সন্মানিত পাঠক,শুভাকাংখি,ব্লগার গনের অবগতির জন্য সোনেলা ব্লগের সামাজিক নেটওয়ার্কের লিংক গুলো দেয়া হচ্ছে।আপনি নিজে এই সমস্ত ক্ষেত্রে যুক্ত হোন এবং পরিচিত জনদের যুক্ত হতে অনুরোধ করুণ।
সোনেলা ব্লগ এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপঃ
এই গ্রুপে সোনেলা ব্লগে প্রকাশিত প্রতিটি পোষ্ট শেয়ার দেয়া হয়।কিন্তু গ্রুপের সদস্য হিসেবে ব্লগারদের অংশ গ্রহন হতাশা জনক।
গ্রুপের লিংক Sonela সোনেলা Public Group
সোনেলা ব্লগ এর অফিসিয়াল ফেইসবুক পেজঃ
এই পেজেও সোনেলা ব্লগে প্রকাশিত প্রতিটি পোষ্ট শেয়ার দেয়া হয়।কিন্তু পেজের লাইকার হিসেবে ব্লগারদের অংশ গ্রহন এখানেও হতাশা জনক।
পেজের লিংক Sonela Blog – সোনেলা ব্লগ Community Organization
সোনেলা ব্লগ এর অফিসিয়াল ফেইসবুক আইডিঃ
এই আইডিতেও সোনেলার প্রতিটি পোষ্ট শেয়ার দেয়া হয়।
ইচ্ছে হলে আপনারা এই আইডিকে ফ্রেন্ড হিসেবে যুক্ত করে নিতে পারেন।যে ব্লগ সম্পর্কিত যে কোন তথ্য,সমস্যা,সুপারিশ এই আইডির সাথে করতে পারেন। তবে সমস্ত আলোচনা গ্রুপে হলেই ভালো হয়,কারন মডারেটর সব সময় এই আইডিতে নাও থাকতে পারেন।সে ক্ষেত্রে গ্রুপে মুক্ত আলোচনা হলে,যে কোন অভিজ্ঞ ব্লগার সমাধান দিতে পারেন।
সোনেলা ব্লগের ফেইসবুক আইডিঃ সোনেলা ব্লগ
গুগল প্লাস এ সোনেলাঃ
এখানেও সবার পোষ্ট শেয়ার দেয়া হয়।তবে কখনো কখনো মডারেটরদের ব্যস্ততার কারনে শেয়ার দেয়া না ও হতে পারে। সেক্ষেত্রে ব্লগারদের প্রতি অনুরোধ আপনার নিজের পোষ্ট নিজে এখানে শেয়ার দিন।
সোনেলা ব্লগের গুগল প্লাস লিংকঃ সোনেলা ব্লগ। সোনেলা দিগন্তে জলসিঁড়ির ধারে
সকলের উদ্দেশ্যে সবিনয়ে জানাতে চাই যে, সোনেলা ব্লগ একটি একশত ভাগ অলাভজনক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সোনেলা ব্লগের মাধ্যমে আয়ের কোন চিন্তা এই ব্লগ পরিচালক বৃন্দের নেই।
নতুন ব্লগার/লেখক সৃষ্টি এবং একটি সুন্দর নির্মল পরিবেশের বাংলা ব্লগ প্রতিষ্ঠাই এই ব্লগের উদ্দেশ্য।
সকলের আগ্রহ, উৎসাহ ,ভালবাসায় এই ব্লগটির চালিকাশক্তি।
এই দেশটি আমার আপনার সকলের।আমাদের প্রত্যাশা সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন আমাদের এই দেশে সোনালী রোদ হাসবে।
২০টি মন্তব্য
ব্লগার সজীব
সোনেলা গ্রুপ,পেইজে আছি। গুগল+ কে এড করতে হবে।
নিজের খেয়ে বনের মোষ ভালই তারাচ্ছেন।
সোনেলার সাথে আছি।
অনিকেত নন্দিনী
ফেসবুক আইডি কয়েক মাস ধরে বন্ধ আছে। যদি খুলি তো অবশ্যই যোগ দেবো।
গুগল প্লাস এড করে দিলাম।
সোনেলার সাথে আছি, থাকবো।
নীলাঞ্জনা নীলা
ফেইসবুকের সাথে আছি। গুগল প্লাস নেই আমার,এটির খবর এই পোষ্টের মাধ্যমে জানলাম।বলবো চেনা জানাদের।
সোনেলার সাথে ছিলাম,আছি এবং থাকবো।
আমি একমাত্র সোনেলাতেই লেখি,আর কোথাও না।
সীমান্ত উন্মাদ
কেউ আমারে চিনেনা আমিও কাউকে চিনিনা, আর আমার ফেইসবুক আইডি ব্যাবহার করিনা, ছাগুরা রিপোর্ট করে করে আমার সীমান্ত উন্মাদ ফেবু আইডি বারোটা বাজাই দিছিলো বহু আগে, জুকা রিপোর্ট পাইতে পাইতে বিরক্ত হইয়া দিছে ব্লক করে, গত ২ সপ্তাহ আগে ফেরত পাইছি, তয় ব্যাবহার করা হয় না।
সরি তাই সোশ্যালি সোনেলায় যুক্ত হতে পারিনা, তবে, অজপাড়াগায়ের অশিক্ষিত আমি সীমান্ত উন্মাদ সোনেলা ব্লগে আছি, থাকুম, যতদিন না মাইনাচ খাই।
সঞ্চালকের জন্য শুভকামনা।
মিথুন
নেটে আসি খুব কম। লেখালেখিও আমার কম্ম নয়, তবে আবজাব নিয়ে সনেলার সাথেই আছি। সবগুলোর সাথে এড আছে আমার। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ সঞ্চালক ভাইয়া/আপু………
আশা জাগানিয়া
সোনেলা ব্লগের আয় নেই কোন? সময়,মেধা,শ্রম অপচয় করেন কেন তাহলে পরিচালকবৃন্দ?
লেখা লেখির একটি স্থান করে দেয়ার জন্য ধন্যবাদ আপনাদের।সাথে আছি,থাকবো।
লীলাবতী
সব গুলোর সাথেই আছি। মডুদের জন্য মায়া হয়,দিন নাই রাত নাই,মনের সন্তুষ্টির জন্য খেটে যাচ্ছেন।মাঝে মাঝে উলটো কথাও বলি তাদের।মডু না হয়ে এক বাচা বেচেছি 😛
সোনেলার সাথে ছিলাম,আছি,থাকবো।আফসোস,যাদের জন্য এই লেখা,তারা এই পোষ্ট পড়েছেন কিনা সন্দেহ।
সীমান্ত উন্মাদ
হ্যালো মডু আপু, আপনার জন্যও মায়া হয় আপু। যাদের জন্য লিখা তাদের একজন আমিও, তাই কেউ পড়েছেন কিনা জানিনা তবে আমি কিন্তু পড়েছি আপু।
লীলাবতী
আমি মডু নাআআআআআআআআআআআআআআআআ 🙁
সীমান্ত উন্মাদ
আমি বুঝছিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই…………………… একটু মজাক কইরলাম আর কি…………।।
মেহেরী তাজ
গুগল প্লাসে না থাকলেও ফেসবুকের সাথে আছি। পরিচিত জনদের জানাবো ও এখন থেকে নিয়মিত লাইক দেবো।
সোনেলা কে ছেড়ে কোত্থাও যাচ্ছি না।
শিশির কনা
আছি আছি সবটাতেই আছি।মডুদের জন্য মায়া হয়,আহারে কত কষ্ট 🙁 সোনেলার প্রথম থেকেই ছিলাম,আছি,থাকবো। সোনালেকে ধন্যবাদ এমন একটি ব্লগ আমাদের জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য।
শুন্য শুন্যালয়
ব্লগটিকে নিজের ভাবতে হবে। কত আইডি আসছে, ছোটখাটো ঘটনায় চলেও যাচ্ছে রাগ করে। ব্লগের তো আর শেষ নেই। এক জায়গা ভাল না লাগলেও, আরেক জায়গাতো আছেই।
ইশ যদি শ্বশুরবাড়ি এমনে কইরা পাল্টানো যাইতো :p
আমি কোথাও নতুন করে সোনেলাকে এড করব না। এই ব্লগই আমার যথেস্ট। 🙂
ভূতের বেগার খাটা ব্লগ সঞ্চালককে/দের অনেক ধন্যবাদ সোনেলা দেবার জন্য।
খেয়ালী মেয়ে
গুগল প্লাস ছাড়া বাকি সবগুলোর সাথেই আছি 🙂
তানজির খান
আমি বেশ কয়েকটি ব্লগে লিখলেও সোনেলাই আমার কাছে গুরুত্ব পায় এবং এটাতেই আমি নিয়মিত হচ্ছি। সবার আগ্রহ আমার খুব ভাল লাগছে। এখানে অনেক ভাল পাঠক আছে যারা শুধু লেখেই না,পড়েও। অল্প কয়েকদিনেই সবাই আমাকে আপন করে নিয়েছে। যা আমার অসম্ভব ভাল লেগেছে।সোনেলার ফেইসবুক পেইজে আছি। ফেইসবুক ছাড়া আমি আর কোন সোসাল নেটওয়ার্কে নেই। গুগল প্লাস একাউন্ট ইন একটিভ হয়ে পরে আছে। সোনেলার সোনালী ভবিষৎ কামনা করছি।
মোঃ মজিবর রহমান
ফেবু ব্যাবহার বাদ দিয়েছি।
গুগোল প্লাস ব্যাবহার খুব কম করি।
অন্য সাইটে ।
জিসান শা ইকরাম
সোনেলা চলুক তার নিজের মত করে।
মারজানা ফেরদৌস রুবা
গুগোল প্লাস ছাড়া বাকীগুলোতে এড হয়ে গেলাম।
সোনেলা আমার ভাব প্রকাশের একটা উত্তম জায়গা। সোনেলা’র উঠোনেই আমি আমার অভিব্যক্তি প্রকাশ করে আনন্দ পাই।
এবং সে সুযোগ করে দেয়ার জন্য সোনেলা’কে ধন্যবাদ।
স্বপ্ন নীলা
আগে এত শত বুঝি নাই, এখন জানলাম,
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ
ব্লগ সঞ্চালক
ধন্যবাদ সবাইকে সোনেলার সাথে থাকার জন্য।