“স্পর্ধিত প্রতিশ্রুতি”

শান ৭ জানুয়ারি ২০১৫, বুধবার, ০৯:২৬:৫৯পূর্বাহ্ন বিবিধ ৭ মন্তব্য

স্পর্শ করো ,
আমি ক্ষয়িষ্ণু প্রতিটি মৃত কোষে এনে দেব প্রাণ ,
শোনাব তোমায় এক পরিচিত ফাগুনের গান ।

হাত ধরো ,
আমি তোমাদের উন্নাসিক দাম্ভিক হৃদয়ে লাগাবো – চেতনানাশক মলম !
উর্বর মানসপটে লাগামহীন ছোটাব – আমার এই স্খলিত বুড়ো কলম ।

স্পর্শ করো ,
দীঘল অমারাত্রির সব স্বপ্নভুক মাছিগুলো, মুহূর্তেই হবে – বাক্সবন্দী , নির্জীব , অসাড় !
তোমার শ্যাওলাপড়া ঘুমন্ত চেতনায় ঘটাবো -প্রেমের বর্ধিষ্ণু শেকড়ের প্রসার ।

হাত ধরো ,
হতাশা আর স্বপ্নভঙ্গের বেদনা , তোমার তপ্তরুধিরে জাগাবে – নতুন প্রাণের উন্মাদনা !
এক সৌম যাদুকর দেবে আশার টনিক – ইস্পাত দৃঢ় হবে উপদ্রুত চেতনা ।

স্পর্শ করো ,
এক মায়াবী চাঁদকে দেখে হাসবে তুমি -তাচ্ছিল্যের অট্টহাসি !
ভালবাসার সব সেকেলে কবিতা লাগবে বড্ড দুর্গন্ধময় , বমি উদ্রেককর – বাসি।

হাতধরো , স্পর্শ করো –
রাস্তার ঐ ছোট্ট টোকাইটাকেই তোমার লাগবে বড্ড আপন !
এক যাযাবর আমৃত্যু লিখে যাবে তৃতীয় বিশ্বের এক শ্রেণীহীন কবিতার ভুবন ।।

৪৩২জন ৪৩২জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ