বাবা’র হাতখানি

রিমি রুম্মান ২৯ এপ্রিল ২০১৫, বুধবার, ০৭:৩৬:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

11169852_857063354363715_397438550533279473_n
আমার সাঁতার শেখা লেক। বাবার হাতে আমার ছোট দুটি হাত শক্ত করে ধরা। হাত-পা ছুঁড়ছি, ভেসে থাকার প্রাণপণ চেষ্টায়। একদিন, দু’দিন। অতঃপর একদিন হাত দু’টি ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকেন বাবা। আমি হাবুডুবু খেতে খেতে, তলিয়ে যেতে যেতে ভেসে উঠি। প্রাণপণ চেষ্টায় বাবার হাত দু’টি ধরে ফেলি। বাবা হাসেন বিজয়ীর হাসি। আমি অঝোরে কাঁদি। বাড়ি ফিরে মা’কে অনুযোগ করি__ ডুবে যাচ্ছিলাম, মারা যাচ্ছিলাম, তবুও বাবা হাত বাড়িয়ে টেনে তোলেনি, বাঁচায়নি…

বাবা’রা পরম মমতায়, যত্নে, আদরে আগলে রাখা কন্যাদের হাত জীবনে একবারই ছেড়ে দেন। সানাইয়ের করুণ সুরের সাথে সাথে, হাত দু’খানি ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে অসহায় চাহনিতে বাঁধভাঙা জল ঝরান সকলের অগোচরে…

জীবনের ঘাত-প্রতিঘাতে ডুবে যাওয়া থেকে একা একা বেঁচে উঠা শিখিয়ে,
অদূরে দাঁড়িয়ে থাকা নির্ভরতার হাত দু’খানি, প্রিয় মুখখানি কেমন দ্রুততার সাথে হারায়, হায় !

৪৭৯জন ৪৭৯জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ