খেয়ালী মেয়ের হেয়ালী গর্ব

খেয়ালী মেয়ে ৭ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ০৯:০৮:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৫ মন্তব্য

ঝিনুক একদিন গর্ব করে বলেছিলো, আমার হৃদয়ে আছে শক্তি…
আমি বললাম, আমার হৃদয়েও আছে যন্ত্রনা সহ্য করার অফুরন্ত শক্তি…
প্রশান্ত মহাসাগর বলেছিলো, আমার বুকে আছে অনেক জল…
আমি বললাম, আমার বুকেও আছে বিপুল ভালোবাসা…
পিরামিড বলেছিলো, আমার ভেতরে আছে আশ্চর্য শ্যাম…
আমি বললাম, আমার ভেতরে আছে প্রেম…
তাজমহল বলেছিলো, আমার দেহে আছে হাজারো পর্যটকের ছোঁয়া…
আর আমি বললাম, আমার দেহে আছে এক অদৃশ্য ছায়ার মায়াবী ছোঁয়া…

(খেয়ালী মেয়ের কাল্পনিক কথোপকথন)

৬৩২জন ৬৩২জন
0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ