বাঙ্গালী জাতি তোমার কান্ডারীরা আজ পথ হারাইয়াছে
বাংগালী জাতি তোমার কান্ডারীরা আজ নীতিভ্রষ্ট হইয়াছে।
জনতা পারে জনতাই নির্বাচন করে নেতা,
জনতাই গড়ে দেশ, জনতাই রক্ষা করে স্বাধীনতা।

জনতা আজ ভাঙ্গ তোমার ঘুম,
জনতা আজ দাও সিল নীতির বাক্সে।
জামাতীরা সৃষ্টিকর্তাকে করিয়াছে অবিশ্বাস
বিশ্বাসে ডাকিয়া আনিয়াছেন বিধর্মী আইনজীবীদের আজ।

আন্দোলনের হাতিয়ার যদি হয় মানুষ হত্যা,
আন্দোলনের হাতিয়ার যদি হয় পেট্রোল বোমা,
আন্দোলনের হাতিয়ার যদি হয় মানুষকে জিম্মি
তাহলে কি গণতন্ত্রের সংজ্ঞা বদলে
স্বাধীন মত অন্যায় করা?

জনতা আবার জাগো, আবার সিল মার,
নেতৃত্ব তৈরীতে আন তোমার জয়গান।

৫১২জন ৫১২জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ