হাসন রাজা বাংলা গানের এক দিকপাল হাসন রাজা ছিলেন হাওরের অধিবাসী জীবনকে যিনি শতভাগ নিংড়ে নিয়েছিলেন।ছিলেন জমিদার প্রথম জীবনে তামসিক ভোগবিলাসে এতো ব্যাস্ত ছিলেন প্রজাবিমুখ হিসেবে তার দুর্নাম ছিলো যদিও পরে তিনি নিজেকে প্রজাবৎসল হিসেবে প্রমাণ করেছেন। মাঝরাতে তার বসরা হাওরের মধ্যে যেতো যেখানে তিনি আর তার সংগিনীরা থাকতো আর চলতো তার রচিত গান আর তুমুল নৃত্য। মূলত তার গান বেসিরভাগ এরকমভাবেইই রচিত হয়েছে। কিন্তু পরিনত বয়সে এসে উনি বদলে যান। জীবনবোধ দর্শন সম্পর্কে হয়ে ওঠেন সচেতন।রচনা করেন দর্শন কে ভিত্তি করে গান। হাসন রাজা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে বলেন বলেন”আখি মুঞ্জিয়া দেখোরে রুপ”
বাস্তবিক ঘরবাড়ি সম্পর্কে তিনি ছিলেন নিরুৎসুক তার ভাবনায় “ঘরবাড়ি ভালা না আমার কি ঘর বানাবো আমি শূন্যেরো মাঝার ” তিনি ভাবতেন এই পৃথিবীর অপার সৌন্দর্যরূপ থেকে তিনি অজানায় চলে যাবেন সেখানে তিনি আদৌ ভালো থাকতে পারবেন না, এই সুন্দর পৃথিবীর মায়া তাকে সেখানেও কাদাবে অথবা মৃত্যুপরর্বতি জীবনের অবস্থা।
তাই তিনি লিখলেন “মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হয়ারে কান্দে হাসন রাজার মন কান্দেরে”
এই মহান গীতিকার এর প্রতি রইলো শ্রদ্ধা।
২৯টি মন্তব্য
হৃদয়ের স্পন্দন
বাহ। আপনার অন্তদৃষ্টি অত্যান্ত ভালো। আরো লিখুন। সোনেলা পরিবারের একজন হিসেবে স্বাগতম জানাচ্ছি।
মাহামুদ
ধন্যবাদ ভাই
স্মৃতির নদীগুলো এলোমেলো...
One of my most favorite one. He really had a great insight
মাহামুদ
আমারো ভাই।
শুন্য শুন্যালয়
প্রথম লেখাতেই এমন একজন কবিকে নিয়ে লিখলেন বলে আপনাকে অনেক সাধুবাদ জানাই। কিন্তু আমার যে এখন এই গানগুলো শোনবার ইচ্ছে হলো!!!
অভিনন্দন আপনাকে প্রথম সোনেলায় লিখবার জন্যে। নিয়মিত লিখুন ভাইয়া। শুভকামনা।
মাহামুদ
গানগুলো শুনলেই অন্যরকম ভালোলাগায় মন আচ্ছন্ন হয়ে যায়। 😀
মাহামুদ
m.doridro.net/banglasongs/Folk,Lalon%20and%20BauL%20Songs/Hason%20Raza/Selim%20Chowdhury%20-%20Hason%20Rajar%20Gaan গানগুলো এখানে পাবেন। তাছারাও এখন অনেকেই হাসন রাজার গান কাভার করছে, অর্থহীন ও ২টি কাভার দিয়েছে 😀
অরণ্য
শুভেচ্ছা আপনাকে। আপনার লিংকটিকেই আমি আবার দিলাম যেন কেউ চাইলে ক্লিক করে সরাসরি চলে যেতে পারে লিংকটিতে।
http://doridro.net/download//Folk,Lalon%20and%20BauL%20Songs/Hason%20Raza/Selim%20Chowdhury%20-%20Hason%20Rajar%20Gaan
মাহামুদ
অনেক ধন্যবাদ ভাই।
মরুভূমির জলদস্যু
হুমায়ূন আহমেদের কল্যাণে হাসন রাজার গান শহুরে মানুষের কান পর্যন্ত পৌছে ছিলো একটা চমৎকার পরিবেশনা নিয়ে।
মাহামুদ
জি ভাই।
হুমায়ুন আহমেদ তখন তার প্রায় প্রতিটি নাটকে হাসন রাজার গান ব্যাবহার করেন। আর নাটক বলতে তো আমরা এখন বহু চ্যানেল আর এড বুঝি তখন তো শুধু বিটিভিই ছিলো হারাধনের একমাত্র সন্তান তাই সবাই ধীরে ধীরে হাসন রাজার গানের প্রতি আকৃষ্ট হন। ভালো একটা কারেন্সি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। 😀
নীলাঞ্জনা নীলা
অল্প কথায় ভালোই লিখলেন।
মাহামুদ
ধন্যবাদ আপু 🙂
শাহানা আফরিন স্বর্ণা
হাছনের গান গাইতে এক অদ্ভুত আনন্দ 🙂
ভাল লাগল কিছু তথ্য জানলাম 🙂
মাহামুদ
সত্যিই আপু হাছন রাজার গানে এক অন্যরকম মাদকতা এবং আনন্দ পাওয়া যায়।
আপনার ভালো লেগেছে বলে আনন্দিত হলাম। ধন্যবাদ আপু।
সীমান্ত উন্মাদ
মাটির পিঞ্জিরা গানটা আমার খুব প্রিয় গানের একটা। আর হাসন রাজার গানে বাংলার এক অসাধারন জীবন দর্শন আছে তা আমাদের গানের ইতিহাসকে পরিপর্নতা দিয়েছে। অনেক অনেক শুভকামনা।
মাহামুদ
জি ভাই খুব সাধারণ ভাষায় উনি অসাধারণ ভাবে জীবনের মর্মী বাণী রচনা করেন।যা আসলেই বাংলা বাংলা গানকে আরো সমৃদ্ধ করে তোলে।
এবং ধন্যবাদ। 😀
বনলতা সেন
অভিনন্দন আপনাকে এখানে প্রথম লেখার জন্য।
এই মহান গীতিকারকে আমরাও শ্রদ্ধা জানাচ্ছি।লিংকে গিয়ে গানগুলো অবশ্যই শুনব।
মাহামুদ
ধন্যবাদ আপু 😀
খসড়া
লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার
মাহামুদ
ভালা কইরা ঘড় বানায়া কয়দিন থাকবো আর।
খেয়ালী মেয়ে
হাসন রাজার গানগুলো আসলেই একটু ভিন্নধারার, ভালো লাগে শুনতে…
মাহামুদ
জি আপু আমারো ভালো লাগে..
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
আরো লিখুন, অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা।
মাহামুদ
অনেক ধন্যবাদ..
ছাইরাছ হেলাল
লিখুন এমন করে আরও অনেক, যা পড়তে চাই।
আমি শুনি হাচন রাজার গান।
মাহামুদ
ধন্যবাদ ভাই। চেষ্টা থাকবে।
মেহেরী তাজ
ভালো লেগেছে,আরো লিখুন।
মাহামুদ
চেষ্টা চালিয়ে যাবো এবং সবাইকে এত্তগুলা ধন্যবাদ এভাবে সমর্থন দেওয়ার জন্য 😀