ভারসিটিতে ঢুকেই দেখি
জোড়ায় জোড়ায় কপোত-কপোতি,
নিচ্ছে তারা প্রতিদিনই
কাছে থাকার সরব শ্বপথ’ ই।
দেখে শুধু বললাম আমি
বাহ্ কি Romantic,
হতে যদি পারতাম আমি
তাদের মত Idealistic|
ভেবে নিজেকে অন্ধ
কানটাও করে বন্ধ
গেলাম চলে ক্লাস রুম,
সবাই দেখি মেরে আছে গুম।
বললাম দোস্ত ঘটনা কি
ভালবাসার আগুনে ম্যাম মেরেছেন ঘি।
আজ আমাদের দিতে হবে কাস টেস্ট
বললাম আমি বেশ বেশ ।
না দিলে মোরা করবো কেমনে Shine,,
দোস্তরা সব বলল মোরে
আরে ব্যাটা, আজতো Valentine।
বিঃদ্রঃ আমি উন্মাদ বলিয়াই হয়ত আজ পর্যন্ত আমার কোন ভেলেন্টাইন নাই। তয় একখান কথা বেপক বুঝতাছি এই জীবনেও হইবেক না। পরিশেষে বলিতে চাই সব বিষয় নিয়ে একজন কার্টুনিস্ট এর হাস্যরস সৃষ্টির স্বাধীনতা থাকলে একজন উন্মাদের ও নিশ্চই থাকা উচিত মানে সীমান্ত উন্মাদেরও থাকা উচিত। এমনকি ভালোবাসা পাওয়ার অধিকারও। তবে যে ভালোবাসার ভাষা কেড়ে নেয় ক্ষমতার লোভ আর টাকা, এমন ভালোবাসা চায়না সীমান্ত উন্মাদ। মাকসুদ ভাই তার গানে বলেছিলেন “যদি অর্থের মাপেই হয় ভালোবাসা সাধারন, তবে চাওয়া পাওয়ার আছে কি উপায়?”। মুহূর্ত প্রেমে বিশ্বাসী আমি নই যেটা একালে ভিষন দেখা যায়। এমন প্রেম চাই যাতে এভাবে বলতে পারিঃ “প্রেম সত্য প্রেম শ্বাসত প্রেম অবিনশ্বর।
সবাইকে অনেক অনেক ভালোবাসা দিবসের শুভেচ্ছাঃ ভালোবাসা হোক প্রতিদিনের কারন কোন বিশেষ একটা ভালোবাসার দিন হলেই ভালোবাসা পূর্ণতা পায় না। এবং শুভকামনা সবার জন্য।
প্রথম প্রকাশঃ মাসিক ঊন্মাদ। উন্মাদ আমি তাই দিন তারিখ মনে থাকেনা। তবে এই টুকু মনে আছে আমি তখনো বিশ্ববিদ্যালয়য়ের গন্ডি পেরুই নি। সালটা মনে লয়ঃ ২০০৩।
২০টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
উন্মাদ আমি তাই দিন তারিখ মনে থাকেনা। তবে এই টুকু মনে আছে আমি তখনো বিশ্ববিদ্যালয়য়ের গন্ডি পেরুই নি। সালটা মনে লয়ঃ ২০০৩।
হুম! উন্মাদ বটে!
শুভেচ্ছা বাসন্তীর যদি সেই উন্মাদ তয়। -{@
সীমান্ত উন্মাদ
উন্মাদ আগেরটাই তয় এখন আরো বেশি উন্মাদ হইয়া গেছে। এক্কেবারে না সারা অবস্থা আর কি। আপনাকেও বাসন্তী শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
দিবসই আছে শুধু
ভালোবাসা আর নেই তেমন
ব্রেক আপ একটি অতি আধুনিক শব্দ
ব্রেক আপ হতে বিলম্ব হয়,
ভালোবাসায় পরতে তেমন বিলম্ব নয়
ওয়েটিং লিষ্ট,বিকল্প থাকে সবারই 🙂
সীমান্ত উন্মাদ
মামা বিকল্পতো থাকেই আবার আগেরটারে এক্স গার্ল ফ্রেন্ড অথবা বয় ফ্রেন্ড হিসেবে যেমনে সবার সাথে পরিচয় করায় তাও বেপক দেখার বিষয়। অনেক অনেক শুভকামনা জানিবেন মামা।
শুন্য শুন্যালয়
না না করতে করতে আজকের দিনেই সবাই বেশি ভালোবাসা দিবসের পোস্ট দিছে 🙂 আসলেই valentine’s day 🙂
সীমান্ত উন্মাদ
আরে বল কি কারন জানোনা আমরা বাঙ্গালী মাত্রই দিবসে বিশ্বাসী। দিবস ছাড়া পোষ্ট দিলে বলবে আজকে এই লিখার যুক্তিকতা কই। হা হা। তোমাকে ভেলেন্টাইনের শুভেচ্ছা। শুভহোক তোমার পথচলা।
আবু জাকারিয়া
মজা পেলাম।
সীমান্ত উন্মাদ
আপনি মজা পেয়েছেন যেনে আমিও মজিত হইলাম। শুভকামনা জানিবেন নিরন্তর।
স্বপ্ন
শুভ ভালোবাসা দিবস -{@
সীমান্ত উন্মাদ
শুভ ভালোবাসা দিবস। একটা মজার উত্তর মাথায় আসছিলো দিলাম না, মাইন্ড করতে পারেন তাই। এই লন গোলাপঃ -{@
স্মৃতির নদীগুলো এলোমেলো...
মজা পাইছি আমিও…
সীমান্ত উন্মাদ
মজিত হইছি আমিও।
খেয়ালী মেয়ে
ওওওওওওওওও আজ Valentine ডে ছিলো 😮
হ্যাপী Valentine -{@
সীমান্ত উন্মাদ
বাসি ভেলেন্টাইন। শুভকামনা নিরন্তর।
ব্লগার সজীব
খুঁজে পান আপনার ভেলেন্টাইন (y)
সীমান্ত উন্মাদ
আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
মাহামুদ
কত্ত মিল!
সীমান্ত উন্মাদ
কি মিল??
শিশির কনা
আপনাকেও ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা -{@
সীমান্ত উন্মাদ
আপনাকেও শুভেচ্ছা কিন্তু একটু বাসি হয়ে গেল। শুভকামনা জানিবেন নিরন্তর।