একটু একটু করে আমি তোমার দিকে ,
তোমার
মাঝে হারিয়ে যাচ্ছি ,অজান্তে …
কোন্ মায়ার জালে তুমি নীরবে ,
আমার হৃদয় মন্দিরে ঝড় তোল ,
সেই ঝড়ের তোড়ে নিজেকে …
হারিয়ে ফেলি স্বপ্ন সজল নয়নে !
তোমার বিহন জ্বালা আমার
একাকীত্বকে –
দগ্ধ করে ,তুষের আগুন জ্বলে ;
চিত্তে ,খুঁজে দেখি এই আমার মন
প্রাণে –
শুধু তুমি আছো জুড়ে ।
যে সুর বাজে হৃদয়ের গহনে ,
তা অনুভব করো ..
কাছে এসো সখা ,
নিবিড় ভাবে অনুধাবন করো ,
নাও না টেনে ,
তোমার একান্ত সান্নিধ্যে !!
১৪টি মন্তব্য
ইমন
আহা! কি রুমান্টিক 😛
মুন্নি রুনা
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
সোনেলায় স্বাগতম জানাচ্ছি আপনাকে আপু। কবিতা ভালো লেগেছে। লিখুন আরো অনেক।
মুন্নি রুনা
এটি কোন কবিতার মধ্যে পরে নাকি?যা মনে আসে লিখে ফেলি।ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়
সরল সহজ কবিতা ভালো লেগেছে।
আরো লিখুন নিয়মিত
শুভ কামনা।
মুন্নি রুনা
এটিকে কবিতা বলায় লজ্জা লাগছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
রিমি রুম্মান
রোমান্টিক কবিতার মাঝে সোনেলায় যাত্রা… শুভকামনা রইলো।
মুন্নি রুনা
ধন্যবাদ আপু।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কোথায় গেলেন আপনি আমাদের খাবার দিয়ে মন্তব্যের প্রতিত্তোর না পেলেতো ক্ষিদে মিটবে না বন্ধু।স্বাগতম সোনেলায়।
প্রথম পোষ্ট চমৎকার সহজ সরল বাক্য।
মুন্নি রুনা
এইত এসে গেলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
ব্লগার সজীব
কবিতা ভালো লেগেছে।পোষ্ট দিয়েই হাওয়া হয়ে গেলে চলবে না আপু 🙂
মুন্নি রুনা
ব্যাস্ততা আমাকে দেয় না অবসর ভাইয়া।
মিথুন
হৃদয়ের সুর বেশ সুরেলা………… 🙂
মুন্নি রুনা
ধন্যবাদ আপু।