বরিশালের উজিরপুরে সংবাদকর্মী মো: জহির খানকে দেখে নেয়ার হুমকী দিয়েছে নাশকতার আগুনের সঙ্গে সম্পূক্ত এক ছাত্রদল নেতার স্ত্রী। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পাশাপাশি এহেন ন্যাক্কারজনক কান্ডের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল।
জানা গেছে, উজিরপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। সে বামরাইল চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা ও গৌরনদী চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের মূল হোতা। পেট্রোল বোমা নিক্ষেপে পৃথক দুটি মামলার আসামী সাইদুল। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় অন্তহীন অভিযোগ রয়েছে। সাইদুল ইসলামের বাড়ী উজিরপুর বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে। বর্তমানে সাইদুল বরিশাল জেল হাজতে রয়েছে।
জানা যায়, ৪ মে সন্ধ্যায় সাংবাদিক মো: জহির খানের প্রতিষ্ঠানে এসে হুমকী দেয় ছাত্রদল নেতা সাইদুলের স্ত্রী হাসি বেগম এবং হাসির বোন রেখা বেগম। মঙ্গলবার হুমকীর ঘটনায় উজিরপুর থানায় সাংবাদিক জহির খান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ১৭৬।
এদিকে, সংবাদকর্মীকে হুমকীকে উজিরপুরসহ বরিশালের বিভিন্ন মহল তীব্র নিন্দা জানিয়ে হুমকীদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

৫৭৮জন ৫৭৮জন

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ