আরে ব্যাটা, আজতো Valentine।

সীমান্ত উন্মাদ ১৪ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ১২:৫৩:৩৩অপরাহ্ন বিবিধ ২০ মন্তব্য

ভারসিটিতে ঢুকেই দেখি
জোড়ায় জোড়ায় কপোত-কপোতি,
নিচ্ছে তারা প্রতিদিনই
কাছে থাকার সরব শ্বপথ’ ই।

দেখে শুধু বললাম আমি
বাহ্ কি Romantic,
হতে যদি পারতাম আমি
তাদের মত Idealistic|

ভেবে নিজেকে অন্ধ
কানটাও করে বন্ধ
গেলাম চলে ক্লাস রুম,
সবাই দেখি মেরে আছে গুম।
বললাম দোস্ত ঘটনা কি
ভালবাসার আগুনে ম্যাম মেরেছেন ঘি।

আজ আমাদের দিতে হবে কাস টেস্ট
বললাম আমি বেশ বেশ ।
না দিলে মোরা করবো কেমনে Shine,,
দোস্তরা সব বলল মোরে
আরে ব্যাটা, আজতো Valentine।
বিঃদ্রঃ আমি উন্মাদ বলিয়াই হয়ত আজ পর্যন্ত আমার কোন ভেলেন্টাইন নাই। তয় একখান কথা বেপক বুঝতাছি এই জীবনেও হইবেক না। পরিশেষে বলিতে চাই সব বিষয় নিয়ে একজন কার্টুনিস্ট এর হাস্যরস সৃষ্টির স্বাধীনতা থাকলে একজন উন্মাদের ও নিশ্চই থাকা উচিত মানে সীমান্ত উন্মাদেরও থাকা উচিত। এমনকি ভালোবাসা পাওয়ার অধিকারও। তবে যে ভালোবাসার ভাষা কেড়ে নেয় ক্ষমতার লোভ আর টাকা, এমন ভালোবাসা চায়না সীমান্ত উন্মাদ। মাকসুদ ভাই তার গানে বলেছিলেন “যদি অর্থের মাপেই হয় ভালোবাসা সাধারন, তবে চাওয়া পাওয়ার আছে কি উপায়?”মুহূর্ত প্রেমে বিশ্বাসী আমি নই যেটা একালে ভিষন দেখা যায়।  এমন প্রেম চাই যাতে এভাবে বলতে পারিঃ “প্রেম সত্য প্রেম শ্বাসত প্রেম অবিনশ্বর।

সবাইকে অনেক অনেক ভালোবাসা দিবসের শুভেচ্ছাঃ ভালোবাসা হোক প্রতিদিনের কারন কোন বিশেষ একটা ভালোবাসার দিন হলেই ভালোবাসা পূর্ণতা পায় না।  এবং শুভকামনা সবার জন্য।
প্রথম প্রকাশঃ মাসিক ঊন্মাদ। উন্মাদ আমি তাই দিন তারিখ মনে থাকেনা। তবে এই টুকু মনে আছে আমি তখনো বিশ্ববিদ্যালয়য়ের গন্ডি পেরুই নি। সালটা মনে লয়ঃ ২০০৩।

 

৬০৬জন ৬০৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ