—————————————–
আঁধার দেখে ভয় কেন পাও তুমি?
আঁধারের পিছে আলো আছে-
খানিক বাদে সূর্য উঠিলে,দেবে তোমায় চুমি!
ঢেউ দেখে কেন মাঝি ভয় পাও যে ওরে?
তোমার হাল যদি তুমি ধরো শক্ত করে-
তবে বলনা ওরে মাঝি,তোর ঢেউয়ে কি করে!
ওরে ও মরুযাত্রী, কি দেখে তুমি পাচ্ছো ভয়,
ওগুলো মরীচিকা,ওগুলো যে সত্য নয়!
ওরে ও ডুবুরী,নীল জল দেখে পাচ্ছো কেন ভয়,
সাগর তলে মুক্তা-মাণিক্য দিচ্ছে তোমায়
_____হাতছানি;_____
আজকে সাগর তোমার জন্য অপেক্ষায়,
তুমি কেন শুধু শুধু পাচ্ছো মিছে ভয়!
ভয়কে তুমি জয় করতে শেখো,
ভয়কে জয় করলে পরে-
বিজয় একদিন দ্বারে আসবে,আসবে দেখো!!!
২টি মন্তব্য
স্বপ্ন নীলা
ভয়কে জয় করাটাই কঠিন কাজ, আর তা করতে পারলেই জীবনে সফলতা পাওয়া যায়
ভাল লাগলো
ছারপোকা
ভয়কে তুমি জয় করতে শেখো,
ভয়কে জয় করলে পরে-
বিজয় একদিন
দ্বারে আসবে,আসবে দেখো!!!
ভাল লেগেছে ।নিয়মিত লিখতে থাকুন ।শুভ কামনা ।