ছায়া ঢাকা নীহারিকা,ছায়া ছায়া প্রেম
দ্রোহে ও মিলনে যুগল শ্রাবণে
উড়াল মেঘেরা তোমার উঠোনে,
যাও মেঘ –
বিরহী বধুর পানে
ভালোবাসাটুকু জানাও তাহারে
একলার নিরজনে।
যাও মেঘ –
ঝরাও বরিষণ
ধারাজল ছোঁও বধুয়া
জুড়াও তোমার বিরহ তপ্ত পরাণ।
অপেক্ষার আকুল চাতক,
খাঁখাঁ বুক, অপেক্ষার তীরভূমি
তরঙ্গভঙ্গের অপেক্ষায় আকুল
ঢেউ হয়ে কবে এ বুকে আছড়ে পরবে তুমি ।
উৎসর্গ – সকল মেঘেদের প্রেমিকাদের 🙂
৩৬টি মন্তব্য
প্রহেলিকা
এসো এসো রক্তাম্বরী শাড়ি পড়ে, দুষ্টু চোখে বিস্ময়ে
বিমর্ষ ঠায় দাঁড়িয়ে থাকা ভিজিয়ে দেবার আহ্লাদে।
প্রিয় সাইদ ভাই আবেশ কিন্তু ছড়িয়েছে চারদিকময়। আমাদের জন্য কি কিছু নাই খালি প্রেমিকাদের জন্যই? সমস্যা নেই মেঘের ছবি দেখেই খুশি। 🙂
সাইদ মিলটন
উড়ে যাওয়া মেঘেদের গায়ে লেগে থাকা স্বপন আবীর
তাদের ফেলে যাওয়া স্মৃতিচিহ্ন
এবং বয়ে আনা অচিন সৌরভ – এইসব ভালোলাগা নিয়ে বেঁচে থাকা , প্রিয় প্রহেলিকা 🙂
জিসান শা ইকরাম
বঁধুয়া ভালো থাকুক
বঁধুয়া ফিরে পাক তার সঠিক গন্তব্য।
সাইদ মিলটন
হ্যাঁ সবাই ভালো থাকুক দাদা, সুখে থাকুক 🙂
রিমি রুম্মান
আহা! এমন লেখা ! বঁধুয়া’কে হিংসে হয় :p
সাইদ মিলটন
হিংসা করেনা 😀
ভালোবাসা সব কিছু সহ্য করে, সকলকেই বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতে আশা রাখে আর সব অবস্থায় স্থির থাকে।
– করিন্থিয় ১৩(৪-৭) :p
মেহেরী তাজ
থাক বধুয়াই পাক সব ভালোবাসা। কি আর করা। আমরা না হয় লেখা পড়ে আর ছবি দেখেই খুশি হলাম।!
সাইদ মিলটন
আহা, কি হিংসা :p
থ্যাঙ্কু মেহেরী 🙂
লীলাবতী
যার যা প্রাপ্য বুঝে নিক 🙂
সাইদ মিলটন
হ্যাঁ , যার যেটা প্রাপ্য নয় সেটাও 🙂
শাহানা আফরিন স্বর্ণা
মেঘের রঙে আজ অন্য রঙ ছিল ,, বৃষ্টির শব্দে আজ অন্য ধনি ছিল।।
আপনারই বুঝি সন্দেশ ছিল! 😀
সাইদ মিলটন
ছিলো হয়তো , বহুকাল আগে কোন এক উতলা শ্রাবনে
আজ শুধু মৌনতায় মুখরিত সময় 🙂
শাহানা আফরিন স্বর্ণা
এতই মৌনতা!!!
সাইদ মিলটন
হ্যাঁ, বিপন্নের মৌনতার বিকল্প নেই যে
ছাইরাছ হেলাল
সমস্যা হইল সব মেঘে বৃষ্টি হয় না। চাতকের অবস্থা খুবই খ্রাপ।
অনেকদিন পর এই লেখা পেলাম।
সাইদ মিলটন
মেঘের ব্যর্থতা নয়, জলকনা ততটা ভারী হতে পারেনি যতটা হলে বৃষ্টি হয় 🙂
থ্যাংকস দাদা
ফাতেমা জোহরা
চমৎকার লাগলো… (y)
সাইদ মিলটন
ধন্যবাদ ফাতেমা জোহরা 🙂
নীলাঞ্জনা নীলা
দুজনে দুজনের হয়ে যাক।
সাইদ মিলটন
🙂
দ্রোহে ও মিলনে যুগল শ্রাবণে
”উড়াল মেঘেরা” তোমার উঠোনে
স্বপ্ন নীলা
যাও মেঘ –
ঝরাও বরিষণ
ধারাজল ছোঁও বধুয়া
জুড়াও তোমার বিরহ তপ্ত পরাণ।’’— অসাধারণ, মুগ্ধ আমি
সাইদ মিলটন
মুগ্ধতা দেখে অভিভুত 🙂
নুসরাত মৌরিন
ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা শুধুই মেঘপ্রেমীদের উৎসর্গ করার জন্য। 🙂
সাইদ মিলটন
হু, মেঘবালিকাদের উৎসর্গ করতে চাইছিলাম 🙂
কিন্ত মেঘের প্রেমিকারা সংখ্যায় বেশী, তাই তারাই ভোটে জিতেছে 🙂
নুসরাত মৌরিন
🙂
সাইদ মিলটন
🙂
বনলতা সেন
দৃষ্টি আকর্ষনের চেষ্টা ফলপ্রসূ হোক খাঁ খাঁ বুকে।
সাইদ মিলটন
হবেনা , নিয়ম নাই 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কবির মন কত কিছুর সাথে প্রিয়াকে তুলনা করে।খুব ভাল লাগল । -{@
সাইদ মিলটন
মনির ভাই মানুষের মন আসলেই অদ্ভুতুরে, কি দেখে কিসের কথা মনে হবে কেউই জানেনা 🙂
খেয়ালী মেয়ে
অপেক্ষার পর্বের সমাপ্তি ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনা হোক খুব তাড়াতাড়ি -{@
সাইদ মিলটন
এতো সহজ নয় মেয়ে 🙂
ব্লগার সজীব
ভালো লেগেছে সাইদ ভাইয়া।
সাইদ মিলটন
থ্যাংকস সজীব ভাই ::)
শুন্য শুন্যালয়
পাখির চল কি তবে শেষ হয়ে গেলো? এলো মেঘের পায়ে বেঁধে দেয়া টেলিগ্রাম? কঞ্জুসের কোচর থেকে এক আধটা আধুলি পেলেই এখন খুশি। ফিরতি বার্তার অপেক্ষায়।
সাইদ মিলটন
আহ, প্রিয় শুন্য শেষ বলে কিছু নেই 🙂 প্রতিটি শেষ আরেকটি শুরুর শুরু। আর আদিগন্ত জন্ম ভবঘূরে মেঘেদের দিনই ছিলো, মাঝখানে মায়ার পাখি উড়ে এসে স্বপ্ন মায়াঞ্জন মাখিয়ে চলে গেছে অচেনা উড়ালে। বাস্তবতায় স্বপ্ন ডাজন্ট এক্সিস্ট 🙂