিল্ড সম্পর্কে জ্ঞান নেই। যে ফিল্ড সম্পর্কে জানি- সেটা নিয়ে লিখি 🙂
” বাস্তবের জান” রা যেন “ভালো জান” থাকে-সেজন্যই তো এমন গল্প :p
একটা আর অনেক বেশি নারীবাদী এবং ভয়াবহ গল্প লিখেছি, এখনো টাইপ করিনি, পরীক্ষার পর করবো। কিন্তু সেটা কতটুকু লোকজন নিতে পারবে- জানি না ;?
জিসান শা ইকরাম
লেখার অপেক্ষা আছি ।
নিতে পারবে সবাই আশাকরি ।
হতভাগ্য কবি
কোপ পুরাই কোপ হইসে। অদ্ভুত ভালো লাগসে। ক্ম্যাম্নে লেখেন এইগুলা :c :c :c :c
কৃন্তনিকা
আপনার মন্তব্য পড়ে খুব মজা পেলাম। ধন্যবাদ 🙂 🙂 🙂
সামনে আর কোপ আসছে… :p
আদিব আদ্নান
ডাক্তারি বিদ্যে মেনে নিতে আপত্তি নেই , কিন্তু আইন-কানুন তাও তো দেখছি
জানা-শোনার মধ্যেই । ভালো এবং ভালো ।
আপনার নারীবাদী লেখার অপেক্ষায় ।
কৃন্তনিকা
ধন্যবাদ। 😀 😀 😀
আসলে আমার পরিবারে উকিলও আছে, তাই ওটাও একটু জানি :p
শিশির কনা
এভাবেই টাইট দিতে হবে :p আপনি কিন্তু অনেক ভালো লিখেন কিন্তু আপু
কৃন্তনিকা
জ্বি, বদপুরুষগুলোকে এভাবেই টাইট না দেওয়া উচিৎ। নয়ত এরা শোধরাবে না। 🙂
ধন্যবাদ 🙂 🙂 🙂
প্রজন্ম ৭১
কিন্তু , যে ছুড়ি দেখাচ্ছেন , আর মার এর যে ভংগি , ভয় পেলাম । ডাক্তার বিয়ে করবো না :p
(y) -{@
কৃন্তনিকা
ডাক্তার বিয়ে করবেন না, তাও পরকীয়া ছাড়তে চান না ? :p
ব্লগার সজীব
আমি কিন্তু খুব ভালো , আমাকে যেন কেউ আবার ভয় না দেখায় :p :p (y)
কৃন্তনিকা
আচ্ছা, আপনাকে কেউ ভয় দেখাবে না… :p
খসড়া
বাপরে পাগল হবার ভয় থাকলে পরকীয়া বন্ধ হবে নিশ্চিত। তবে কখনই স্বামীর স্ত্রীকে বা স্ত্রীর স্বামী কে অসম্মান করা উচিত নয়। পরকীয়া তো শুধু নর বা নারী ত্র একেলা হয় না দুজনের মিলেই হয়। সেই দুজন অন্য দু জনকে ঠকায়।
কৃন্তনিকা
হুম… পড়ার জন্য ধন্যবাদ 🙂
প্রিন্স মাহমুদ
দারুণ
কৃন্তনিকা
ধন্যবাদ 🙂