মেলেনি

হৃদয়ের স্পন্দন ১২ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১০:৫৩:২১অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

উত্তর মেলেনি মেয়ে
ভালোবাসার প্রতিদানে ছলনা কেনো দিলে;
উত্তর মেলেনি মেয়ে
দেবী সেজে কেনো শয়তানের আশ্রয় নিলে।

উত্তর মেলেনি পৃথিবীর বুকে
আইসিস কিংবা ফিনিক্সের কাছে
উত্তর মেলেনি আজো
মরুভূমি কিংবা মেরুর বুকে।

সবুজ প্রান্তরে কিংবা মহাসাগরে
উত্তর মেলেনি অতল জলের দেশে;
উত্তর খুজতে যখন বারমুডা ট্রায়াঙ্গলে
বালক হারালো রহস্যের অতলে।

৪৭৭জন ৪৭৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ