আমার পরিচয়

মনির হোসেন মমি ১৯ নভেম্বর ২০১৪, বুধবার, ০৯:৫০:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩২ মন্তব্য

আমি কবি নই, নই কোন নামজাদা লেখক
যে কি না লিখুনিতে তোমাদের মন জোগাবে
আমি নেতা নই,নই কোন রাষ্ট্র প্রধান
যে কি না সকল সমস্যার সমাধান করবে।

আমি ধনী নই,নেই ধন-সম্পদের ভান্ডার
যে কি না তোমাদের ক্ষুধা মিটাবে
আমি জ্যোতিষী নই,নই ভাগ্য বন্টনের দেবতা
যে কি না আলাদিনের চেরাগঁ ঘরে ঘরে জ্বালাবে।

আমি হ্যামিলিউনের বাশিঁওলা নই,নই যাদুকর
যে কি না ভুবুক্ষ মানুষকে সূরের তালে নাচাবে
আমি মহাজ্ঞানী সব জান্তা নই,নই ঈশ্বরের দূত
যে কি না অশুভ লক্ষনের অাগাম বার্তা দিবে।

আমি নই কারো মাতা পিতা,নই জন্মদাতা
যে কি না স্ব-হাতে পৃথিবীর সকল মাকলোকাত সৃষ্টি করবে
আমি আদম, নই ফেরেস্তা
যে কি না স্রষ্টার সৃষ্টিতে চির কৃতজ্ঞ থাকিবে।

আমি নই কারো আত্ত্বীয়,নই জগত সংসার মায়ায় আবদ্ধ
যে কি না বলবে, সে আমার অতি আপন জন
আমি নই কারো,কেউ নয় আমার
আমার মাঝে আমাকেই যেনো খুজিঁ বার বার।

আমি নই সীমারের দানব,নই লৌহ মানব
যে কি না স্রষ্টার বন্দনা অবহেলায় হৃদ্ধতা দেখাবে
আমি কেবলি রক্তে মাংসে গড়া জগতের মাটির মানুষ
যে কি না বলবে বার বার আমিই সর্বো সেরা জীব
মানুষ
যার মান আছে আছে হুস

ছবি:মমি

১৭২৫জন ১৭২৫জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ